ঢামেক প্রতিবেদক

রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে একটি লেপ-তোশকের দোকানে আগুন লেগেছে। এ ঘটনায় আমিন উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর সোয়া ৪টার দিকে এলাকার মাক্কুশাহ মাজার সংলগ্ন একটি পাঁচতলা ভবনের নিচতলায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, ভোর ৪টা ১০ মিনিটে পাঁচতলা ভবনটির নিচতলায় লেপ-তোশকের দোকানে আগুন লাগে। খবর পেয়ে ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫টা ১২ মিনিটে আগুন নির্বাপণ করে। এর মধ্যে ওই ভবনের বিভিন্ন তলা থেকে ১৮ জনকে দগ্ধ ও অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া দ্বিতীয় তলা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
লেপ-তোশকের দোকানটির পাশে ‘রিয়েল উড’ নামে একটি ফার্নিচার দোকানে কর্মরত আমিন উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ফার্নিচারের দোকানটির মালিক আতিকুর রহমান জানান, তাঁর দোকানে দুজন ম্যানেজার ও একজন কর্মচারী রাতে ঘুমিয়েছিলেন। তাদের মধ্যে আমিন উদ্দিন নামে ওই বৃদ্ধ ম্যানেজার আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। অপর কর্মচারী ধোঁয়ায় সামান্য আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
আতিকুর রহমান আরও জানান, আমিন উদ্দিনের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। বর্তমানে ওই ফার্নিচার দোকানে থাকতেন তিনি। আনুমানিক তিন বছর ধরে ওই দোকানে ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন তিনি।

আগুনের বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন ঢাকা মেডিকেলের পুরোনো বার্ন ইউনিটের চিকিৎসাধীন রয়েছেন।


রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে একটি লেপ-তোশকের দোকানে আগুন লেগেছে। এ ঘটনায় আমিন উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর সোয়া ৪টার দিকে এলাকার মাক্কুশাহ মাজার সংলগ্ন একটি পাঁচতলা ভবনের নিচতলায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, ভোর ৪টা ১০ মিনিটে পাঁচতলা ভবনটির নিচতলায় লেপ-তোশকের দোকানে আগুন লাগে। খবর পেয়ে ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫টা ১২ মিনিটে আগুন নির্বাপণ করে। এর মধ্যে ওই ভবনের বিভিন্ন তলা থেকে ১৮ জনকে দগ্ধ ও অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া দ্বিতীয় তলা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
লেপ-তোশকের দোকানটির পাশে ‘রিয়েল উড’ নামে একটি ফার্নিচার দোকানে কর্মরত আমিন উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ফার্নিচারের দোকানটির মালিক আতিকুর রহমান জানান, তাঁর দোকানে দুজন ম্যানেজার ও একজন কর্মচারী রাতে ঘুমিয়েছিলেন। তাদের মধ্যে আমিন উদ্দিন নামে ওই বৃদ্ধ ম্যানেজার আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। অপর কর্মচারী ধোঁয়ায় সামান্য আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
আতিকুর রহমান আরও জানান, আমিন উদ্দিনের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। বর্তমানে ওই ফার্নিচার দোকানে থাকতেন তিনি। আনুমানিক তিন বছর ধরে ওই দোকানে ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন তিনি।

আগুনের বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন ঢাকা মেডিকেলের পুরোনো বার্ন ইউনিটের চিকিৎসাধীন রয়েছেন।


আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
৫ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১০ মিনিট আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
১৫ মিনিট আগে
ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে নিয়োগ পেয়েছেন। আজ বুধবার বিজিবির ১০৪ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে শপথ নেন তিনি।
১৯ মিনিট আগে