নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার কেরানীগঞ্জে রোহিতপুর এলাকার বোর্ডিং মোড়ে আইএফআইসি ব্যাংক পিএলসি রুহিতপুর উপশাখা থেকে গত সোমবার ১৫ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়ে যায়। এ ঘটনায় জড়িত ওই ব্যাংকের নিরাপত্তাকর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জ ও মাদারীপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্যাংকের নিরাপত্তাকর্মী মো. সিয়াম (২১), আল আমিন (৩০) ও ইমরান শেখ (২৬)। এ সময় তাঁদের কাছ থেকে চুরির ১৫ লাখ ২০ হাজার টাকা, একটি ডিভিআর হার্ডডিস্ক, একটি লোহার শাবল, একটি চাকু ও একটি গ্রাইন্ডিং মেশিন উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক-দক্ষিণ) মো. তরিকুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত সোমবার ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের বোর্ডিং মোড়ে ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংক পিএলসির রুহিতপুর উপশাখার কার্যালয় থেকে ব্যাংকের ভল্ট ভেঙে ১৫ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়। পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত ব্যাংকটির নিরাপত্তাকর্মী মো. সিয়ামকে (২১) গতকাল কেরানীগঞ্জের বন্ধ ডাকপাড়া থেকে ৭ লাখ ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। একই দিন কেরানীগঞ্জ মডেল টাউন থেকে আল আমিন (৩০) নামের আরেকজনকে ২ লাখ ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদারীপুর সদর থেকে ইমরান শেখকে (২৬) ৫ লাখ ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা ওয়াশরুমের অ্যাডজাস্ট ফ্যানের ভেন্টিলেটর ভেঙে ব্যাংকে প্রবেশ করেন। পরে সিসি ক্যামেরার তার কেটে ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা নিয়ে যান। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়েছে।

ঢাকার কেরানীগঞ্জে রোহিতপুর এলাকার বোর্ডিং মোড়ে আইএফআইসি ব্যাংক পিএলসি রুহিতপুর উপশাখা থেকে গত সোমবার ১৫ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়ে যায়। এ ঘটনায় জড়িত ওই ব্যাংকের নিরাপত্তাকর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জ ও মাদারীপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্যাংকের নিরাপত্তাকর্মী মো. সিয়াম (২১), আল আমিন (৩০) ও ইমরান শেখ (২৬)। এ সময় তাঁদের কাছ থেকে চুরির ১৫ লাখ ২০ হাজার টাকা, একটি ডিভিআর হার্ডডিস্ক, একটি লোহার শাবল, একটি চাকু ও একটি গ্রাইন্ডিং মেশিন উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক-দক্ষিণ) মো. তরিকুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত সোমবার ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের বোর্ডিং মোড়ে ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংক পিএলসির রুহিতপুর উপশাখার কার্যালয় থেকে ব্যাংকের ভল্ট ভেঙে ১৫ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়। পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত ব্যাংকটির নিরাপত্তাকর্মী মো. সিয়ামকে (২১) গতকাল কেরানীগঞ্জের বন্ধ ডাকপাড়া থেকে ৭ লাখ ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। একই দিন কেরানীগঞ্জ মডেল টাউন থেকে আল আমিন (৩০) নামের আরেকজনকে ২ লাখ ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদারীপুর সদর থেকে ইমরান শেখকে (২৬) ৫ লাখ ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা ওয়াশরুমের অ্যাডজাস্ট ফ্যানের ভেন্টিলেটর ভেঙে ব্যাংকে প্রবেশ করেন। পরে সিসি ক্যামেরার তার কেটে ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা নিয়ে যান। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়েছে।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি ট্রাকের চালকের সহকারী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ট্রাকের চালক ওবায়দুর রহমান। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারীর ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) জখম হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেলচালক ও আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে নগরীর রূপাতলী উকিলবাড়ির সামনে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে এই ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে