টাঙ্গাইল প্রতিনিধি

বন বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের খোঁজে এবার অভিযানে নেমেছে দুদক। আজ রোববার দুদকের টাঙ্গাইলের জেলা কার্যালয়ের একটি তদন্ত দল ঘাটাইল উপজেলায় অভিযান চালায়। ঘাটাইলে বন বিভাগের ৭০০ একর জমি জবরদখলে ঘটনায় প্রাথমিকভাবে তারা দখলদারদের সঙ্গে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশের সত্যতা পেয়েছে। দুদকের টাঙ্গাইলের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর এ আলম এসব কথা জানান।
নুর এ আলম জানান, বন বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা যোগসাজশ করে বনের জমি নিজেরাই ব্যক্তিগতভাবে দখলে রেখেছেন। অন্যদের দিয়ে চাষাবাদ করে সুবিধা নিচ্ছেন। কিন্তু সরকারিভাবে ফান্ডে কোনো টাকা জমা দেননি। দুদকের একটি দল দ্বৈবচয়ন ভিত্তিতে ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জের আওতাধীন সাগরদীঘি বিট এলাকায় বনের জমি দখলের সুনির্দিষ্ট অভিযোগগুলো সরেজমিনে যাচাই করে। এ সময় ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জের সাগরদীঘি বিটের আওতাধীন কামালপুর মৌজার ২০৪, ৫০৭ ও ৩০৮ দাগভুক্ত ২ নম্বর খতিয়ানভুক্ত বন বিভাগের বিপুল সরকারি জমি জবরদখলের প্রাথমিক সত্যতা পান তাঁরা। প্রাথমিকভাবে বন বিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে জবরদখলকারীদের সঙ্গে যোগসাজশ করার সত্যতা মিলেছে।
দুদকের টাঙ্গাইল কার্যালয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল বন বিভাগের আওতাধীন সব রেঞ্জ ও বিটে মোট ভূমির পরিমাণ প্রায় ১ লাখ ২০ হাজার একর, এর মধ্যে প্রায় ১৭০০ একর জমি জবরদখল হয়েছে বলে জানা যায়। এর মধ্যে ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জের আওতাধীন ভূমি প্রায় ৬০০০ একর, এর মধ্যে জবরদখলকৃত ভূমির পরিমাণ প্রায় ৭০০ একর। দুদকের দল টাঙ্গাইল বন বিভাগের আওতাধীন বিভিন্ন প্রকল্পের কাজ বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করা হয়েছে এমন অভিযোগেরও তদন্ত করে। নার্সারি সৃজনের টাকা আত্মসাৎ ও সামাজিক বনায়নের অর্থ আত্মসাৎ অভিযোগের বিষয়ে প্রকল্পসংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র সরবরাহের জন্য রিকুইজিশন দেওয়া হয়েছে। রেকর্ডপত্র প্রাপ্তি ও বিশ্লেষণ সাপেক্ষে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে।
উপজেলার ধলাপাড়া রেঞ্জের সাগরদীঘি বিট কর্মকর্তা মো. মনিরুল ইসলাম আনসারি জানান, সাগরদীঘি বিটের কামালপুর মৌজার ৫০৭ দাগে সাগরদীঘি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হেকমত সিকদারের দখলে থাকা প্রায় ৫ একর বনভূমিসহ জবরদখলকৃত বেশ কিছু বনভূমি উদ্ধারে দুদকের অভিযান পরিচালিত হয়।

বন বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের খোঁজে এবার অভিযানে নেমেছে দুদক। আজ রোববার দুদকের টাঙ্গাইলের জেলা কার্যালয়ের একটি তদন্ত দল ঘাটাইল উপজেলায় অভিযান চালায়। ঘাটাইলে বন বিভাগের ৭০০ একর জমি জবরদখলে ঘটনায় প্রাথমিকভাবে তারা দখলদারদের সঙ্গে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশের সত্যতা পেয়েছে। দুদকের টাঙ্গাইলের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর এ আলম এসব কথা জানান।
নুর এ আলম জানান, বন বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা যোগসাজশ করে বনের জমি নিজেরাই ব্যক্তিগতভাবে দখলে রেখেছেন। অন্যদের দিয়ে চাষাবাদ করে সুবিধা নিচ্ছেন। কিন্তু সরকারিভাবে ফান্ডে কোনো টাকা জমা দেননি। দুদকের একটি দল দ্বৈবচয়ন ভিত্তিতে ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জের আওতাধীন সাগরদীঘি বিট এলাকায় বনের জমি দখলের সুনির্দিষ্ট অভিযোগগুলো সরেজমিনে যাচাই করে। এ সময় ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জের সাগরদীঘি বিটের আওতাধীন কামালপুর মৌজার ২০৪, ৫০৭ ও ৩০৮ দাগভুক্ত ২ নম্বর খতিয়ানভুক্ত বন বিভাগের বিপুল সরকারি জমি জবরদখলের প্রাথমিক সত্যতা পান তাঁরা। প্রাথমিকভাবে বন বিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে জবরদখলকারীদের সঙ্গে যোগসাজশ করার সত্যতা মিলেছে।
দুদকের টাঙ্গাইল কার্যালয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল বন বিভাগের আওতাধীন সব রেঞ্জ ও বিটে মোট ভূমির পরিমাণ প্রায় ১ লাখ ২০ হাজার একর, এর মধ্যে প্রায় ১৭০০ একর জমি জবরদখল হয়েছে বলে জানা যায়। এর মধ্যে ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জের আওতাধীন ভূমি প্রায় ৬০০০ একর, এর মধ্যে জবরদখলকৃত ভূমির পরিমাণ প্রায় ৭০০ একর। দুদকের দল টাঙ্গাইল বন বিভাগের আওতাধীন বিভিন্ন প্রকল্পের কাজ বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করা হয়েছে এমন অভিযোগেরও তদন্ত করে। নার্সারি সৃজনের টাকা আত্মসাৎ ও সামাজিক বনায়নের অর্থ আত্মসাৎ অভিযোগের বিষয়ে প্রকল্পসংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র সরবরাহের জন্য রিকুইজিশন দেওয়া হয়েছে। রেকর্ডপত্র প্রাপ্তি ও বিশ্লেষণ সাপেক্ষে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে।
উপজেলার ধলাপাড়া রেঞ্জের সাগরদীঘি বিট কর্মকর্তা মো. মনিরুল ইসলাম আনসারি জানান, সাগরদীঘি বিটের কামালপুর মৌজার ৫০৭ দাগে সাগরদীঘি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হেকমত সিকদারের দখলে থাকা প্রায় ৫ একর বনভূমিসহ জবরদখলকৃত বেশ কিছু বনভূমি উদ্ধারে দুদকের অভিযান পরিচালিত হয়।

বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
৭ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তাছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
২০ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৭ মিনিট আগে
মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় ডেলটা জেনারেল হাসপাতালে নিপা ঘোষ (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত নিপার স্বজনদের অভিযোগ, চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে ওই নারীর মৃত্যু হয়েছে। নিপা ঘোষ মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের চকবাস্তা গ্রামের রিপন কুমার ঘোষের স্ত্রী।
২৯ মিনিট আগে