প্রতিনিধি

শিবচর (মাদারীপুর): টানা বৃষ্টিতে শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বৃষ্টির কারণে লঞ্চে উঠতে গেলে বৃষ্টির কবলে পড়তে হচ্ছে যাত্রীদের। মূল টার্মিনাল থেকে লঞ্চঘাটের পন্টুনে পৌঁছানোর পথের দূরত্বটুকুতে ভিজতে হয় যাত্রীদের। তা ছাড়া বৃষ্টিতে ঘাট এলাকায় কাদাপানি থাকায় বেড়েছে দুর্ভোগ।
ঢাকাগামী যাত্রী মো. হাসান বলেন, 'সকাল থেকে টানা বৃষ্টি। তা ছাড়া নদীর পাড়ে বৃষ্টির সঙ্গে বাতাসের বেগও রয়েছে। লঞ্চে উঠতে গিয়ে ভিজে গিয়েছি। ছাতাতেও বৃষ্টি ঠেকানো সম্ভব হয়নি। ঘাটের টার্মিনালের ভেতর বেশ কিছু সময় অপেক্ষা করেছিলাম বৃষ্টি কমার। কিন্তু কমেনি। পরে ভিজেই লঞ্চঘাটে পৌঁছাই।'
তিনি আরও বলেন, 'গাড়িতে এসে টার্মিনালে নামা যায়। ফলে বৃষ্টিতে ভিজতে হয় না। কিন্তু টার্মিনাল থেকে লঞ্চ ঘাটে যেতে কিছু অংশ খোলা জায়গা। ওই পথটুকুতেই ভিজতে হচ্ছে যাত্রীদের।'
এদিকে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে টানা বৃষ্টির কারণে নৌরুটে যানবাহন কমে গেছে। ফেরি পারাপারের জন্য ঘাটে তেমন কোন যানবাহন নেই। গাড়ির জন্য ফেরিকে অপেক্ষা করতে হচ্ছে ঘাটে। নৌরুটে ৪টি রোরো ফেরিসহ মোট ১৬টি ফেরি চলাচল করছে। পদ্মায় পানি বাড়লেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাট সূত্রে জানা গেছে, নৌরুটে ৮৭টি লঞ্চ রয়েছে। ঘাটে যাত্রী চাপ নেই। বৃষ্টির কারণে যাত্রী কমে গেছে। অল্প যাত্রী নিয়েই লঞ্চ ঘাট ছেড়ে যাচ্ছে।
সূত্রটি আরও জানায়, 'বৃষ্টির কারণে ঘাট এলাকায় যাত্রীদের কষ্ট কিছুটা বেড়েছে। বৃষ্টিতে ভিজে লঞ্চঘাটে পৌঁছাতে হচ্ছে। টার্মিনাল ঘাট থেকে একটু দূরে। বর্ষায় নদীর পার ডুবে যাওয়ার কারণে পন্টুন পর্যন্ত টার্মিনাল করা সম্ভব নয়। এদিকে পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় স্রোত কিছুটা বেড়েছে। তা ছাড়া বৃষ্টি ও হালকা বাতাসের কারণে মাঝ পদ্মায় ঢেউ রয়েছে। অপেক্ষাকৃত বড় লঞ্চগুলো বৈরী আবহাওয়ার মধ্যে চলাচল করে থাকে।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, 'ঘাটে পর্যাপ্ত ফেরি রয়েছে কিন্তু যানবাহন নেই। ফেরির কর্মচারীরা অনেকটাই অলস সময় পার করছে। গাড়ির জন্য অপেক্ষায় থাকছে ফেরি। বৃষ্টির কারণে মানুষের চলাচল সীমিত হয়েছে। ঘাট এলাকায় যানবাহন ও যাত্রী শূন্যতা রয়েছে।'
বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, 'বৃষ্টির কারণে যাত্রী কম রয়েছে। লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করলেও বৃষ্টির কারণে তেমন যাত্রী হচ্ছে না। তারপরও নির্দিষ্ট সময় পর পর লঞ্চ ছেড়ে যাচ্ছে।'

শিবচর (মাদারীপুর): টানা বৃষ্টিতে শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বৃষ্টির কারণে লঞ্চে উঠতে গেলে বৃষ্টির কবলে পড়তে হচ্ছে যাত্রীদের। মূল টার্মিনাল থেকে লঞ্চঘাটের পন্টুনে পৌঁছানোর পথের দূরত্বটুকুতে ভিজতে হয় যাত্রীদের। তা ছাড়া বৃষ্টিতে ঘাট এলাকায় কাদাপানি থাকায় বেড়েছে দুর্ভোগ।
ঢাকাগামী যাত্রী মো. হাসান বলেন, 'সকাল থেকে টানা বৃষ্টি। তা ছাড়া নদীর পাড়ে বৃষ্টির সঙ্গে বাতাসের বেগও রয়েছে। লঞ্চে উঠতে গিয়ে ভিজে গিয়েছি। ছাতাতেও বৃষ্টি ঠেকানো সম্ভব হয়নি। ঘাটের টার্মিনালের ভেতর বেশ কিছু সময় অপেক্ষা করেছিলাম বৃষ্টি কমার। কিন্তু কমেনি। পরে ভিজেই লঞ্চঘাটে পৌঁছাই।'
তিনি আরও বলেন, 'গাড়িতে এসে টার্মিনালে নামা যায়। ফলে বৃষ্টিতে ভিজতে হয় না। কিন্তু টার্মিনাল থেকে লঞ্চ ঘাটে যেতে কিছু অংশ খোলা জায়গা। ওই পথটুকুতেই ভিজতে হচ্ছে যাত্রীদের।'
এদিকে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে টানা বৃষ্টির কারণে নৌরুটে যানবাহন কমে গেছে। ফেরি পারাপারের জন্য ঘাটে তেমন কোন যানবাহন নেই। গাড়ির জন্য ফেরিকে অপেক্ষা করতে হচ্ছে ঘাটে। নৌরুটে ৪টি রোরো ফেরিসহ মোট ১৬টি ফেরি চলাচল করছে। পদ্মায় পানি বাড়লেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাট সূত্রে জানা গেছে, নৌরুটে ৮৭টি লঞ্চ রয়েছে। ঘাটে যাত্রী চাপ নেই। বৃষ্টির কারণে যাত্রী কমে গেছে। অল্প যাত্রী নিয়েই লঞ্চ ঘাট ছেড়ে যাচ্ছে।
সূত্রটি আরও জানায়, 'বৃষ্টির কারণে ঘাট এলাকায় যাত্রীদের কষ্ট কিছুটা বেড়েছে। বৃষ্টিতে ভিজে লঞ্চঘাটে পৌঁছাতে হচ্ছে। টার্মিনাল ঘাট থেকে একটু দূরে। বর্ষায় নদীর পার ডুবে যাওয়ার কারণে পন্টুন পর্যন্ত টার্মিনাল করা সম্ভব নয়। এদিকে পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় স্রোত কিছুটা বেড়েছে। তা ছাড়া বৃষ্টি ও হালকা বাতাসের কারণে মাঝ পদ্মায় ঢেউ রয়েছে। অপেক্ষাকৃত বড় লঞ্চগুলো বৈরী আবহাওয়ার মধ্যে চলাচল করে থাকে।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, 'ঘাটে পর্যাপ্ত ফেরি রয়েছে কিন্তু যানবাহন নেই। ফেরির কর্মচারীরা অনেকটাই অলস সময় পার করছে। গাড়ির জন্য অপেক্ষায় থাকছে ফেরি। বৃষ্টির কারণে মানুষের চলাচল সীমিত হয়েছে। ঘাট এলাকায় যানবাহন ও যাত্রী শূন্যতা রয়েছে।'
বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, 'বৃষ্টির কারণে যাত্রী কম রয়েছে। লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করলেও বৃষ্টির কারণে তেমন যাত্রী হচ্ছে না। তারপরও নির্দিষ্ট সময় পর পর লঞ্চ ছেড়ে যাচ্ছে।'

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে