নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার কেরানীগঞ্জে রোহিতপুর এলাকার বোর্ডিং মোড়ে আইএফআইসি ব্যাংক পিএলসি রুহিতপুর উপশাখা থেকে গত সোমবার ১৫ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়ে যায়। এ ঘটনায় জড়িত ওই ব্যাংকের নিরাপত্তাকর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জ ও মাদারীপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্যাংকের নিরাপত্তাকর্মী মো. সিয়াম (২১), আল আমিন (৩০) ও ইমরান শেখ (২৬)। এ সময় তাঁদের কাছ থেকে চুরির ১৫ লাখ ২০ হাজার টাকা, একটি ডিভিআর হার্ডডিস্ক, একটি লোহার শাবল, একটি চাকু ও একটি গ্রাইন্ডিং মেশিন উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক-দক্ষিণ) মো. তরিকুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত সোমবার ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের বোর্ডিং মোড়ে ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংক পিএলসির রুহিতপুর উপশাখার কার্যালয় থেকে ব্যাংকের ভল্ট ভেঙে ১৫ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়। পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত ব্যাংকটির নিরাপত্তাকর্মী মো. সিয়ামকে (২১) গতকাল কেরানীগঞ্জের বন্ধ ডাকপাড়া থেকে ৭ লাখ ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। একই দিন কেরানীগঞ্জ মডেল টাউন থেকে আল আমিন (৩০) নামের আরেকজনকে ২ লাখ ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদারীপুর সদর থেকে ইমরান শেখকে (২৬) ৫ লাখ ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা ওয়াশরুমের অ্যাডজাস্ট ফ্যানের ভেন্টিলেটর ভেঙে ব্যাংকে প্রবেশ করেন। পরে সিসি ক্যামেরার তার কেটে ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা নিয়ে যান। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়েছে।

ঢাকার কেরানীগঞ্জে রোহিতপুর এলাকার বোর্ডিং মোড়ে আইএফআইসি ব্যাংক পিএলসি রুহিতপুর উপশাখা থেকে গত সোমবার ১৫ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়ে যায়। এ ঘটনায় জড়িত ওই ব্যাংকের নিরাপত্তাকর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জ ও মাদারীপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্যাংকের নিরাপত্তাকর্মী মো. সিয়াম (২১), আল আমিন (৩০) ও ইমরান শেখ (২৬)। এ সময় তাঁদের কাছ থেকে চুরির ১৫ লাখ ২০ হাজার টাকা, একটি ডিভিআর হার্ডডিস্ক, একটি লোহার শাবল, একটি চাকু ও একটি গ্রাইন্ডিং মেশিন উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক-দক্ষিণ) মো. তরিকুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত সোমবার ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের বোর্ডিং মোড়ে ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংক পিএলসির রুহিতপুর উপশাখার কার্যালয় থেকে ব্যাংকের ভল্ট ভেঙে ১৫ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়। পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত ব্যাংকটির নিরাপত্তাকর্মী মো. সিয়ামকে (২১) গতকাল কেরানীগঞ্জের বন্ধ ডাকপাড়া থেকে ৭ লাখ ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। একই দিন কেরানীগঞ্জ মডেল টাউন থেকে আল আমিন (৩০) নামের আরেকজনকে ২ লাখ ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদারীপুর সদর থেকে ইমরান শেখকে (২৬) ৫ লাখ ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা ওয়াশরুমের অ্যাডজাস্ট ফ্যানের ভেন্টিলেটর ভেঙে ব্যাংকে প্রবেশ করেন। পরে সিসি ক্যামেরার তার কেটে ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা নিয়ে যান। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে আটক করার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
২৬ মিনিট আগে
বক্তারা বলেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ব্যক্তিগত দুর্নীতি ও অপকর্ম আড়াল করতেই পরিকল্পিতভাবে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। তাঁরা বলেন, কায়কোবাদ একজন পরীক্ষিত, জনপ্রিয় ও জনবান্ধব নেতা। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই একটি
১ ঘণ্টা আগে
বায়েজিদ শিল্প এলাকায় চা বোর্ডের মালিকানাধীন ৬৫ শতক জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে রাখা হয়েছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক জমিটি দখলে রাখা হয়। এই পরিস্থিতিতে আগামীকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
কুতুবদিয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা এরশাদুল হাবীব রুবেল হত্যা মামলার চার আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় আরও চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে