Ajker Patrika

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শতকণ্ঠে মহানবী (সা.)-এর সম্মানে ‘তালাআল বাদরু আলাইনা’

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১২ জুন ২০২২, ১৬: ২০
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শতকণ্ঠে মহানবী (সা.)-এর সম্মানে ‘তালাআল বাদরু আলাইনা’

হজরত মুহাম্মদ (সা.)কে কটূক্তি ও তাঁর স্ত্রী আয়েশা (রা.)কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দালের মন্তব্যের প্রতিবাদ ও রাষ্ট্রীয় নিন্দা জানানোর দাবিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

আজ রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে নাতে রাসুল ‘তালাআল বাদরু আলাইনা’ গেয়ে এই প্রতিবাদ জানান। 

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন। অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও।  

বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু বলেন, ‘আমরা যে জন্য আজকে এখানে দাঁড়িয়েছি, যে মানবতার মহানায়কের জন্য, তাঁর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তায়ালাই দিয়েছেন। আমরা তাঁর সম্মানার্থে এখানে দাঁড়িয়েছি। তাঁকে অপমান করার ক্ষমতা কারও নেই। যারা এই আয়োজন করেছে, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।’ 

ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেন বলেন, ‘আমাদের সর্বশ্রেষ্ঠ মহানুনভব রাসুল (সা.)-এর চরিত্র মহান আল্লাহ নিজেই কোরআনে বলেছেন। এটা আমরা জানি এবং আল্লাহও কোরআনে নিজেই বলেছেন। বিভিন্ন যুগে রাসুল (সা.)কে নিয়ে আগেও এ রকম হয়েছে, এখনো হচ্ছে এবং ভবিষ্যতেও হবে—এটাও কোরআনেই বলা আছে। তবে আমাদের ইমানি দায়িত্ব থেকে যতটুকু প্রতিবাদ করা দরকার আমরা তা করব ইনশা আল্লাহ।’ 

বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘ব্যান্ড সিলসিলা’সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে রাসুল (সা.)-এর শানে নাতে রাসুল পরিবেশন করেন। 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ‘তালাআল বাদরু আলাইনা’ গানটি ছাত্র-শিক্ষক সম্মিলিত কণ্ঠে পাঠ করেন। ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’, ‘মাওলা ইয়া সাল্লি ওয়াসাল্লিম’, ‘রাসুলের অপমানে যদি কাঁদে না তোর মন’ প্রভৃতি নাতে মুখর হয়ে ওঠে রাজু ভাস্কর্যের প্রাঙ্গণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত