ঢাবি প্রতিনিধি

পরিচয় শনাক্তে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের হিজাব না খুলে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছেন কয়েকজন শিক্ষার্থী। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ৩য় বর্ষের ভাইবা বোর্ডে নিকাব ও হিজাব পরিহিতদের হেনস্তা করার অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশে এ পরামর্শ দেন শিক্ষার্থীরা। বিক্ষোভ–সমাবেশ শেষ ৭ দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি প্রদান করেন তাঁরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত জাকারিয়া বলেন, ‘পরিচয় শনাক্তের জন্য হিজাব নিকাব খোলার কথা বলা হয়। কিন্তু এখন তথ্যপ্রযুক্তির যুগে বায়োমেট্রিক পদ্ধতির কথা বলছি, তাতে তারা (বিশ্ববিদ্যালয় প্রশাসন) ব্যর্থ হয়েছে। অর্থের অভাবে যদি বায়োমেট্রিক পদ্ধতি চালু করতে না পারেন, তাহলে আমরা শিক্ষার্থীরা যৌথভাবে অর্থ সংগ্রহ করে ব্যবস্থা করে দেব। অন্যথায় নারী শিক্ষকের মাধ্যমে পরিচয় শনাক্তের ব্যবস্থা করুন। আমাদের বোনদের অযথা হয়রানি করবেন না।’
আজ উপাচার্য বরাবর শিক্ষার্থীরা যেসব দাবি জানিয়েছেন সেগুলো হলো, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ভাইভা বোর্ডে পর্দানশিন শিক্ষার্থীদের হেনস্তার সুষ্ঠু তদন্ত করা এবং নিকাব পরিধান করায় ভাইভা না নেওয়া শিক্ষার্থীর ভাইভা নেওয়ার ব্যবস্থা করা; অধ্যাপক ওয়াহিদুজ্জামান চাঁন কর্তৃক ভুক্তভোগী শিক্ষার্থীকে উগ্রবাদী দলের সদস্য অপবাদ দিয়ে ভিকটিম ব্লেমিং করায় এবং পর্দানশিন মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়তে না এসে বাসায় পড়াশোনা করবেন বলে বর্ণবাদী মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা; বাংলা বিভাগ কর্তৃক পরীক্ষা চলাকালীন কানসহ মুখমণ্ডল দৃশ্যমান রাখা সংক্রান্ত নোটিশ বাতিল করা; পরিচয় শনাক্তকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা; দ্রুততম সময়ে সব অনুষদের সব বিভাগে হিজাব-নিকাব পরিধানকারী শিক্ষার্থীদের হেনস্তা করা বন্ধে নোটিশ প্রদান করা; বিভিন্ন সময়ে ক্লাসরুমে, ভাইবা বোর্ডে অথবা পরীক্ষার হলে নিকাব খুলতে বাধ্য করা অথবা কটূক্তির মাধ্যমে নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানি করার মতো ঘটনাগুলো তদন্তপূর্বক বিচারের ব্যবস্থা করা এবং হিজাব বা নিকাব পরিধানে পূর্ণ স্বাধীনতা দিয়ে বিশ্ববিদ্যালয় বিধিতে ধারা যুক্ত করা ও এসব ঘটনায় ঝরে পড়া শিক্ষার্থীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী স্মারকলিপি দিয়েছেন। তাঁরা যেসব বিষয়ে কথা বলছেন সেটাও দেখেছি, তাঁদের সঙ্গে আলাপ আলোচনা করেছি। আমাদের বিশ্ববিদ্যালয় অসাম্প্রদায়িক ও মানবিক ক্যাম্পাস। শার্ট, প্যান্ট, টুপি, পাঞ্জাবি পরিহিত সব ধরনের মানুষ থাকবে। সবার প্রতি সম্মান দেখানো প্রয়োজন। পাশাপাশি পরিচয় শনাক্তের জন্য যতটুকু করা দরকার অভিভাবক হিসেবে শিক্ষকদের ততটুকু করতে হবে।’

পরিচয় শনাক্তে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের হিজাব না খুলে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছেন কয়েকজন শিক্ষার্থী। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ৩য় বর্ষের ভাইবা বোর্ডে নিকাব ও হিজাব পরিহিতদের হেনস্তা করার অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশে এ পরামর্শ দেন শিক্ষার্থীরা। বিক্ষোভ–সমাবেশ শেষ ৭ দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি প্রদান করেন তাঁরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত জাকারিয়া বলেন, ‘পরিচয় শনাক্তের জন্য হিজাব নিকাব খোলার কথা বলা হয়। কিন্তু এখন তথ্যপ্রযুক্তির যুগে বায়োমেট্রিক পদ্ধতির কথা বলছি, তাতে তারা (বিশ্ববিদ্যালয় প্রশাসন) ব্যর্থ হয়েছে। অর্থের অভাবে যদি বায়োমেট্রিক পদ্ধতি চালু করতে না পারেন, তাহলে আমরা শিক্ষার্থীরা যৌথভাবে অর্থ সংগ্রহ করে ব্যবস্থা করে দেব। অন্যথায় নারী শিক্ষকের মাধ্যমে পরিচয় শনাক্তের ব্যবস্থা করুন। আমাদের বোনদের অযথা হয়রানি করবেন না।’
আজ উপাচার্য বরাবর শিক্ষার্থীরা যেসব দাবি জানিয়েছেন সেগুলো হলো, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ভাইভা বোর্ডে পর্দানশিন শিক্ষার্থীদের হেনস্তার সুষ্ঠু তদন্ত করা এবং নিকাব পরিধান করায় ভাইভা না নেওয়া শিক্ষার্থীর ভাইভা নেওয়ার ব্যবস্থা করা; অধ্যাপক ওয়াহিদুজ্জামান চাঁন কর্তৃক ভুক্তভোগী শিক্ষার্থীকে উগ্রবাদী দলের সদস্য অপবাদ দিয়ে ভিকটিম ব্লেমিং করায় এবং পর্দানশিন মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়তে না এসে বাসায় পড়াশোনা করবেন বলে বর্ণবাদী মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা; বাংলা বিভাগ কর্তৃক পরীক্ষা চলাকালীন কানসহ মুখমণ্ডল দৃশ্যমান রাখা সংক্রান্ত নোটিশ বাতিল করা; পরিচয় শনাক্তকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা; দ্রুততম সময়ে সব অনুষদের সব বিভাগে হিজাব-নিকাব পরিধানকারী শিক্ষার্থীদের হেনস্তা করা বন্ধে নোটিশ প্রদান করা; বিভিন্ন সময়ে ক্লাসরুমে, ভাইবা বোর্ডে অথবা পরীক্ষার হলে নিকাব খুলতে বাধ্য করা অথবা কটূক্তির মাধ্যমে নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানি করার মতো ঘটনাগুলো তদন্তপূর্বক বিচারের ব্যবস্থা করা এবং হিজাব বা নিকাব পরিধানে পূর্ণ স্বাধীনতা দিয়ে বিশ্ববিদ্যালয় বিধিতে ধারা যুক্ত করা ও এসব ঘটনায় ঝরে পড়া শিক্ষার্থীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী স্মারকলিপি দিয়েছেন। তাঁরা যেসব বিষয়ে কথা বলছেন সেটাও দেখেছি, তাঁদের সঙ্গে আলাপ আলোচনা করেছি। আমাদের বিশ্ববিদ্যালয় অসাম্প্রদায়িক ও মানবিক ক্যাম্পাস। শার্ট, প্যান্ট, টুপি, পাঞ্জাবি পরিহিত সব ধরনের মানুষ থাকবে। সবার প্রতি সম্মান দেখানো প্রয়োজন। পাশাপাশি পরিচয় শনাক্তের জন্য যতটুকু করা দরকার অভিভাবক হিসেবে শিক্ষকদের ততটুকু করতে হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ তিন প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক...
১০ মিনিট আগে
১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
২ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৯ ঘণ্টা আগে