নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যশোর-নড়াইল মহাসড়কে ছয়লেন প্রকল্পের টেন্ডার আহ্বান না করা পর্যন্ত গাছ কাটা যাবে না। গাছ কাটার ওপরে স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। তাঁর সঙ্গে ছিলেন সঞ্জয় মণ্ডল ও সেলিম রেজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। সড়ক বিভাগের পক্ষে ছিলেন আইনজীবী এস এম জহিরুল ইসলাম।
এর আগে গত ২৬ এপ্রিল ‘গরমে পিচ গললেও মন গলছে না’ ও ১ মে ‘শুধু কাটে, লাগায় না একটিও’ শিরোনামে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ওই প্রতিবেদন দুটি যুক্ত করে পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারা দেশের গাছ কাটা বন্ধে জনস্বার্থে রিট দায়ের করা হয়।
গত ৫ মে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে ওই রিট করে।
ওই রিটের পরিপ্রেক্ষিতে গত ৭ মে পরিবেশ রক্ষায় সারা দেশের গাছ কাটা নিয়ন্ত্রণে বিভিন্ন পর্যায়ে কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
পরবর্তীতে মনজিল মোরসেদ সম্পূরক আবেদন করেন। তাতে বলা হয়, যশোর–নড়াইল ছয় লেন রাস্তার উন্নয়ন প্রকল্প সরকার হাতে নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত রাস্তা নির্মাণের কোনো টেন্ডার আহ্বান করা হয়নি। তা সত্ত্বেও রাস্তার দুপাশে শত শত গাছ কেটে ফেলা হচ্ছে। গাছ সংরক্ষণ করেও ছয় লেনের রাস্তার কাজ করা সম্ভব। তাতে জনগণ উপকৃত হবে।
যশোর-নড়াইল মহাসড়কে ছয়লেন প্রকল্পের টেন্ডার আহ্বান না করা পর্যন্ত গাছ কাটা যাবে না। গাছ কাটার ওপরে স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। তাঁর সঙ্গে ছিলেন সঞ্জয় মণ্ডল ও সেলিম রেজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। সড়ক বিভাগের পক্ষে ছিলেন আইনজীবী এস এম জহিরুল ইসলাম।
এর আগে গত ২৬ এপ্রিল ‘গরমে পিচ গললেও মন গলছে না’ ও ১ মে ‘শুধু কাটে, লাগায় না একটিও’ শিরোনামে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ওই প্রতিবেদন দুটি যুক্ত করে পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারা দেশের গাছ কাটা বন্ধে জনস্বার্থে রিট দায়ের করা হয়।
গত ৫ মে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে ওই রিট করে।
ওই রিটের পরিপ্রেক্ষিতে গত ৭ মে পরিবেশ রক্ষায় সারা দেশের গাছ কাটা নিয়ন্ত্রণে বিভিন্ন পর্যায়ে কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
পরবর্তীতে মনজিল মোরসেদ সম্পূরক আবেদন করেন। তাতে বলা হয়, যশোর–নড়াইল ছয় লেন রাস্তার উন্নয়ন প্রকল্প সরকার হাতে নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত রাস্তা নির্মাণের কোনো টেন্ডার আহ্বান করা হয়নি। তা সত্ত্বেও রাস্তার দুপাশে শত শত গাছ কেটে ফেলা হচ্ছে। গাছ সংরক্ষণ করেও ছয় লেনের রাস্তার কাজ করা সম্ভব। তাতে জনগণ উপকৃত হবে।
তামাকজনিত মৃত্যু ও তামাকের ব্যবহার কমাতে প্রতীকী কফিন র্যালি করেছে তামাকবিরোধী ১৭টি সংগঠন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। র্যালি শেষে তামাক নিয়ন্ত্রণ আইনকে সময়োপযোগী ও শক্তিশালীকরণের দাবিতে সমাবেশ হয়েছে।
১৬ মিনিট আগেচলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের পাঁচটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ধুলোট গ্রামের তুষার চন্দ্র রায়। দরিদ্র পরিবারের এ তরুণ কোনোমতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অর্থ জোগাড় করতে পারলেও পড়াশোনা চালিয়ে নিতে হিমশিম খাচ্ছেন।
১৮ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়ুয়া ফিলিস্তিনের শিক্ষার্থী আবু আনাস। সম্প্রতি গাজায় ইসরায়েলি বোমা হামলায় তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। এর প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
৩৪ মিনিট আগেপদযাত্রা কর্মসূচির বিস্তারিত তথ্য জানাতে এনসিপির জেলা শাখা আজ বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। এদিকে একই স্থানে দলের মহানগরের সংগঠক পরিচয়ে আরেকটি পক্ষ সংবাদ সম্মেলন করেছে। তারাও ওই পদযাত্রা সফল করার বিষয়ে জানাতে প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে হাজির হয়।
৩৭ মিনিট আগে