নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার কেরানীগঞ্জে রোহিতপুর এলাকার বোর্ডিং মোড়ে আইএফআইসি ব্যাংক পিএলসি রুহিতপুর উপশাখা থেকে গত সোমবার ১৫ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়ে যায়। এ ঘটনায় জড়িত ওই ব্যাংকের নিরাপত্তাকর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জ ও মাদারীপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্যাংকের নিরাপত্তাকর্মী মো. সিয়াম (২১), আল আমিন (৩০) ও ইমরান শেখ (২৬)। এ সময় তাঁদের কাছ থেকে চুরির ১৫ লাখ ২০ হাজার টাকা, একটি ডিভিআর হার্ডডিস্ক, একটি লোহার শাবল, একটি চাকু ও একটি গ্রাইন্ডিং মেশিন উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক-দক্ষিণ) মো. তরিকুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত সোমবার ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের বোর্ডিং মোড়ে ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংক পিএলসির রুহিতপুর উপশাখার কার্যালয় থেকে ব্যাংকের ভল্ট ভেঙে ১৫ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়। পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত ব্যাংকটির নিরাপত্তাকর্মী মো. সিয়ামকে (২১) গতকাল কেরানীগঞ্জের বন্ধ ডাকপাড়া থেকে ৭ লাখ ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। একই দিন কেরানীগঞ্জ মডেল টাউন থেকে আল আমিন (৩০) নামের আরেকজনকে ২ লাখ ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদারীপুর সদর থেকে ইমরান শেখকে (২৬) ৫ লাখ ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা ওয়াশরুমের অ্যাডজাস্ট ফ্যানের ভেন্টিলেটর ভেঙে ব্যাংকে প্রবেশ করেন। পরে সিসি ক্যামেরার তার কেটে ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা নিয়ে যান। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়েছে।

ঢাকার কেরানীগঞ্জে রোহিতপুর এলাকার বোর্ডিং মোড়ে আইএফআইসি ব্যাংক পিএলসি রুহিতপুর উপশাখা থেকে গত সোমবার ১৫ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়ে যায়। এ ঘটনায় জড়িত ওই ব্যাংকের নিরাপত্তাকর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জ ও মাদারীপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্যাংকের নিরাপত্তাকর্মী মো. সিয়াম (২১), আল আমিন (৩০) ও ইমরান শেখ (২৬)। এ সময় তাঁদের কাছ থেকে চুরির ১৫ লাখ ২০ হাজার টাকা, একটি ডিভিআর হার্ডডিস্ক, একটি লোহার শাবল, একটি চাকু ও একটি গ্রাইন্ডিং মেশিন উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক-দক্ষিণ) মো. তরিকুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত সোমবার ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের বোর্ডিং মোড়ে ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংক পিএলসির রুহিতপুর উপশাখার কার্যালয় থেকে ব্যাংকের ভল্ট ভেঙে ১৫ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়। পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত ব্যাংকটির নিরাপত্তাকর্মী মো. সিয়ামকে (২১) গতকাল কেরানীগঞ্জের বন্ধ ডাকপাড়া থেকে ৭ লাখ ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। একই দিন কেরানীগঞ্জ মডেল টাউন থেকে আল আমিন (৩০) নামের আরেকজনকে ২ লাখ ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদারীপুর সদর থেকে ইমরান শেখকে (২৬) ৫ লাখ ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা ওয়াশরুমের অ্যাডজাস্ট ফ্যানের ভেন্টিলেটর ভেঙে ব্যাংকে প্রবেশ করেন। পরে সিসি ক্যামেরার তার কেটে ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা নিয়ে যান। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়েছে।

সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। একটি সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের মোবাইলে কল করে এবং ফেসবুকে নানাভাবে হয়রানি করছে। শারীরিকভাবে ক্যাম্পাসে লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁরা। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করাসহ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।
৪ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের নারিকেলপাড়া। স্থানীয় শিশুদের একটু ভালো পরিবেশে পাঠদানের জন্য নারিকেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার। এ জন্য ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
২৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্দা সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র ছোরা, চাপাতি ও রড উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভারতের জৈনপুরী পীরের নসিহতে ১৯৬৯ সাল থেকে নির্বাচনবিমুখ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের নারীরা। তবে জনপ্রতিনিধিদের প্রত্যাশা, বিগত বছরের তুলনায় এ বছর নারী ভোটারের সংখ্যা বাড়বে।
২ ঘণ্টা আগে