ঢামেক প্রতিবেদক

রাজধানীর নীলক্ষেত এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে দুই মাস সাত দিন বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম সুমাইয়া।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নীলক্ষেত হোম ফেয়ার হাসপাতালের পাঁচতলার পিআইসিইউ ওয়ার্ড থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করে নিউমার্কেট থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
হোম ফেয়ার হাসপাতালের ইনচার্জ মো. আজাদুর রহমান বলেন, সুমাইয়ার শ্বাসকষ্টের কারণে ২৩ মার্চ শিশুটির বাবা পরিচয় দিয়ে কামাল হোসেন হাসপাতালে ভর্তি করান। ঠিকানা দেওয়া হয় মাগুরা শালিখা উপজেলা। শিশুটির অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে পিআইসিইউতে ভর্তি করা হয়। এর পর থেকে স্বজনদের খুঁজে পাওয়া যায়নি। একটি মোবাইল নম্বর দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। শিশুটি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ২৮ মার্চ দুপুরে মারা যায়। কিন্তু ভর্তি করার পর থেকেই তাঁর স্বজনদের খুঁজে পেয়ে থানা-পুলিশে ফোন দিয়ে বিষয়টি জানানো হয়।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ আহমেদ বলেন, ‘খবর পেয়ে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নীলক্ষেত হোম ফেয়ার হাসপাতাল থেকে ওই শিশুটির মরদেহ উদ্ধার করি।’
হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানা যায়, ২৩ মার্চ বাবা কামাল হোসেন মাগুরা জেলার শালিখা থানার ঠিকানায় শ্বাসকষ্টের কারণে ওই শিশুটিকে হাসপাতালে ভর্তি করান। কিন্তু ভর্তির পর থেকে শিশুটির কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায়নি। গতকাল ২৮ মার্চ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের খুঁজে না পেয়ে বিষয়টি থানায় জানায়। একটি মোবাইল নম্বর থাকলেও সেটি বন্ধ পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে, শ্বাসকষ্টের কারণেই শিশুটি মারা গেছে। তবুও মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য ময়নাতদন্তের জন্য জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

রাজধানীর নীলক্ষেত এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে দুই মাস সাত দিন বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম সুমাইয়া।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নীলক্ষেত হোম ফেয়ার হাসপাতালের পাঁচতলার পিআইসিইউ ওয়ার্ড থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করে নিউমার্কেট থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
হোম ফেয়ার হাসপাতালের ইনচার্জ মো. আজাদুর রহমান বলেন, সুমাইয়ার শ্বাসকষ্টের কারণে ২৩ মার্চ শিশুটির বাবা পরিচয় দিয়ে কামাল হোসেন হাসপাতালে ভর্তি করান। ঠিকানা দেওয়া হয় মাগুরা শালিখা উপজেলা। শিশুটির অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে পিআইসিইউতে ভর্তি করা হয়। এর পর থেকে স্বজনদের খুঁজে পাওয়া যায়নি। একটি মোবাইল নম্বর দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। শিশুটি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ২৮ মার্চ দুপুরে মারা যায়। কিন্তু ভর্তি করার পর থেকেই তাঁর স্বজনদের খুঁজে পেয়ে থানা-পুলিশে ফোন দিয়ে বিষয়টি জানানো হয়।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ আহমেদ বলেন, ‘খবর পেয়ে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নীলক্ষেত হোম ফেয়ার হাসপাতাল থেকে ওই শিশুটির মরদেহ উদ্ধার করি।’
হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানা যায়, ২৩ মার্চ বাবা কামাল হোসেন মাগুরা জেলার শালিখা থানার ঠিকানায় শ্বাসকষ্টের কারণে ওই শিশুটিকে হাসপাতালে ভর্তি করান। কিন্তু ভর্তির পর থেকে শিশুটির কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায়নি। গতকাল ২৮ মার্চ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের খুঁজে না পেয়ে বিষয়টি থানায় জানায়। একটি মোবাইল নম্বর থাকলেও সেটি বন্ধ পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে, শ্বাসকষ্টের কারণেই শিশুটি মারা গেছে। তবুও মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য ময়নাতদন্তের জন্য জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
১০ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তাছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
২৪ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩০ মিনিট আগে