নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরীক্ষায় ফেল করায় ২৩ শিক্ষার্থীকে বাধ্যতামূলক ছাড়পত্র (টিসি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ কর্তৃপক্ষ। তাদের মধ্যে ষষ্ঠ শ্রেণির নয়জন, সপ্তম শ্রেণির একজন এবং বাকিরা নবম শ্রেণির শিক্ষার্থী।
কলেজ সূত্রে জানা যায়, এসব শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। পরে দুই সপ্তাহ ক্লাস করিয়ে রি-টেস্ট নেওয়া হলে সেখানেও তারা অকৃতকার্য হয়। এরপর তাদের টিসি দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। গত ৩০ ডিসেম্বর রাজউক উত্তরা মডেল কলেজ কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়। এরপর সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকেরা সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেন। এরই মধ্যে প্রতিষ্ঠানের বিভিন্ন নথি থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে।
এদিকে ২৩ শিক্ষার্থীকে টিসি দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে তাঁরা ঢাকা শিক্ষা বোর্ডসহ বিভিন্ন সরকারি সংস্থায় যোগাযোগ করে অভিযোগ করেছেন।
নবম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক জানান, করোনা পরিস্থিতিতে অনলাইনে ক্লাস হলেও শিক্ষার্থীদের ক্ষতি পূরণ হয়নি। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পেছনে যদি শিক্ষার্থীর দায় থাকে, তাহলে স্কুলেরও দায় আছে। তারা এ দায় এড়াতে পারে না।
এ বিষয়ে জানতে চাইলে রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তায়েফ উল হক বলেন, ‘করোনা পরিস্থিতিতে আমাদের সশরীরে ক্লাস বন্ধ থাকলেও শিক্ষকেরা নিয়মিত অনলাইন ক্লাস নিয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বার্ষিক পরীক্ষায় সব বিষয় বাদ দিয়ে শুধু বাংলা, ইংরেজি ও অঙ্ক বিষয়ের ওপর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়েছে। সেখানে অনেক শিক্ষার্থী ফেল করায় দুই সপ্তাহ বিশেষ ক্লাস করিয়ে রি-টেস্ট নেওয়া হয়। সেই পরীক্ষায় ফেল করাদের ৬০ শতাংশ পাস করলেও ২৩ জন ফেল করায় তাদের টিসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

পরীক্ষায় ফেল করায় ২৩ শিক্ষার্থীকে বাধ্যতামূলক ছাড়পত্র (টিসি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ কর্তৃপক্ষ। তাদের মধ্যে ষষ্ঠ শ্রেণির নয়জন, সপ্তম শ্রেণির একজন এবং বাকিরা নবম শ্রেণির শিক্ষার্থী।
কলেজ সূত্রে জানা যায়, এসব শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। পরে দুই সপ্তাহ ক্লাস করিয়ে রি-টেস্ট নেওয়া হলে সেখানেও তারা অকৃতকার্য হয়। এরপর তাদের টিসি দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। গত ৩০ ডিসেম্বর রাজউক উত্তরা মডেল কলেজ কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়। এরপর সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকেরা সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেন। এরই মধ্যে প্রতিষ্ঠানের বিভিন্ন নথি থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে।
এদিকে ২৩ শিক্ষার্থীকে টিসি দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে তাঁরা ঢাকা শিক্ষা বোর্ডসহ বিভিন্ন সরকারি সংস্থায় যোগাযোগ করে অভিযোগ করেছেন।
নবম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক জানান, করোনা পরিস্থিতিতে অনলাইনে ক্লাস হলেও শিক্ষার্থীদের ক্ষতি পূরণ হয়নি। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পেছনে যদি শিক্ষার্থীর দায় থাকে, তাহলে স্কুলেরও দায় আছে। তারা এ দায় এড়াতে পারে না।
এ বিষয়ে জানতে চাইলে রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তায়েফ উল হক বলেন, ‘করোনা পরিস্থিতিতে আমাদের সশরীরে ক্লাস বন্ধ থাকলেও শিক্ষকেরা নিয়মিত অনলাইন ক্লাস নিয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বার্ষিক পরীক্ষায় সব বিষয় বাদ দিয়ে শুধু বাংলা, ইংরেজি ও অঙ্ক বিষয়ের ওপর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়েছে। সেখানে অনেক শিক্ষার্থী ফেল করায় দুই সপ্তাহ বিশেষ ক্লাস করিয়ে রি-টেস্ট নেওয়া হয়। সেই পরীক্ষায় ফেল করাদের ৬০ শতাংশ পাস করলেও ২৩ জন ফেল করায় তাদের টিসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ওমরাহ হজ পালন করে শুল্ক ফাঁকি দিয়ে সোনার চালান আনতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন গিয়াস উদ্দিন (৪৬) নামের এক যাত্রী। বিমানবন্দরের ২ নম্বর আগমনী ক্যানোপি থেকে আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তাঁকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
২ মিনিট আগে
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
১ ঘণ্টা আগে