আমানুর রহমান রনি, ঢাকা

হলে আধিপত্য বিস্তার ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সক্রিয় করাকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের (বুটেক্স) শিক্ষার্থীদের মধ্যে গত রোববার রাতে সংঘর্ষ হয়।
বিভিন্ন গুজব ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ ছড়িয়ে দেওয়া হয়। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। একজনের অবস্থা গুরুতর।
সংঘর্ষে জেরে আজ সোমবারও দুই শিক্ষাপ্রতিষ্ঠানে থমথম অবস্থা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে আতঙ্ক।
সোমবার শিক্ষাপ্রতিষ্ঠা দুটিতে গিয়ে দেখা গেছে, এখনো এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ করছে। কেউ কেউ সংঘর্ষের জন্য ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের গতরাতের হামলায় বুটেক্সের শহীদ আজিজ হলের প্রধান ফটক, বিভিন্ন কক্ষের দরজা ও জানালা ভাঙা। ছড়িয়ে ছিটিয়ে আছে জানালার কাচ। হলের ডাইনিংয়ের মেঝে ছোপ ছোপ রক্তের দাগ।
ঘটনা বর্ণনা দিয়ে বুটেক্সের শিক্ষার্থী ও শহীদ আজিজ হলের আবাসিক শিক্ষার্থী মুসাইদুল ইসলাম তনিম আজকের পত্রিকাকে বলেন, গতকাল রোববার রাত ৯ টার দিকে ঢাকা পলিটেকনিকের কয়েকজন শিক্ষার্থী আজিজ হলের ভেতরে প্রবেশ করেন।
তারা ডান পাশের একটি গ্যারেজ দিকে যায়। তখন বুটেক্স শিক্ষর্থীরা তাদের নিষেধ করেন। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এই হলে ছাত্রলীগ আছে বলে তারা ব্লেইম দেয়। ঝগড়া করে বের হয়ে যায়। তারপর তারা সংগঠিত হয়ে হামলা চালায়।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার সূত্রপাত গতকাল রোববার দুপুর থেকে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বর্তমানে কোনো অধ্যক্ষ নেই। গতকাল রোববার দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা মোস্তাফিজুর রহমান নামে বিএনপি পন্থী এক শিক্ষককে অধ্যক্ষ হিসাবে বসিয়ে দিয়ে আসেন। এসময় সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের একজন কেন্দ্রীয় প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী মো. সাদ্দাম আজকের পত্রিকাকে বলেন, ছাত্রলীগের রাজত্বের পতনের পর বিএনপিসহ অন্য রাজনৈতিক দলের ছাত্র সংঠনগুলো নেতৃত্বের সুযোগ নিতে চায়। তারা বিএনপি পন্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানকে ক্যাম্পাসে নিয়ে আসে। ছাত্রদল একতরফা রাজত্ব দখলের চেষ্টা করেছেন।
তিনি বলেন, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ছাত্রদলের ঢাকা পলিটেকনিক শাখার সভাপতি হাদিসুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ ও তাদের কর্মীদের সহায়তায় জোর পূর্বক ক্যাম্পাসে প্রবেশ করে। কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও সাধারণ ছাত্ররা বাধা প্রদান করতে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ৮/১০ জন আহত হয়। এরমধ্যে জুবায়ের নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পলিটেকনিকে দিনের এই ঘটনার পর অধ্যক্ষের বিষয়ে মীমাংসার জন্য রোববার রাত ৯ টার দিকে ছাত্রদলের নেতারা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক ডাকেন। তারা ঢাকা পলিটেকনিকে বৈঠক না করে বুটেক্সের শহীদ আজিজ হলে বৈঠক করার জন্য জায়গা নির্ধারণ করেন। বুটেক্স হলে ছাত্রদলের নেতাকর্মীদের এই বৈঠকে বসাকে কেন্দ্র করেই সংঘর্ষে সূত্রপাত।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাত্রদলের আহ্বানে সারা দিয়ে ঢাকা পলিটেকনিকের সাধারণ শিক্ষার্থীদের একটি দল আজিজ হলে বৈঠকের জন্য যায়। ঢাকা পলিটেকনিক ছাত্রদলের নেতাদের সঙ্গে যুবদলের এক নেতাও ছিলেন। ঢাকা পলিটেকনিক শাখার ছাত্রদলের চারজন নেতা ছিলেন। আজিজ হলের ফটক দিয়ে তারা ভেতরে প্রবেশ করেন। এসময় ফটকের ভেতরের বামপাশে বুটেক্সের কয়কজন শিক্ষার্থী ব্যাডমিন্টন খেলতে ছিল। তারা ছাত্রদলের নেতা ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের প্রবেশ কারণ জানতে চায়।
এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। তখন ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, এখানে ছাত্রলীগ আছে। এনিয়ে বাকবিতান্ডার একপর্যায়ে ছাত্রদলের নেতারা ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা বের হয়ে যায়।
আজিজ হলের পাশেই ঢাকা পলিটেকনিকের লতিফ হলে এসে সহপাঠীদের জানায় যে, বুটেক্সের আজিজ হলে ছাত্রলীগের নেতা রয়েছে। এরপরই সংগঠিত হয়ে তারা অতর্কিত হামলা চালায়।
ছাত্রদলের বৈঠকের বিষয়ে ঢাকা পলিটেকনিক শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহম্মেদ বলেন, আমরা সিনিয়র শিক্ষার্থী। এখন আর হলে থাকি না। আমি রোববার দুপুরে চলে এসেছি। এরপর রাত ১১ টার দিকে সংঘর্ষের খবর পেয়ে ক্যাম্পাসে যাই। কোথাও কোন বৈঠক হয়েছে কিনা তা জানি না।
তবে আজিজ হলের সিসি ক্যামেরার ফুটেজে ছাত্রদলের নেতাদের সেখানে যেতে দেখা গেছে।
বুটেক্সের শিক্ষার্থী মুসাইদুল ইসলাম তনিম বলেন, আমাদের বুটেক্স ছাত্র রাজনীতি মুক্ত। আমরা এখানে কোনো রাজনীতি করতে দেব না। কিন্তু রোববার রাতে ছাত্রদলের নেতারা এখানে সভা করতে আসেন। তারা হলে আধিপত্য রাখতে চায়।
ছাত্রদলের আধিপত্য সৃষ্টির বিষয়ে অভিযোগ করেছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী সাদ্দাম। তিনি বলেন, ঢাকা পলিটেকনিক লতিফ ছাত্রাবাস এর পাশেই অবস্থিত বুটেক্স এর আজিজ ছাত্রাবাসে গোপন বৈঠক ডাকেন। বুটেক্স ভাইয়েরা ব্যাপারটা খেয়াল করলে প্রতিবাদ জানায়। পূর্বের মত ছাত্রদল এখানে দাপট দেখানো শুরু করে এবং এক পর্যায়ে ছাত্রদলের নেতৃবৃন্দ পলিটেকনিক হলের সাধারণ শিক্ষার্থীদের ভুল ইনফরমেশন দিয়ে মাঠে নিয়ে আসে যে বুটেক্স পলিটেকনিক কে অ্যাটাক করছে। পরবর্তীতে বুটেক্স ছাত্ররা পুরো ঘটনা না জেনে ইট, লাঠি নিয়ে ছুটে আসে লতিফ ছাত্রাবাস এর সামনে অতর্কিত হামলা চালায়।
সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছে। বেশি আহত হয়েছে বুটেক্স শিক্ষার্থীরা। বুটেক্সের আজিজ হলে গিয়ে আহতদের দেখা গেছে। এদের মধ্যে সৌমিক নামে এক শিক্ষার্থী বলেন, তাদের মধ্যে ১৫ জন গুরুতর আহত। উৎসব পাল নামে এক শিক্ষার্থীর চোখে গুরুতর জখম হয়েছে। অনেকের মাথা ফেটে গেছে। তারা চিকিৎসাধীন। এছাড়াও প্রভোস্ট এমদাদ সরকার গুরুতর আহত।
এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামিমুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দুই শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার বৈঠক করে এ বিষয়ে একটা সমাধান করবেন বলে জানিয়েছে। তারা কি করে দেখি। তারপর এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

হলে আধিপত্য বিস্তার ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সক্রিয় করাকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের (বুটেক্স) শিক্ষার্থীদের মধ্যে গত রোববার রাতে সংঘর্ষ হয়।
বিভিন্ন গুজব ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ ছড়িয়ে দেওয়া হয়। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। একজনের অবস্থা গুরুতর।
সংঘর্ষে জেরে আজ সোমবারও দুই শিক্ষাপ্রতিষ্ঠানে থমথম অবস্থা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে আতঙ্ক।
সোমবার শিক্ষাপ্রতিষ্ঠা দুটিতে গিয়ে দেখা গেছে, এখনো এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ করছে। কেউ কেউ সংঘর্ষের জন্য ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের গতরাতের হামলায় বুটেক্সের শহীদ আজিজ হলের প্রধান ফটক, বিভিন্ন কক্ষের দরজা ও জানালা ভাঙা। ছড়িয়ে ছিটিয়ে আছে জানালার কাচ। হলের ডাইনিংয়ের মেঝে ছোপ ছোপ রক্তের দাগ।
ঘটনা বর্ণনা দিয়ে বুটেক্সের শিক্ষার্থী ও শহীদ আজিজ হলের আবাসিক শিক্ষার্থী মুসাইদুল ইসলাম তনিম আজকের পত্রিকাকে বলেন, গতকাল রোববার রাত ৯ টার দিকে ঢাকা পলিটেকনিকের কয়েকজন শিক্ষার্থী আজিজ হলের ভেতরে প্রবেশ করেন।
তারা ডান পাশের একটি গ্যারেজ দিকে যায়। তখন বুটেক্স শিক্ষর্থীরা তাদের নিষেধ করেন। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এই হলে ছাত্রলীগ আছে বলে তারা ব্লেইম দেয়। ঝগড়া করে বের হয়ে যায়। তারপর তারা সংগঠিত হয়ে হামলা চালায়।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার সূত্রপাত গতকাল রোববার দুপুর থেকে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বর্তমানে কোনো অধ্যক্ষ নেই। গতকাল রোববার দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা মোস্তাফিজুর রহমান নামে বিএনপি পন্থী এক শিক্ষককে অধ্যক্ষ হিসাবে বসিয়ে দিয়ে আসেন। এসময় সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের একজন কেন্দ্রীয় প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী মো. সাদ্দাম আজকের পত্রিকাকে বলেন, ছাত্রলীগের রাজত্বের পতনের পর বিএনপিসহ অন্য রাজনৈতিক দলের ছাত্র সংঠনগুলো নেতৃত্বের সুযোগ নিতে চায়। তারা বিএনপি পন্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানকে ক্যাম্পাসে নিয়ে আসে। ছাত্রদল একতরফা রাজত্ব দখলের চেষ্টা করেছেন।
তিনি বলেন, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ছাত্রদলের ঢাকা পলিটেকনিক শাখার সভাপতি হাদিসুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ ও তাদের কর্মীদের সহায়তায় জোর পূর্বক ক্যাম্পাসে প্রবেশ করে। কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও সাধারণ ছাত্ররা বাধা প্রদান করতে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ৮/১০ জন আহত হয়। এরমধ্যে জুবায়ের নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পলিটেকনিকে দিনের এই ঘটনার পর অধ্যক্ষের বিষয়ে মীমাংসার জন্য রোববার রাত ৯ টার দিকে ছাত্রদলের নেতারা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক ডাকেন। তারা ঢাকা পলিটেকনিকে বৈঠক না করে বুটেক্সের শহীদ আজিজ হলে বৈঠক করার জন্য জায়গা নির্ধারণ করেন। বুটেক্স হলে ছাত্রদলের নেতাকর্মীদের এই বৈঠকে বসাকে কেন্দ্র করেই সংঘর্ষে সূত্রপাত।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাত্রদলের আহ্বানে সারা দিয়ে ঢাকা পলিটেকনিকের সাধারণ শিক্ষার্থীদের একটি দল আজিজ হলে বৈঠকের জন্য যায়। ঢাকা পলিটেকনিক ছাত্রদলের নেতাদের সঙ্গে যুবদলের এক নেতাও ছিলেন। ঢাকা পলিটেকনিক শাখার ছাত্রদলের চারজন নেতা ছিলেন। আজিজ হলের ফটক দিয়ে তারা ভেতরে প্রবেশ করেন। এসময় ফটকের ভেতরের বামপাশে বুটেক্সের কয়কজন শিক্ষার্থী ব্যাডমিন্টন খেলতে ছিল। তারা ছাত্রদলের নেতা ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের প্রবেশ কারণ জানতে চায়।
এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। তখন ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, এখানে ছাত্রলীগ আছে। এনিয়ে বাকবিতান্ডার একপর্যায়ে ছাত্রদলের নেতারা ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা বের হয়ে যায়।
আজিজ হলের পাশেই ঢাকা পলিটেকনিকের লতিফ হলে এসে সহপাঠীদের জানায় যে, বুটেক্সের আজিজ হলে ছাত্রলীগের নেতা রয়েছে। এরপরই সংগঠিত হয়ে তারা অতর্কিত হামলা চালায়।
ছাত্রদলের বৈঠকের বিষয়ে ঢাকা পলিটেকনিক শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহম্মেদ বলেন, আমরা সিনিয়র শিক্ষার্থী। এখন আর হলে থাকি না। আমি রোববার দুপুরে চলে এসেছি। এরপর রাত ১১ টার দিকে সংঘর্ষের খবর পেয়ে ক্যাম্পাসে যাই। কোথাও কোন বৈঠক হয়েছে কিনা তা জানি না।
তবে আজিজ হলের সিসি ক্যামেরার ফুটেজে ছাত্রদলের নেতাদের সেখানে যেতে দেখা গেছে।
বুটেক্সের শিক্ষার্থী মুসাইদুল ইসলাম তনিম বলেন, আমাদের বুটেক্স ছাত্র রাজনীতি মুক্ত। আমরা এখানে কোনো রাজনীতি করতে দেব না। কিন্তু রোববার রাতে ছাত্রদলের নেতারা এখানে সভা করতে আসেন। তারা হলে আধিপত্য রাখতে চায়।
ছাত্রদলের আধিপত্য সৃষ্টির বিষয়ে অভিযোগ করেছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী সাদ্দাম। তিনি বলেন, ঢাকা পলিটেকনিক লতিফ ছাত্রাবাস এর পাশেই অবস্থিত বুটেক্স এর আজিজ ছাত্রাবাসে গোপন বৈঠক ডাকেন। বুটেক্স ভাইয়েরা ব্যাপারটা খেয়াল করলে প্রতিবাদ জানায়। পূর্বের মত ছাত্রদল এখানে দাপট দেখানো শুরু করে এবং এক পর্যায়ে ছাত্রদলের নেতৃবৃন্দ পলিটেকনিক হলের সাধারণ শিক্ষার্থীদের ভুল ইনফরমেশন দিয়ে মাঠে নিয়ে আসে যে বুটেক্স পলিটেকনিক কে অ্যাটাক করছে। পরবর্তীতে বুটেক্স ছাত্ররা পুরো ঘটনা না জেনে ইট, লাঠি নিয়ে ছুটে আসে লতিফ ছাত্রাবাস এর সামনে অতর্কিত হামলা চালায়।
সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছে। বেশি আহত হয়েছে বুটেক্স শিক্ষার্থীরা। বুটেক্সের আজিজ হলে গিয়ে আহতদের দেখা গেছে। এদের মধ্যে সৌমিক নামে এক শিক্ষার্থী বলেন, তাদের মধ্যে ১৫ জন গুরুতর আহত। উৎসব পাল নামে এক শিক্ষার্থীর চোখে গুরুতর জখম হয়েছে। অনেকের মাথা ফেটে গেছে। তারা চিকিৎসাধীন। এছাড়াও প্রভোস্ট এমদাদ সরকার গুরুতর আহত।
এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামিমুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দুই শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার বৈঠক করে এ বিষয়ে একটা সমাধান করবেন বলে জানিয়েছে। তারা কি করে দেখি। তারপর এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৩ ঘণ্টা আগে