নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এখন থেকে আসামি হিসেবে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্যদের ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগ পুলিশ কমিশনারের মাধ্যমে চিঠি পাঠিয়েছে।
ডিএমপি প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত রোববার আদালত চত্বর থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে এই চিঠি দেওয়া হয়েছে।’
চিঠিতে বলা হয়েছে, সন্ত্রাসী, জঙ্গি, চাঞ্চল্যকর সাজাপ্রাপ্ত বা একাধিক মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের আদালতে হাজির করার সময় ডান্ডাবেড়ি পরিয়ে যেন তাদের আদালতে হাজির করা হয়। ডান্ডাবাড়ি না পরানোর কারণে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটেছে। চিঠিতে এও বলা হয়েছে যে, জেলখানা থেকে সন্ত্রাসী, জঙ্গি, চাঞ্চল্যকর, গুরুত্বপূর্ণ আসামি এবং সাজাপ্রাপ্ত এক বা একাধিক মামলায় দণ্ডপ্রাপ্তদের আদালতে হাজির করার সময় অবশ্যই কারা বিধি অনুযায়ী ডান্ডাবেড়ি পরানোর নির্দেশনা ছিল। ওই নির্দেশনা যেন কার্যকর করা হয় তার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হলো।
চিঠিতে আরো বলা হয়েছে, ডান্ডাবাড়ি পরানো থাকলে ছিনতাইয়ের মতো বা দুর্ধর্ষ আসামি পালিয়ে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হতো।
উল্লেখ্য, গত রোববার দুপুর সাড়ে ১২টায় জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন ওরফে দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা। তাদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এখন থেকে আসামি হিসেবে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্যদের ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগ পুলিশ কমিশনারের মাধ্যমে চিঠি পাঠিয়েছে।
ডিএমপি প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত রোববার আদালত চত্বর থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে এই চিঠি দেওয়া হয়েছে।’
চিঠিতে বলা হয়েছে, সন্ত্রাসী, জঙ্গি, চাঞ্চল্যকর সাজাপ্রাপ্ত বা একাধিক মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের আদালতে হাজির করার সময় ডান্ডাবেড়ি পরিয়ে যেন তাদের আদালতে হাজির করা হয়। ডান্ডাবাড়ি না পরানোর কারণে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটেছে। চিঠিতে এও বলা হয়েছে যে, জেলখানা থেকে সন্ত্রাসী, জঙ্গি, চাঞ্চল্যকর, গুরুত্বপূর্ণ আসামি এবং সাজাপ্রাপ্ত এক বা একাধিক মামলায় দণ্ডপ্রাপ্তদের আদালতে হাজির করার সময় অবশ্যই কারা বিধি অনুযায়ী ডান্ডাবেড়ি পরানোর নির্দেশনা ছিল। ওই নির্দেশনা যেন কার্যকর করা হয় তার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হলো।
চিঠিতে আরো বলা হয়েছে, ডান্ডাবাড়ি পরানো থাকলে ছিনতাইয়ের মতো বা দুর্ধর্ষ আসামি পালিয়ে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হতো।
উল্লেখ্য, গত রোববার দুপুর সাড়ে ১২টায় জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন ওরফে দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা। তাদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে