
রাজবাড়ীর গোয়ালন্দে স্ত্রীকে নিতে এসে শ্বশুরবাড়িতে বাবু মৃধা (২২) নামের এক জামাইয়ের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে শ্বশুরবাড়িতে একটি গাছের সঙ্গে তাঁকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মৃত যুবক গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সমির মৃধাপাড়ার ইদ্রিস মৃধার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে বাবু মৃধার সঙ্গে উপজেলার উজানচর ইউনিয়নের চরকর্ণেশন এলাকার আবুল শেখের মেয়ে সেতুর (১৯) বিয়ে হয়। বিয়ের ৪ মাসের মধ্যে বাবু তাঁর স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যান। তিনি দৌলতদিয়া ঘাট এলাকায় কয়েক মাস ভাড়াবাড়িতে থাকলেও কিছুদিন ধরে শ্বশুরবাড়িতে থাকতেন। তবে তিনি পুনরায় বাড়ি ফিরে আসতে চেয়েছিলেন।
বাবু মৃধার বাবা ইদ্রিস মৃধা বলেন, ‘গতকাল রোববার বাবু আমার বাড়িতে এসেছিল। রাতে আমরা একসঙ্গে ভাত খাই। সে পুনরায় বাড়ি ফিরে আসবে বলে আমাকে জানায়। সোমবার সকালে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরে আসবে বলে রাতেই শ্বশুরবাড়িতে চলে যায়। পরদিন তাঁর শ্বশুরবাড়ির পাশের এক লোক জানায় বাবু গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।’
ইদ্রিস মৃধা আরও বলেন, ‘বাবু ওর স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যাওয়ার পরও আমি চেষ্টা করেছি ওদের আমার সঙ্গে রাখতে। এ বিষয়ে ওর শ্বশুর আবুলকে বহুবার আমার বাড়িতে এসে ওদের বোঝানোর জন্য বলেছি। কিন্তু তিনি একবারও আসেননি। এমনকি বাবুর মৃত্যুর খবরটিও তিনি বা তাঁর পরিবারের কেউ আমাকে জানায়নি।’
ইদ্রিস মৃধা বিস্ময় প্রকাশ করে বলেন, ‘বাবুর মরদেহ ঝুলন্ত ছিল না। একটা নিচু আমগাছের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দাঁড়িয়ে ছিল। সে আত্মহত্যা করতে পারে না। তার তো বাড়িতে ফিরে এসে আমাদের সকলের সঙ্গে মিলেমিশে বসবাস করার কথা ছিল।’
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার এসআই মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ীর মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৪ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
৭ মিনিট আগে