ঢাবি প্রতিনিধি

হজরত মুহাম্মদ (সা.)কে কটূক্তি ও তাঁর স্ত্রী আয়েশা (রা.)কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দালের মন্তব্যের প্রতিবাদ ও রাষ্ট্রীয় নিন্দা জানানোর দাবিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে নাতে রাসুল ‘তালাআল বাদরু আলাইনা’ গেয়ে এই প্রতিবাদ জানান।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন। অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও।
বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু বলেন, ‘আমরা যে জন্য আজকে এখানে দাঁড়িয়েছি, যে মানবতার মহানায়কের জন্য, তাঁর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তায়ালাই দিয়েছেন। আমরা তাঁর সম্মানার্থে এখানে দাঁড়িয়েছি। তাঁকে অপমান করার ক্ষমতা কারও নেই। যারা এই আয়োজন করেছে, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।’
ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেন বলেন, ‘আমাদের সর্বশ্রেষ্ঠ মহানুনভব রাসুল (সা.)-এর চরিত্র মহান আল্লাহ নিজেই কোরআনে বলেছেন। এটা আমরা জানি এবং আল্লাহও কোরআনে নিজেই বলেছেন। বিভিন্ন যুগে রাসুল (সা.)কে নিয়ে আগেও এ রকম হয়েছে, এখনো হচ্ছে এবং ভবিষ্যতেও হবে—এটাও কোরআনেই বলা আছে। তবে আমাদের ইমানি দায়িত্ব থেকে যতটুকু প্রতিবাদ করা দরকার আমরা তা করব ইনশা আল্লাহ।’
বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘ব্যান্ড সিলসিলা’সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে রাসুল (সা.)-এর শানে নাতে রাসুল পরিবেশন করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ‘তালাআল বাদরু আলাইনা’ গানটি ছাত্র-শিক্ষক সম্মিলিত কণ্ঠে পাঠ করেন। ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’, ‘মাওলা ইয়া সাল্লি ওয়াসাল্লিম’, ‘রাসুলের অপমানে যদি কাঁদে না তোর মন’ প্রভৃতি নাতে মুখর হয়ে ওঠে রাজু ভাস্কর্যের প্রাঙ্গণ।

হজরত মুহাম্মদ (সা.)কে কটূক্তি ও তাঁর স্ত্রী আয়েশা (রা.)কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দালের মন্তব্যের প্রতিবাদ ও রাষ্ট্রীয় নিন্দা জানানোর দাবিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে নাতে রাসুল ‘তালাআল বাদরু আলাইনা’ গেয়ে এই প্রতিবাদ জানান।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন। অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও।
বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু বলেন, ‘আমরা যে জন্য আজকে এখানে দাঁড়িয়েছি, যে মানবতার মহানায়কের জন্য, তাঁর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তায়ালাই দিয়েছেন। আমরা তাঁর সম্মানার্থে এখানে দাঁড়িয়েছি। তাঁকে অপমান করার ক্ষমতা কারও নেই। যারা এই আয়োজন করেছে, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।’
ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেন বলেন, ‘আমাদের সর্বশ্রেষ্ঠ মহানুনভব রাসুল (সা.)-এর চরিত্র মহান আল্লাহ নিজেই কোরআনে বলেছেন। এটা আমরা জানি এবং আল্লাহও কোরআনে নিজেই বলেছেন। বিভিন্ন যুগে রাসুল (সা.)কে নিয়ে আগেও এ রকম হয়েছে, এখনো হচ্ছে এবং ভবিষ্যতেও হবে—এটাও কোরআনেই বলা আছে। তবে আমাদের ইমানি দায়িত্ব থেকে যতটুকু প্রতিবাদ করা দরকার আমরা তা করব ইনশা আল্লাহ।’
বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘ব্যান্ড সিলসিলা’সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে রাসুল (সা.)-এর শানে নাতে রাসুল পরিবেশন করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ‘তালাআল বাদরু আলাইনা’ গানটি ছাত্র-শিক্ষক সম্মিলিত কণ্ঠে পাঠ করেন। ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’, ‘মাওলা ইয়া সাল্লি ওয়াসাল্লিম’, ‘রাসুলের অপমানে যদি কাঁদে না তোর মন’ প্রভৃতি নাতে মুখর হয়ে ওঠে রাজু ভাস্কর্যের প্রাঙ্গণ।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
২২ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২ ঘণ্টা আগে