ঢামেক প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে ধারালো অস্ত্র দিয়ে ফজলে রাব্বি সুমন নামের এক যুবকের ওপর হামলা করা হয়েছে। এতে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে একপর্যায়ে তাঁর মৃত্যু হয়। পুলিশ বলছে, হামলাকারী সুমনের পূর্বপরিচিত ছিল। তাঁদের দুজনের নামেই মামলা রয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে সুমনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।
নিহত সুমন (২৫) মোহাম্মদপুরের পাবনা হাউস গলিতে একটি হার্ডওয়্যারের দোকানে কাজ করতেন। তাঁর বাড়ি ভোলা সদর উপজেলার পখিয় গ্রামে। বাবার নাম বশির উদ্দিন।
সুমনের স্ত্রী মঞ্জুমা আক্তার জানান, আজ দুপুর ১২টার দিকে বন্ধুদের সঙ্গে মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থানে গিয়েছিলেন সুমন। সেখানে মুন্না নামের একজন সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। সুমনের বন্ধুরা তাঁকে উদ্ধার করে শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
হামলাকারী সুমনের মোবাইল ফোন নিয়ে গেছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক বলেন, মোহাম্মদপুর থেকে গুরুতর আহত অবস্থায় সুমনকে তাঁর বন্ধুরা হাসপাতালে নিয়ে আসেন। এর কয়েক ঘণ্টা পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হামলাকারী সুমনের পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম বলেন, ‘জানতে পেরেছি, মুন্না নামের এক যুবক সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। মুন্না ও সুমন পূর্বপরিচিত। তারা মোহাম্মদপুরে একই সঙ্গে চলাফেরা করত। দুজনের নামেই মামলা রয়েছে। আরও বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ।’

রাজধানীর মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে ধারালো অস্ত্র দিয়ে ফজলে রাব্বি সুমন নামের এক যুবকের ওপর হামলা করা হয়েছে। এতে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে একপর্যায়ে তাঁর মৃত্যু হয়। পুলিশ বলছে, হামলাকারী সুমনের পূর্বপরিচিত ছিল। তাঁদের দুজনের নামেই মামলা রয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে সুমনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।
নিহত সুমন (২৫) মোহাম্মদপুরের পাবনা হাউস গলিতে একটি হার্ডওয়্যারের দোকানে কাজ করতেন। তাঁর বাড়ি ভোলা সদর উপজেলার পখিয় গ্রামে। বাবার নাম বশির উদ্দিন।
সুমনের স্ত্রী মঞ্জুমা আক্তার জানান, আজ দুপুর ১২টার দিকে বন্ধুদের সঙ্গে মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থানে গিয়েছিলেন সুমন। সেখানে মুন্না নামের একজন সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। সুমনের বন্ধুরা তাঁকে উদ্ধার করে শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
হামলাকারী সুমনের মোবাইল ফোন নিয়ে গেছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক বলেন, মোহাম্মদপুর থেকে গুরুতর আহত অবস্থায় সুমনকে তাঁর বন্ধুরা হাসপাতালে নিয়ে আসেন। এর কয়েক ঘণ্টা পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হামলাকারী সুমনের পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম বলেন, ‘জানতে পেরেছি, মুন্না নামের এক যুবক সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। মুন্না ও সুমন পূর্বপরিচিত। তারা মোহাম্মদপুরে একই সঙ্গে চলাফেরা করত। দুজনের নামেই মামলা রয়েছে। আরও বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ।’

ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
৪ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
৭ মিনিট আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
১৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ১৫ লাখ টাকা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় সাতজনকে আটক করা হয়। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শিবপুর মডেল থানায় সংবাদ সম্মেলনে নরসিংদী...
২৩ মিনিট আগে