Ajker Patrika

আনু মুহাম্মদকে নেওয়া হবে বার্ন ইনস্টিটিউটে

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০০: ০৮
আনু মুহাম্মদকে নেওয়া হবে বার্ন ইনস্টিটিউটে

রাজধানীর খিলগাঁও ক্রসিংয়ে আজ রোববার ট্রেন থেকে নামতে গিয়ে পায়ের আঙুল কাটা পড়ে আহত হন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তবে তাঁর পরবর্তী চিকিৎসা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট বোর্ড বসিয়ে করা হবে। 

স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে আগামীকাল সোমবার সকালে তাঁকে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হবে। 

ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় আগামীকাল সোমবার অধ্যাপক আনু মুহাম্মদকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হবে। ওনার প্লাস্টিক সার্জারি চিকিৎসা লাগবে। সোমবার বেলা ১২টার দিকে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন সেখানে উপস্থিত থাকবেন। 

আনু মুহাম্মদের সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মো. তানজিম উদ্দিন খান বলেন, আজ দুপুরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের অস্ত্রোপচার কক্ষে নিয়ে অধ্যাপক আনু মুহাম্মদের পায়ে অস্ত্রোপচার করেছেন চিকিৎসকেরা। বাম পায়ের পাঁচটি আঙুল কাটা পড়ার কারণে সেখানকার চামড়া, টিস্যু ছিন্নবিচ্ছিন্ন হয়েছিল। সেগুলো এনেস্থেশিয়া দিয়ে অবশ করে ক্লিন করেছেন। এরপর তাঁকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়। পরে রাতেই তাঁকে কেবিনে শিফট করা হয়। 

তিনি আরও বলেন, অবস্থা উন্নতি হলে পরবর্তীতে তাঁর পায়ে বড় ধরনের অস্ত্রোপচার করা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে এ জন্য বেশ কয়েকটি অস্ত্রোপচারের দরকার হবে।

আরও পড়ুন—

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত