নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বনশ্রীর মেরাদিয়ার ফেমাস হাসপাতালের সামনে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
নিহতরা হলেন সিএনজি অটোরিকশাচালক স্বপন (৩০) ও যাত্রী ফাতেমা আক্তার (৪০)। আহত হয়েছেন ফাতেমার দুই ছেলে শাকিবুল আলম রাব্বি (১৫) ও রাইসুল আলম শাকির (১২)।
জানা গেছে, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পথচারীরা হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক স্বপনকে দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১টার দিকে মারা যান ফাতেমা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। ফাতেমার আহত দুই ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে রাইসুলের অবস্থা আশঙ্কাজক।
মৃত স্বপনের বড় ভাই মনির হোসেন জানান, তাঁদের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা গ্রামে। বাবার নাম শহীদুল। এক ছেলে ও স্ত্রীসহ কাফরুলের ইব্রাহিমপুরে থাকতেন স্বপন। পেশায় সিএনজি অটোরিকশাচালক।
মৃত ফাতেমা আক্তারের বোন আমেনা বেগম জানান, ফাতেমা দুই ছেলেকে নিয়ে গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা গ্রামে থাকতেন। তাঁর স্বামী শাহ আলম দুবাইপ্রবাসী। ছেলেদের নিয়ে দুই-তিন দিন আগে গ্রাম থেকে সানারপাড়ে খালা মাকসুদার বাসায় বেড়াতে আসেন। সেখান থেকে আজকে সকালে সিএনজি অটোরিকশাযোগে দুই ছেলেকে নিয়ে দক্ষিণখানে আমার বাসায় আসছিলেন। পথেই দুর্ঘটনার শিকার হন। ফাতেমার দুই ছেলে কুমিল্লার একটি মাদ্রাসায় পড়াশোনা করে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অছিম পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।

রাজধানীর বনশ্রীর মেরাদিয়ার ফেমাস হাসপাতালের সামনে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
নিহতরা হলেন সিএনজি অটোরিকশাচালক স্বপন (৩০) ও যাত্রী ফাতেমা আক্তার (৪০)। আহত হয়েছেন ফাতেমার দুই ছেলে শাকিবুল আলম রাব্বি (১৫) ও রাইসুল আলম শাকির (১২)।
জানা গেছে, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পথচারীরা হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক স্বপনকে দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১টার দিকে মারা যান ফাতেমা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। ফাতেমার আহত দুই ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে রাইসুলের অবস্থা আশঙ্কাজক।
মৃত স্বপনের বড় ভাই মনির হোসেন জানান, তাঁদের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা গ্রামে। বাবার নাম শহীদুল। এক ছেলে ও স্ত্রীসহ কাফরুলের ইব্রাহিমপুরে থাকতেন স্বপন। পেশায় সিএনজি অটোরিকশাচালক।
মৃত ফাতেমা আক্তারের বোন আমেনা বেগম জানান, ফাতেমা দুই ছেলেকে নিয়ে গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা গ্রামে থাকতেন। তাঁর স্বামী শাহ আলম দুবাইপ্রবাসী। ছেলেদের নিয়ে দুই-তিন দিন আগে গ্রাম থেকে সানারপাড়ে খালা মাকসুদার বাসায় বেড়াতে আসেন। সেখান থেকে আজকে সকালে সিএনজি অটোরিকশাযোগে দুই ছেলেকে নিয়ে দক্ষিণখানে আমার বাসায় আসছিলেন। পথেই দুর্ঘটনার শিকার হন। ফাতেমার দুই ছেলে কুমিল্লার একটি মাদ্রাসায় পড়াশোনা করে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অছিম পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৬ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৭ ঘণ্টা আগে