Ajker Patrika

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান

ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. মো. মাকসুদুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ১৯৭৩ এর আদেশের ১ম স্ট্যাটিউটসের ১৮ (১) ধারা অনুযায়ী এই নিয়োগ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানা যায়। অফিস আদেশে উল্লেখ করা হয়, ‘উপাচার্য আপনাকে (অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করেছেন। এ নিয়োগ অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীর স্থলে কার্যকর হবে। এ জন্য আপনি বিধি মোতাবেক ভাতা সুবিধাদি প্রাপ্য হবেন। বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যে কোন সময়ে এ নিয়োগ বাতিল করা যাবে।’ 

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার পার্ট-২ (১৯৯৭) এর ১১ অধ্যায়ে (পৃষ্ঠা নং-৩৭-৪০) প্রক্টরের দায়িত্ব ও কর্ম পদ্ধতি বিষয়ক বিধিবিধানের প্রতি দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি প্রক্টরের দায়িত্বভার গ্রহণ করে যোগদানপত্র রেজিস্ট্রার অফিসে জমা দিতে বলা হয়—অফিস আদেশে। 

এদিকে বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় হলের নতুন প্রাধ্যক্ষ পদে নিযুক্ত হয়েছেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. মোহাম্মদ শাহীন খান। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত