Ajker Patrika

মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৯: ৪৩
মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

সাভারে এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক মাওলানা আলামিন হাসান সাইমের (২৭) বিরুদ্ধে। মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে গতকাল রোববার রাত ৯টার দিকে সাভার মডেল থানায় মামলা করা হয়। এর আগে গত শুক্রবার রাত আড়াইটার দিকে সাভারের রাজাশনের একটি মাদ্রাসার আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আলামিন হাসান সাইম ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার সাতানিপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি সাভারের রাজাশন ওই মাদ্রাসায় শিক্ষকতা করেন। 

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী শিশু ওই মাদ্রাসায় আবাসিক থেকে আরবি বিভাগের লেখাপড়া করে। অভিযুক্ত ব্যক্তি ওই মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি ভুক্তভোগী শিশুকেও দেখাশোনা করতেন। পরে গত শুক্রবার রাত আড়াইটার দিকে ওই শিশুকে ঘুম থেকে ডেকে তুলে বলাৎকার করেন। পরের দিন শনিবার বাসায় ফিরে কান্নাকাটি করে পরিবারের কাছে বিষয়টি খুলে বলে শিশুটি। পরে রোববার রাতে সাভার মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী শিশুর বাবা। 

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈকত বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত