ঢামেক প্রতিবেদক

সচিবালয়ের সামনে আনসার সদস্যদের হামলায় আহত হওয়া শাহিন হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পেশায় রেন্ট-এ কারের গাড়িচালক ছিলেন তিনি। আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. সানাউল হক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
গত ২৫ আগস্ট রাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শাহিন হাওলাদার।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহত শাহিনের ছেলে বিশাল আহমেদ জানান, তাঁদের বাড়ি বাগেরহাট জেলার মোংলা থানার কচুবুনিয়া গ্রামে। বর্তমানে খিলগাঁও গোড়ান ৩০ নম্বর রোডে একটি বাসায় ভাড়া থকেন তাঁরা। তাঁর বাবা পেশায় রেন্ট-এ কারের গাড়িচালক ছিলেন।
বিশাল বলেন, ‘বন্ধুদের নিয়ে ছাত্র আন্দোলনের প্রথম থেকেই রাজপথে ছিলাম আমরা। গত ২৫ আগস্ট সাধারণ আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করে। রাতে যখন শিক্ষার্থীরা সচিবালয়ে উপস্থিত হয়, তখন আমাদের ওপর হামলা করে আনসাররা। তখন কয়েকজন বন্ধু মিলে সচিবালয়ের সামনে গিয়েছিলাম। রাত ৯টার দিকে সচিবালয়ের দুপাশে আনসার সদস্যরা অবস্থান নিলে মাঝখানে আটকা পড়ি। সেখান থেকে বের হওয়ার জন্য বাবাকে ফোন দিই।’
তিনি আরও বলেন, ‘বাবা ফোন পেয়ে সচিবালয়ের সামনে দিয়ে হেঁটে খুঁজছিলেন আমাদের। তখন আনসার সদস্যরা লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে বাবাকে। অনেকক্ষণ পর বাবার ফোনে কল করলে এক শিক্ষার্থী ফোন রিসিভ করে জানান, আনসার সদস্যরা বাবাকে আহত করেছে। সঙ্গে সঙ্গে বাবার কাছে গিয়ে তাকে আহত অবস্থায় ওই রাতেই ঢাকা মেডিকেলে নিয়ে আইসিইউতে ভর্তি করি। সেখানে তাঁর মাথায় অস্ত্রোপচার হয়। রাখা হয় লাইফ সাপোর্টে। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান।’
বিশালের বন্ধু রমজান হাওলাদার বলেন, ‘আমার বন্ধুর বাবা মূলত আমাদের সেদিন সচিবালয়ের সামনে থেকে আনার জন্য গিয়েছিলেন। তবে সেখানে আমাদের খুঁজে পাচ্ছিলেন না। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থী মনে করে তাঁকেও পিটিয়ে আহত করে। তাঁকে পেটানোর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে। ভিডিওর মধ্যেও তাঁকে মারধর করতে দেখা গেছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. সানাউল হক জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শাহিন হাওলাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সচিবালয়ের সামনে আনসার সদস্যদের হামলায় আহত হওয়া শাহিন হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পেশায় রেন্ট-এ কারের গাড়িচালক ছিলেন তিনি। আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. সানাউল হক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
গত ২৫ আগস্ট রাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শাহিন হাওলাদার।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহত শাহিনের ছেলে বিশাল আহমেদ জানান, তাঁদের বাড়ি বাগেরহাট জেলার মোংলা থানার কচুবুনিয়া গ্রামে। বর্তমানে খিলগাঁও গোড়ান ৩০ নম্বর রোডে একটি বাসায় ভাড়া থকেন তাঁরা। তাঁর বাবা পেশায় রেন্ট-এ কারের গাড়িচালক ছিলেন।
বিশাল বলেন, ‘বন্ধুদের নিয়ে ছাত্র আন্দোলনের প্রথম থেকেই রাজপথে ছিলাম আমরা। গত ২৫ আগস্ট সাধারণ আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করে। রাতে যখন শিক্ষার্থীরা সচিবালয়ে উপস্থিত হয়, তখন আমাদের ওপর হামলা করে আনসাররা। তখন কয়েকজন বন্ধু মিলে সচিবালয়ের সামনে গিয়েছিলাম। রাত ৯টার দিকে সচিবালয়ের দুপাশে আনসার সদস্যরা অবস্থান নিলে মাঝখানে আটকা পড়ি। সেখান থেকে বের হওয়ার জন্য বাবাকে ফোন দিই।’
তিনি আরও বলেন, ‘বাবা ফোন পেয়ে সচিবালয়ের সামনে দিয়ে হেঁটে খুঁজছিলেন আমাদের। তখন আনসার সদস্যরা লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে বাবাকে। অনেকক্ষণ পর বাবার ফোনে কল করলে এক শিক্ষার্থী ফোন রিসিভ করে জানান, আনসার সদস্যরা বাবাকে আহত করেছে। সঙ্গে সঙ্গে বাবার কাছে গিয়ে তাকে আহত অবস্থায় ওই রাতেই ঢাকা মেডিকেলে নিয়ে আইসিইউতে ভর্তি করি। সেখানে তাঁর মাথায় অস্ত্রোপচার হয়। রাখা হয় লাইফ সাপোর্টে। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান।’
বিশালের বন্ধু রমজান হাওলাদার বলেন, ‘আমার বন্ধুর বাবা মূলত আমাদের সেদিন সচিবালয়ের সামনে থেকে আনার জন্য গিয়েছিলেন। তবে সেখানে আমাদের খুঁজে পাচ্ছিলেন না। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থী মনে করে তাঁকেও পিটিয়ে আহত করে। তাঁকে পেটানোর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে। ভিডিওর মধ্যেও তাঁকে মারধর করতে দেখা গেছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. সানাউল হক জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শাহিন হাওলাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৫ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে