নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহবাগ মোড়। প্রায় ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষার পর আসছে একটি-দুটি বাস। সেই বাসও যাত্রীতে ঠাসা, দরজার হাতল ধরে ঝুলে আছে অনেক যাত্রী। এখানে অপেক্ষারত মানুষ যে ঝুলেও কোনোভাবে বাসে উঠবে, সেই সুযোগও নেই।
শুক্রবার রাতে হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় এমন দুর্ভোগে পড়েছে রাজধানীর মানুষ। শনিবার সকাল থেকে রাজধানীতে আগের মতো বাসের দেখা মিলছে না। দীর্ঘ সময় পর পর দু-একটি বাস এলেও তাতে উঠতে পারছে না যাত্রীরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন রাজধানীর কর্মজীবী মানুষ।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পূর্বঘোষণা ছাড়াই গণপরিবহন বন্ধ করে দিয়েছেন বাসমালিকেরা। সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা সড়কে দাঁড়িয়েও গণপরিবহনে উঠতে না পারায় ক্ষোভ প্রকাশ করছে সাধারণ যাত্রীরা।
আজ শনিবার সকাল থেকে রাজধানীর শাহবাগ, আজিমপুর, সায়েন্স ল্যাব মোড়, কারওয়ান বাজার ও ফার্মগেটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরে এ অবস্থা দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, রাস্তার বিভিন্ন মোড়ে বাসের জন্য দাঁড়িয়ে আছে শত শত মানুষ। মাঝেমধ্যে দু-একটি বাস এলেও সেগুলো যাত্রীতে পরিপূর্ণ। বিভিন্ন স্থানে দু-একজন নেমে গেলেও হুড়োহুড়ি করে উঠছে অনেক বেশি। অনেকে বাসে উঠতে পারবে না এমন আশঙ্কা থেকে হেঁটেই গন্তব্যে রওনা দিয়েছে। এদিকে বাসের সংকটে সিএনজি অটোরিকশা ও রিকশাচালকেরাও চাইছেন বাড়তি ভাড়া।
সায়েন্স ল্যাব মোড়ে দীর্ঘ সময় বাসের জন্য দাঁড়িয়ে থেকেও কোনো বাসে উঠতে না পারা একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে শাহ আলম জানান, দেড় ঘণ্টারও বেশি সময় ধরে তিনি দাঁড়িয়ে আছেন। যেসব বাস আসছে, তার সবই যাত্রীতে পূর্ণ। কোনোভাবে যে ঝুলে বাসে উঠবেন, সেই সুযোগও পাচ্ছেন না তিনি। শাহ আলম বলেন, ‘হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ানোয় আমাদের মতো সাধারণ মানুষের ভোগান্তিটাই বেশি বেড়েছে। আমাদের কথা চিন্তা করার কেউ নেই।’
এর আগে গতকাল রাতে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। নতুন দাম কার্যকর হয়েছে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে। প্রজ্ঞাপন অনুযায়ী লিটারে ডিজেল ৩৪ টাকা, পেট্রল ৪৪ এবং অকটেনের দাম বেড়েছে ৪৬ টাকা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রলের দাম ১৩০ টাকা। এর ফলেই ঢাকায় হঠাৎ করে গণপরিবহন বন্ধ হয়ে যায়।

রাজধানীর শাহবাগ মোড়। প্রায় ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষার পর আসছে একটি-দুটি বাস। সেই বাসও যাত্রীতে ঠাসা, দরজার হাতল ধরে ঝুলে আছে অনেক যাত্রী। এখানে অপেক্ষারত মানুষ যে ঝুলেও কোনোভাবে বাসে উঠবে, সেই সুযোগও নেই।
শুক্রবার রাতে হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় এমন দুর্ভোগে পড়েছে রাজধানীর মানুষ। শনিবার সকাল থেকে রাজধানীতে আগের মতো বাসের দেখা মিলছে না। দীর্ঘ সময় পর পর দু-একটি বাস এলেও তাতে উঠতে পারছে না যাত্রীরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন রাজধানীর কর্মজীবী মানুষ।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পূর্বঘোষণা ছাড়াই গণপরিবহন বন্ধ করে দিয়েছেন বাসমালিকেরা। সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা সড়কে দাঁড়িয়েও গণপরিবহনে উঠতে না পারায় ক্ষোভ প্রকাশ করছে সাধারণ যাত্রীরা।
আজ শনিবার সকাল থেকে রাজধানীর শাহবাগ, আজিমপুর, সায়েন্স ল্যাব মোড়, কারওয়ান বাজার ও ফার্মগেটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরে এ অবস্থা দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, রাস্তার বিভিন্ন মোড়ে বাসের জন্য দাঁড়িয়ে আছে শত শত মানুষ। মাঝেমধ্যে দু-একটি বাস এলেও সেগুলো যাত্রীতে পরিপূর্ণ। বিভিন্ন স্থানে দু-একজন নেমে গেলেও হুড়োহুড়ি করে উঠছে অনেক বেশি। অনেকে বাসে উঠতে পারবে না এমন আশঙ্কা থেকে হেঁটেই গন্তব্যে রওনা দিয়েছে। এদিকে বাসের সংকটে সিএনজি অটোরিকশা ও রিকশাচালকেরাও চাইছেন বাড়তি ভাড়া।
সায়েন্স ল্যাব মোড়ে দীর্ঘ সময় বাসের জন্য দাঁড়িয়ে থেকেও কোনো বাসে উঠতে না পারা একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে শাহ আলম জানান, দেড় ঘণ্টারও বেশি সময় ধরে তিনি দাঁড়িয়ে আছেন। যেসব বাস আসছে, তার সবই যাত্রীতে পূর্ণ। কোনোভাবে যে ঝুলে বাসে উঠবেন, সেই সুযোগও পাচ্ছেন না তিনি। শাহ আলম বলেন, ‘হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ানোয় আমাদের মতো সাধারণ মানুষের ভোগান্তিটাই বেশি বেড়েছে। আমাদের কথা চিন্তা করার কেউ নেই।’
এর আগে গতকাল রাতে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। নতুন দাম কার্যকর হয়েছে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে। প্রজ্ঞাপন অনুযায়ী লিটারে ডিজেল ৩৪ টাকা, পেট্রল ৪৪ এবং অকটেনের দাম বেড়েছে ৪৬ টাকা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রলের দাম ১৩০ টাকা। এর ফলেই ঢাকায় হঠাৎ করে গণপরিবহন বন্ধ হয়ে যায়।

রাজধানীর উত্তরা সেক্টর-১১-এর রোড-১৮-এর একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ভবনের দ্বিতীয় তলার একটি আবাসিক ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়।
১ ঘণ্টা আগে
স্বজনদের ভাষ্য অনুযায়ী, শফিকুল ইসলামের মাঠে একটি বৈদ্যুতিক সেচযন্ত্র রয়েছে। প্রতিদিনের মতো আজ ভোরেও তিনি সেচপাম্প চালু করতে মাঠে যান। পরে মাঠে কাজ করতে আসা কয়েকজন কৃষক পাশের বাগানে একটি কাঁঠালগাছের সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বাড়িতে খবর দেন।
১ ঘণ্টা আগে
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জলবায়ু ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাস্তবায়িত ‘স্থানীয় নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক অভিযোজনের মাধ্যমে জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় সামিরা দুরহাট ছড়া এলাকায় খাল পারাপারের জন্য নির্মাণ করা হয়েছে দুটি জলবায়ু সহনশীল ভেলা।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, মারধর, গাড়ি ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের ঘটনায় প্রধান অভিযুক্ত দুই ডজন মামলার আসামি মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার সকালে র্যাব-১ স্পেশালাইজড কোম্পানি, পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট...
১ ঘণ্টা আগে