
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সয়াবিন তেলের অবৈধ মজুত এবং অতিরিক্ত দামে তেল বিক্রির অপরাধে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে ও র্যাব-৩ এর সদস্যদের সহযোগিতায় উত্তর যাত্রাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অদ্বিতি ট্রেডার্স, মেসার্স সিফাত ট্রেডিং ও মেসার্স মিন্টু স্টোর নামে তিন ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে নগদ ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় অদ্বিতি ট্রেডার্সের মালিক সজল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সাধারণত তেল মজুত রাখি না, শুধু সয়াবিন তেল বিক্রি করি। ব্যবসা চলমান রাখার স্বার্থে আমরা মৌলভী বাজার থেকে অতিরিক্ত দামে তেল কিনলেও বর্তমানে ওই ব্যবসায়ীরা আমাদের কোনো চালান, মেমো বা কোনো প্রমাণপত্র দেয় না। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আমরা কোনো প্রমাণপত্র দেখাতে পারিনি।’
তবে এ বিষয়টি অস্বীকার করে মৌলভি বাজারে অবস্থিত বাংলাদেশ পাইকারি ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী ভুট্টু আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাশ মেমো ব্যতীত কোনোভাবেই মৌলভি বাজার থেকে তেল বিক্রির নিয়ম নেই। তা ছাড়া ক্যাশ মেমো বাদে বাজার থেকে কোনো প্রকার মালামাল বের করারও সুযোগ নেই। কিছু অসাধুরা কৃত্রিম সংকট সৃষ্টি করে কম দামে কেনা তেল অতিরিক্ত দামে বিক্রি করে বলে, তারা ক্রয় রসিদ দেখাতে চায় না।’
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল বলেন, ‘কতিপয় অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে সয়াবিন তেল মজুত রেখে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিল বলে আমাদের কাছে অভিযোগ ছিল। ওই অভিযোগের ভিত্তিতেই আমরা অভিযান পরিচালনা করেছি। এটি অব্যাহত থাকবে।’

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সয়াবিন তেলের অবৈধ মজুত এবং অতিরিক্ত দামে তেল বিক্রির অপরাধে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে ও র্যাব-৩ এর সদস্যদের সহযোগিতায় উত্তর যাত্রাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অদ্বিতি ট্রেডার্স, মেসার্স সিফাত ট্রেডিং ও মেসার্স মিন্টু স্টোর নামে তিন ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে নগদ ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় অদ্বিতি ট্রেডার্সের মালিক সজল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সাধারণত তেল মজুত রাখি না, শুধু সয়াবিন তেল বিক্রি করি। ব্যবসা চলমান রাখার স্বার্থে আমরা মৌলভী বাজার থেকে অতিরিক্ত দামে তেল কিনলেও বর্তমানে ওই ব্যবসায়ীরা আমাদের কোনো চালান, মেমো বা কোনো প্রমাণপত্র দেয় না। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আমরা কোনো প্রমাণপত্র দেখাতে পারিনি।’
তবে এ বিষয়টি অস্বীকার করে মৌলভি বাজারে অবস্থিত বাংলাদেশ পাইকারি ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী ভুট্টু আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাশ মেমো ব্যতীত কোনোভাবেই মৌলভি বাজার থেকে তেল বিক্রির নিয়ম নেই। তা ছাড়া ক্যাশ মেমো বাদে বাজার থেকে কোনো প্রকার মালামাল বের করারও সুযোগ নেই। কিছু অসাধুরা কৃত্রিম সংকট সৃষ্টি করে কম দামে কেনা তেল অতিরিক্ত দামে বিক্রি করে বলে, তারা ক্রয় রসিদ দেখাতে চায় না।’
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল বলেন, ‘কতিপয় অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে সয়াবিন তেল মজুত রেখে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিল বলে আমাদের কাছে অভিযোগ ছিল। ওই অভিযোগের ভিত্তিতেই আমরা অভিযান পরিচালনা করেছি। এটি অব্যাহত থাকবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ তিন প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক...
১৩ মিনিট আগে
১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
৩ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৯ ঘণ্টা আগে