টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের লৌহজংয়ে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন। এর আগে বুধবার ওই শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন দুই ছাত্রী।
অভিযুক্তের নাম ফেরদাউস হিলাল। তিনি উপজেলার লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অভিযোগকারী এক ছাত্রী বলেন, ‘প্রধান শিক্ষক বছরের পর বছর ছাত্রীদের শ্লীলতাহানি করে আসছেন। আমার সহপাঠীও ছোট বোনদের সঙ্গে তিনি সব সময় এমন করেন। এর সুষ্ঠু বিচার চাই। যাতে করে পৃথিবীর কোন শিক্ষক আর এমন অশ্লীলতা না করতে পারে।’
অপর এক শিক্ষার্থী বলেন, ‘বিদ্যালয়ের একটি কক্ষে প্রধান শিক্ষক থাকেন। সেই কক্ষের সামনে দিয়ে কোনো ছাত্রী হেঁটে গেলে তাকে তার কক্ষে ডেকে নেন প্রধান শিক্ষক। আমাদের প্রতিবাদের মূল কারণ, আমরা আর এক বছর আছি স্কুলে। পরবর্তী আমাদের ছোট বোনেরা যারা স্কুলে পড়বে, তাদের সঙ্গে যেন এমনটি আর না ঘটে।’
অভিযোগ অস্বীকার করে ফেরদাউস হিলাল বলেন, ‘এ অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আসলে আয়া–বুয়ারা আমার রুমে থাকে এবং তাদের মেয়েরা আমার রুমে আসত। এর ফলে এক বছর আগে স্কুল কমিটির কাছে আমার বিরুদ্ধে এ রকম মিথ্যা অভিযোগ দিয়েছিল। কিন্তু আমি এ রকম করিনি।’
তিনি আরও বলেন, ‘আজও কয়েকজন ছাত্রী আমার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ দাঁড় করেছে–যা সম্পূর্ণ মিথ্যা। ছাত্র-ছাত্রীরা আমার সন্তানের মতো, তাদের তো বিভিন্নভাবে শাসন, স্নেহ করতেই পারি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন আজকের পত্রিকাকে, ‘দুজন শিক্ষার্থী আমার কাছে অভিযোগ দিয়েছে। এরপর আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। এটার সত্যতা পেলে আইনিভাবে কঠোর শাস্তি প্রদান করা হবে।’

মুন্সিগঞ্জের লৌহজংয়ে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন। এর আগে বুধবার ওই শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন দুই ছাত্রী।
অভিযুক্তের নাম ফেরদাউস হিলাল। তিনি উপজেলার লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অভিযোগকারী এক ছাত্রী বলেন, ‘প্রধান শিক্ষক বছরের পর বছর ছাত্রীদের শ্লীলতাহানি করে আসছেন। আমার সহপাঠীও ছোট বোনদের সঙ্গে তিনি সব সময় এমন করেন। এর সুষ্ঠু বিচার চাই। যাতে করে পৃথিবীর কোন শিক্ষক আর এমন অশ্লীলতা না করতে পারে।’
অপর এক শিক্ষার্থী বলেন, ‘বিদ্যালয়ের একটি কক্ষে প্রধান শিক্ষক থাকেন। সেই কক্ষের সামনে দিয়ে কোনো ছাত্রী হেঁটে গেলে তাকে তার কক্ষে ডেকে নেন প্রধান শিক্ষক। আমাদের প্রতিবাদের মূল কারণ, আমরা আর এক বছর আছি স্কুলে। পরবর্তী আমাদের ছোট বোনেরা যারা স্কুলে পড়বে, তাদের সঙ্গে যেন এমনটি আর না ঘটে।’
অভিযোগ অস্বীকার করে ফেরদাউস হিলাল বলেন, ‘এ অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আসলে আয়া–বুয়ারা আমার রুমে থাকে এবং তাদের মেয়েরা আমার রুমে আসত। এর ফলে এক বছর আগে স্কুল কমিটির কাছে আমার বিরুদ্ধে এ রকম মিথ্যা অভিযোগ দিয়েছিল। কিন্তু আমি এ রকম করিনি।’
তিনি আরও বলেন, ‘আজও কয়েকজন ছাত্রী আমার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ দাঁড় করেছে–যা সম্পূর্ণ মিথ্যা। ছাত্র-ছাত্রীরা আমার সন্তানের মতো, তাদের তো বিভিন্নভাবে শাসন, স্নেহ করতেই পারি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন আজকের পত্রিকাকে, ‘দুজন শিক্ষার্থী আমার কাছে অভিযোগ দিয়েছে। এরপর আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। এটার সত্যতা পেলে আইনিভাবে কঠোর শাস্তি প্রদান করা হবে।’

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩৭ মিনিট আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৪৪ মিনিট আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
১ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
১ ঘণ্টা আগে