ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

পদ্মা সেতুর সুবিধার জন্য মানববন্ধন করেছেন শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সর্বস্তরের মানুষ। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় ডামুড্যার অস্থায়ী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করেন তাঁরা।
শরীয়তপুরের ডামুড্যা বাসস্ট্যান্ড থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা যাওয়ার জন্য বিআরটিসি এসি বাস সার্ভিস চালু, শরীয়তপুর ডামুড্যা সড়ক চার লেনে উন্নীত ও ডামুড্যা উপজেলায় একটি আধুনিক বাসস্ট্যান্ড তৈরির দাবিতে এ মানববন্ধন করেন তাঁরা।
ডামুড্যা রিপোর্টার্স ইউনিটি, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দা কমিউনিটি বিডি ও ডামুড্যা উপজেলার সর্বস্তরের সচেতন মানুষ এ মানববন্ধনের আয়োজন করেন। এ সময় ডামুড্যার অস্থায়ী বাসস্ট্যান্ড সড়কের দুই পাশে শত শত মানুষ অবস্থান নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করেন। এতে আনন্দে মেতে উঠে সমগ্র দক্ষিণ অঞ্চলের মানুষ। কিন্তু শরীয়তপুরের ডামুড্যা উপজেলার মানুষে সে আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। কারণ জাজিরা পয়েন্ট হতে শরীয়তপুর আসতে মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করে। এ সরু রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলছে বিআরটিসির এসি বাস। শরীয়তপুরের সকল উপজেলা বিআরটিসির এসি বাস পেলেও শুধুমাত্র বঞ্চিত হয় ডামুড্যা উপজেলাবাসী। এরই প্রেক্ষিতে ডামুড্যা সাধারণ পদ্মা সেতুর প্রকৃত সুবিধা পেতে, ডামুড্যা-শরীয়তপুর সড়ক চার লেনে উন্নীত করতে এবং ডামুড্যাতে একটি আধুনিক বাসস্ট্যান্ড এর দাবিতে মানববন্ধন করেন।
বক্তারা আরও বলেন, ‘শরীয়তপুরের মধ্যে ডামুড্যা একটি প্রাচীন ও আধুনিক শহর হিসেবে পরিচিত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের উপজেলায় একটি স্থায়ী বাসস্ট্যান্ড নেই। নেই ঢাকা যাতায়াতের ভালো কোনো পরিবহন ব্যবস্থা। সেই সঙ্গে দরকার শরীয়তপুর-ডামুড্যা চার লেনের রাস্তা। তাই আমরা আজকের এই মানববন্ধনের মাধ্যমে স্থানীয় সাংসদ ও দক্ষিণ অঞ্চলের উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবি জানাই ডামুড্যার লাখ লাখ মানুষের দুর্ভোগ লাঘবে আপনি এগিয়ে আসবেন।’

পদ্মা সেতুর সুবিধার জন্য মানববন্ধন করেছেন শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সর্বস্তরের মানুষ। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় ডামুড্যার অস্থায়ী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করেন তাঁরা।
শরীয়তপুরের ডামুড্যা বাসস্ট্যান্ড থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা যাওয়ার জন্য বিআরটিসি এসি বাস সার্ভিস চালু, শরীয়তপুর ডামুড্যা সড়ক চার লেনে উন্নীত ও ডামুড্যা উপজেলায় একটি আধুনিক বাসস্ট্যান্ড তৈরির দাবিতে এ মানববন্ধন করেন তাঁরা।
ডামুড্যা রিপোর্টার্স ইউনিটি, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দা কমিউনিটি বিডি ও ডামুড্যা উপজেলার সর্বস্তরের সচেতন মানুষ এ মানববন্ধনের আয়োজন করেন। এ সময় ডামুড্যার অস্থায়ী বাসস্ট্যান্ড সড়কের দুই পাশে শত শত মানুষ অবস্থান নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করেন। এতে আনন্দে মেতে উঠে সমগ্র দক্ষিণ অঞ্চলের মানুষ। কিন্তু শরীয়তপুরের ডামুড্যা উপজেলার মানুষে সে আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। কারণ জাজিরা পয়েন্ট হতে শরীয়তপুর আসতে মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করে। এ সরু রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলছে বিআরটিসির এসি বাস। শরীয়তপুরের সকল উপজেলা বিআরটিসির এসি বাস পেলেও শুধুমাত্র বঞ্চিত হয় ডামুড্যা উপজেলাবাসী। এরই প্রেক্ষিতে ডামুড্যা সাধারণ পদ্মা সেতুর প্রকৃত সুবিধা পেতে, ডামুড্যা-শরীয়তপুর সড়ক চার লেনে উন্নীত করতে এবং ডামুড্যাতে একটি আধুনিক বাসস্ট্যান্ড এর দাবিতে মানববন্ধন করেন।
বক্তারা আরও বলেন, ‘শরীয়তপুরের মধ্যে ডামুড্যা একটি প্রাচীন ও আধুনিক শহর হিসেবে পরিচিত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের উপজেলায় একটি স্থায়ী বাসস্ট্যান্ড নেই। নেই ঢাকা যাতায়াতের ভালো কোনো পরিবহন ব্যবস্থা। সেই সঙ্গে দরকার শরীয়তপুর-ডামুড্যা চার লেনের রাস্তা। তাই আমরা আজকের এই মানববন্ধনের মাধ্যমে স্থানীয় সাংসদ ও দক্ষিণ অঞ্চলের উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবি জানাই ডামুড্যার লাখ লাখ মানুষের দুর্ভোগ লাঘবে আপনি এগিয়ে আসবেন।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে