Ajker Patrika

শরীয়তপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্র নিহত

শরীয়তপুর প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় নিহত রোহান শেখ। ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় নিহত রোহান শেখ। ছবি: সংগৃহীত

শরীয়তপুর শহরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে রোহান শেখ (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে শরীয়তপুর-ঢাকা সড়কের ফায়ার সার্ভিসের জেলা কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রোহান শেখ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর বালুচড়া এলাকার বাসিন্দা। তার বাবা এ টি এম জাহিদ শরীয়তপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (সিভিল) ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) শরীয়তপুর জেলা শাখার সহসভাপতি এবং মা নাছরিন সুলতানা জেলার আঙ্গারিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে নিজের মোটরসাইকেল মেরামতের জন্য বাসা থেকে বের হয় রোহান। মেরামত শেষে বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল সে। ফায়ার সার্ভিসের জেলা কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা আরেকটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় রোহানের মোটরসাইকেলের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় রোহান। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা আগারগাঁও মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানেই রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রোহান। আজ সকাল ১০টায় শরীয়তপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শরীয়তপুর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

নিউজিল্যান্ডের কাছে বাজে হারের ‘বদলা’ নেবেই পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত