
রাজধানীর যাত্রাবাড়ী থানার গেটের সামনে তিনটি লাশ পড়ে ছিল। গতকাল সোমবার মধ্যরাত থেকে আজ মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত থানার গেটের সামনে তিনটি লাশ দেখা গেছে। এর মধ্যে দুটি পুলিশের ও একটি হাতকড়া পরা যুবকের। পরে বিকেলে লাশগুলো নিয়ে যাওয়া হয়। যাত্রাবাড়ী থানা ও দুটি ট্রাফিক পুলিশ বক্স আন্দোলনকারীদের দেওয়া আগুনে পুড়ে গেছে। এখনো আন্দোলনকারীরা থানায় অবস্থান করছেন। থানায় ও ট্রাফিক পুলিশ বক্সে কোনো পুলিশ সদস্য নেই।
আজ বেলা ৩টার দিকে যাত্রাবাড়ী গিয়ে দেখা যায়, থানার ভেতরে ও বাইরে শত শত আন্দোলনকারী ও উৎসুক জনতা। তাঁরা থানা দখল করে রেখেছেন। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে কারফিউ চলাকালীন যাত্রাবাড়ী চৌরাস্তায় অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। তখন এখানে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি ছিল। কিন্তু উভয় পক্ষ ছিল শান্ত। হঠাৎ বেলা আড়াইটার দিকে আন্দোলনকারীরা পাশের যাত্রাবাড়ী থানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। তখন পুলিশ আন্দোলনকারীদের প্রতি ছররা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তাতে কয়েকজন আহত হন।
এদিকে বেলা ৩টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর শুনে উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ী থানায় আগুন দেন আন্দোলনকারীরা। তখন থানা থেকে বের হতে গিয়ে দুই পুলিশ সদস্য নিহত হন। এরপর অনেক পুলিশ সদস্য আন্দোলনকারীদের কাছে আত্মসমর্পণ করে বের হতে সক্ষম হন। যদিও আগুন বেশিক্ষণ ছিল না। গতকাল রাত ৮টা পর্যন্ত সাত-আটজন পুলিশ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া যায়।
এদিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় অবস্থিত দুটি ট্রাফিক পুলিশ বক্সেও ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা। তখন বক্সে কোনো ট্রাফিক পুলিশ সদস্য ছিলেন না।
এদিকে গতকাল রাত ৯টার দিকে পোস্তগোলার শ্যামপুর থানায় আগুন দেন আন্দোলনকারীরা। তাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এসব বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও কারও বক্তব্য পাওয়া যায়নি।

রাজধানীর যাত্রাবাড়ী থানার গেটের সামনে তিনটি লাশ পড়ে ছিল। গতকাল সোমবার মধ্যরাত থেকে আজ মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত থানার গেটের সামনে তিনটি লাশ দেখা গেছে। এর মধ্যে দুটি পুলিশের ও একটি হাতকড়া পরা যুবকের। পরে বিকেলে লাশগুলো নিয়ে যাওয়া হয়। যাত্রাবাড়ী থানা ও দুটি ট্রাফিক পুলিশ বক্স আন্দোলনকারীদের দেওয়া আগুনে পুড়ে গেছে। এখনো আন্দোলনকারীরা থানায় অবস্থান করছেন। থানায় ও ট্রাফিক পুলিশ বক্সে কোনো পুলিশ সদস্য নেই।
আজ বেলা ৩টার দিকে যাত্রাবাড়ী গিয়ে দেখা যায়, থানার ভেতরে ও বাইরে শত শত আন্দোলনকারী ও উৎসুক জনতা। তাঁরা থানা দখল করে রেখেছেন। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে কারফিউ চলাকালীন যাত্রাবাড়ী চৌরাস্তায় অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। তখন এখানে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি ছিল। কিন্তু উভয় পক্ষ ছিল শান্ত। হঠাৎ বেলা আড়াইটার দিকে আন্দোলনকারীরা পাশের যাত্রাবাড়ী থানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। তখন পুলিশ আন্দোলনকারীদের প্রতি ছররা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তাতে কয়েকজন আহত হন।
এদিকে বেলা ৩টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর শুনে উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ী থানায় আগুন দেন আন্দোলনকারীরা। তখন থানা থেকে বের হতে গিয়ে দুই পুলিশ সদস্য নিহত হন। এরপর অনেক পুলিশ সদস্য আন্দোলনকারীদের কাছে আত্মসমর্পণ করে বের হতে সক্ষম হন। যদিও আগুন বেশিক্ষণ ছিল না। গতকাল রাত ৮টা পর্যন্ত সাত-আটজন পুলিশ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া যায়।
এদিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় অবস্থিত দুটি ট্রাফিক পুলিশ বক্সেও ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা। তখন বক্সে কোনো ট্রাফিক পুলিশ সদস্য ছিলেন না।
এদিকে গতকাল রাত ৯টার দিকে পোস্তগোলার শ্যামপুর থানায় আগুন দেন আন্দোলনকারীরা। তাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এসব বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও কারও বক্তব্য পাওয়া যায়নি।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৩৪ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
১ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
২ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
২ ঘণ্টা আগে