Ajker Patrika

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার শিক্ষার্থীরা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। দুপুরে টঙ্গী পূর্ব থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মিলন লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ওই শিক্ষার্থীর নাম রাফি (১২)। সে পাবনা জেলার ঈশ্বরদী থানার পূর্ব টেংরি গ্রামের শহিদুল ইসলাম শহীদের ছেলে। রাফি টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় জনৈক কালু ভূঁইয়ার ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে বাস করত।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রাফি টঙ্গীতে এলাকার ইবনে কাবা হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। কয়েক মাস যাবৎ মাদ্রাসায় নিয়মিত যাতায়াত ছিল না রাফির। লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় পরিবারের সিদ্ধান্তে রাজধানীর উত্তরা এলাকার ‘আল হেরা হাফিজিয়া মাদ্রাসায়’ ভর্তি করা হয় তাকে। তবে ওই মাদ্রাসাটিতে লেখাপড়া করতে রাজি ছিল না রাফি। পরে বৃহস্পতিবার সকালে নিজ বাসার একটি ফাঁকা কক্ষের সিলিংয়ের সঙ্গে গলায় রশি প্যাঁচানো রাফির ঝুলন্ত লাশ দেখতে পায় পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা। পরে পুলিশে খবর পাঠালে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশটি হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত