টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের লৌহজংয়ে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন। এর আগে বুধবার ওই শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন দুই ছাত্রী।
অভিযুক্তের নাম ফেরদাউস হিলাল। তিনি উপজেলার লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অভিযোগকারী এক ছাত্রী বলেন, ‘প্রধান শিক্ষক বছরের পর বছর ছাত্রীদের শ্লীলতাহানি করে আসছেন। আমার সহপাঠীও ছোট বোনদের সঙ্গে তিনি সব সময় এমন করেন। এর সুষ্ঠু বিচার চাই। যাতে করে পৃথিবীর কোন শিক্ষক আর এমন অশ্লীলতা না করতে পারে।’
অপর এক শিক্ষার্থী বলেন, ‘বিদ্যালয়ের একটি কক্ষে প্রধান শিক্ষক থাকেন। সেই কক্ষের সামনে দিয়ে কোনো ছাত্রী হেঁটে গেলে তাকে তার কক্ষে ডেকে নেন প্রধান শিক্ষক। আমাদের প্রতিবাদের মূল কারণ, আমরা আর এক বছর আছি স্কুলে। পরবর্তী আমাদের ছোট বোনেরা যারা স্কুলে পড়বে, তাদের সঙ্গে যেন এমনটি আর না ঘটে।’
অভিযোগ অস্বীকার করে ফেরদাউস হিলাল বলেন, ‘এ অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আসলে আয়া–বুয়ারা আমার রুমে থাকে এবং তাদের মেয়েরা আমার রুমে আসত। এর ফলে এক বছর আগে স্কুল কমিটির কাছে আমার বিরুদ্ধে এ রকম মিথ্যা অভিযোগ দিয়েছিল। কিন্তু আমি এ রকম করিনি।’
তিনি আরও বলেন, ‘আজও কয়েকজন ছাত্রী আমার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ দাঁড় করেছে–যা সম্পূর্ণ মিথ্যা। ছাত্র-ছাত্রীরা আমার সন্তানের মতো, তাদের তো বিভিন্নভাবে শাসন, স্নেহ করতেই পারি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন আজকের পত্রিকাকে, ‘দুজন শিক্ষার্থী আমার কাছে অভিযোগ দিয়েছে। এরপর আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। এটার সত্যতা পেলে আইনিভাবে কঠোর শাস্তি প্রদান করা হবে।’

মুন্সিগঞ্জের লৌহজংয়ে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন। এর আগে বুধবার ওই শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন দুই ছাত্রী।
অভিযুক্তের নাম ফেরদাউস হিলাল। তিনি উপজেলার লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অভিযোগকারী এক ছাত্রী বলেন, ‘প্রধান শিক্ষক বছরের পর বছর ছাত্রীদের শ্লীলতাহানি করে আসছেন। আমার সহপাঠীও ছোট বোনদের সঙ্গে তিনি সব সময় এমন করেন। এর সুষ্ঠু বিচার চাই। যাতে করে পৃথিবীর কোন শিক্ষক আর এমন অশ্লীলতা না করতে পারে।’
অপর এক শিক্ষার্থী বলেন, ‘বিদ্যালয়ের একটি কক্ষে প্রধান শিক্ষক থাকেন। সেই কক্ষের সামনে দিয়ে কোনো ছাত্রী হেঁটে গেলে তাকে তার কক্ষে ডেকে নেন প্রধান শিক্ষক। আমাদের প্রতিবাদের মূল কারণ, আমরা আর এক বছর আছি স্কুলে। পরবর্তী আমাদের ছোট বোনেরা যারা স্কুলে পড়বে, তাদের সঙ্গে যেন এমনটি আর না ঘটে।’
অভিযোগ অস্বীকার করে ফেরদাউস হিলাল বলেন, ‘এ অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আসলে আয়া–বুয়ারা আমার রুমে থাকে এবং তাদের মেয়েরা আমার রুমে আসত। এর ফলে এক বছর আগে স্কুল কমিটির কাছে আমার বিরুদ্ধে এ রকম মিথ্যা অভিযোগ দিয়েছিল। কিন্তু আমি এ রকম করিনি।’
তিনি আরও বলেন, ‘আজও কয়েকজন ছাত্রী আমার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ দাঁড় করেছে–যা সম্পূর্ণ মিথ্যা। ছাত্র-ছাত্রীরা আমার সন্তানের মতো, তাদের তো বিভিন্নভাবে শাসন, স্নেহ করতেই পারি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন আজকের পত্রিকাকে, ‘দুজন শিক্ষার্থী আমার কাছে অভিযোগ দিয়েছে। এরপর আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। এটার সত্যতা পেলে আইনিভাবে কঠোর শাস্তি প্রদান করা হবে।’

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৮ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৮ ঘণ্টা আগে