Ajker Patrika

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় স্কুলছাত্র নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ০১: ১৯
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় স্কুলছাত্র নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর ক্যান্টনমেন্টের ইসিবি চত্বরে একটি দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন ৷ নিহত ওই শিক্ষার্থীর নাম শান্ত হাসান। সে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে। 

ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার সহকারী পরিদর্শক আবদুল মান্নাফ আজকের পত্রিকাকে বলেন, 'রাত আনুমানিক নয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতের ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি।' 

ঘটনার পর থেকে ইসিবি চত্বরে জড়ো হয়েছে শান্তর বন্ধুরা। হত্যার বিচারের দাবিতে আন্দোলন করছেন তারা। গাড়িটি আটক করেছে পুলিশ। জানা গেছে, গাড়িটি গৃহায়ণ লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের। 

ক্যান্টনমেন্ট থানার সহকারী পরিদর্শক শাহীন মো. আমানুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, 'নিহতের যথাযথ পরিচয় এখনো জানতে পারিনি। গাড়িটি আটক করা হয়েছে। তবে গাড়িটি গৃহায়ণ লিমিটেডের কিনা এ বিষয়টি নিশ্চিত নয়।'   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত