গাজীপুর প্রতিনিধি

বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে আজ শনিবার সিলেটে চলছে বিএনপির গণসমাবেশ। এই সমাবেশে বিএনপির নেতা-কর্মীরা সারা দেশ থেকে কাঁথা-বালিশ-বিছানা নিয়ে আসছে, সেখানে পাতিলে পাতিলে খাবার চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘কোথাও বিএনপির গণসমাবেশ হলে, তারা ৭ দিন আগে থেকে যাত্রা শুরু করে। কাঁথা-বালিশ-বিছানা নিয়ে তাদের নেতা-কর্মীরা সারা দেশ থেকে চলে যায়। সমাবেশে চলে পাতিলে পাতিলে খাবার। গরুর মাংস, খাসির মাংস, মাছের টুকরা-এ আর কত বলব? তারপরে আছে কলা। এই হলো খাবারের মেনু। ক্ষমতায় না থাকলেও ভালোই আছে বিএনপি। এখনো তারা ক্ষমতার রঙিন খোয়াব দেখছে। ক্ষমতার পরিবর্তন হলে নির্বাচনের মাধ্যমেই হতে হবে। নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো বিকল্প নেই।’
আজ শনিবার গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রথম ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা নিজের টাকায় পদ্মা সেতু করে ফেললেন। চট্টগ্রামে দক্ষিণ এশিয়ার একমাত্র বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের জন্য প্রস্তুত। প্রস্তুত তরুণ প্রজন্মের ঢাকা গ্রিন প্রজেক্ট মেট্রোরেল। গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ছয় লেনের সড়ক উদ্বোধনের জন্য প্রস্তুত। ১০০ সেতু একদিনে উদ্বোধন করেছেন শেখ হাসিনা। সারা বিশ্ব বিস্মিত হয়েছে, সারা দেশ অবাক হয়েছে। ফখরুল এসব দেখে না। দিনের আলোতে সে অমাবস্যার অন্ধকার দেখে।’বিএনপি শুধু বলে, তাদের সমাবেশে মানুষের ঢল। আমরা বলি, ‘আরে গাজীপুরে এসে দেখে যাও। গাজীপুরে আসেন ফখরুল ভাই, জনতার
ঢল দেখে যান। আজকে গাজীপুরে শুধু মহানগরের মানুষের ঢল আর সিলেটে পাঁচটি জেলার মানুষের সম্মেলন। সেখানে সুরমা নদীর ঢল নেই। গাজীপুরে বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গ। মুক্তিযুদ্ধের সূচনা যেখান থেকে শুরু হয়েছিল সেই গাজীপুরে এসে মানুষের ঢল দেখে যান।’
সম্মেলনে আরও বক্তব্য রাখেন—আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি ও অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান গোলাপ এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেন, এবিএম রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন, সাহাব উদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু এমপি, গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম শামসুন নাহার ও অধ্যাপিকা রুমানা আলী টুসি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল প্রমুখ।
গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান। সম্মেলন স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল।

বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে আজ শনিবার সিলেটে চলছে বিএনপির গণসমাবেশ। এই সমাবেশে বিএনপির নেতা-কর্মীরা সারা দেশ থেকে কাঁথা-বালিশ-বিছানা নিয়ে আসছে, সেখানে পাতিলে পাতিলে খাবার চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘কোথাও বিএনপির গণসমাবেশ হলে, তারা ৭ দিন আগে থেকে যাত্রা শুরু করে। কাঁথা-বালিশ-বিছানা নিয়ে তাদের নেতা-কর্মীরা সারা দেশ থেকে চলে যায়। সমাবেশে চলে পাতিলে পাতিলে খাবার। গরুর মাংস, খাসির মাংস, মাছের টুকরা-এ আর কত বলব? তারপরে আছে কলা। এই হলো খাবারের মেনু। ক্ষমতায় না থাকলেও ভালোই আছে বিএনপি। এখনো তারা ক্ষমতার রঙিন খোয়াব দেখছে। ক্ষমতার পরিবর্তন হলে নির্বাচনের মাধ্যমেই হতে হবে। নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো বিকল্প নেই।’
আজ শনিবার গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রথম ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা নিজের টাকায় পদ্মা সেতু করে ফেললেন। চট্টগ্রামে দক্ষিণ এশিয়ার একমাত্র বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের জন্য প্রস্তুত। প্রস্তুত তরুণ প্রজন্মের ঢাকা গ্রিন প্রজেক্ট মেট্রোরেল। গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ছয় লেনের সড়ক উদ্বোধনের জন্য প্রস্তুত। ১০০ সেতু একদিনে উদ্বোধন করেছেন শেখ হাসিনা। সারা বিশ্ব বিস্মিত হয়েছে, সারা দেশ অবাক হয়েছে। ফখরুল এসব দেখে না। দিনের আলোতে সে অমাবস্যার অন্ধকার দেখে।’বিএনপি শুধু বলে, তাদের সমাবেশে মানুষের ঢল। আমরা বলি, ‘আরে গাজীপুরে এসে দেখে যাও। গাজীপুরে আসেন ফখরুল ভাই, জনতার
ঢল দেখে যান। আজকে গাজীপুরে শুধু মহানগরের মানুষের ঢল আর সিলেটে পাঁচটি জেলার মানুষের সম্মেলন। সেখানে সুরমা নদীর ঢল নেই। গাজীপুরে বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গ। মুক্তিযুদ্ধের সূচনা যেখান থেকে শুরু হয়েছিল সেই গাজীপুরে এসে মানুষের ঢল দেখে যান।’
সম্মেলনে আরও বক্তব্য রাখেন—আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি ও অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান গোলাপ এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেন, এবিএম রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন, সাহাব উদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু এমপি, গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম শামসুন নাহার ও অধ্যাপিকা রুমানা আলী টুসি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল প্রমুখ।
গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান। সম্মেলন স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল।

অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১৪ মিনিট আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে