Ajker Patrika

ভূঞাপুরে লালন স্মরণোৎসব অনুষ্ঠিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ভূঞাপুরে লালন স্মরণোৎসব অনুষ্ঠিত

টাঙ্গাইলের ভূঞাপুরে মহাভাবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে লালন স্মরণোৎসব। গতকাল রোববার রাতে ভূঞাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভূঞাপুর সাধুর বাজার কর্তৃক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশ বরেণ্য সংগীত শিল্পীরা লালন ফকিরের গান পরিবেশন করেন। 

ভূঞাপুর সাধুর বাজারের মুখপাত্র সোহেল ক্ষ্যাপা বলেন, 'সত্য বল সুপথে চল ওরে আমার মন' এই স্লোগানকে সামনে রেখে ফকির লালন সাঁইজির হাজারো ভক্ত রয়েছে। আমরা সাঁইজির অন্যতম ভক্ত। সাঁইজির গানের মাধ্যমে আমরা তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। 

সাধুর বাজারের সভাপতি এস এম জসিম উদ্দিন বলেন, মনের মানুষের সন্ধান করা সেই মহাপুরুষ লালন সাঁইজির স্মরণে আজকের এই আয়োজন। আজ থেকে ২০০ বছর আগে তিনি মানুষের জয়গান করতেন। সারা পৃথিবীতে মানুষ ধর্ম নিয়ে রাজনীতি করে। মারামারি হানাহানি লেগেই আছে। লালন ফকির তখন তাঁর গানের ভাষায় বোঝাতে চেয়েছেন মানুষ ভোজলে সোনার মানুষ হবি, মানুষই সেরা। ধর্ম নিয়ে কোনো রাজনীতি চাই না, আমরা সাম্প্রদায়িক দাঙ্গা চাই না। আমরা লালন সাঁইজির আদর্শকে মাথায় নিয়ে মানুষের জয়গান করতে চাই। 

অনুষ্ঠানের উদ্বোধন করেন ফকির খালেক সাঁই। এস এম জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, ভূঞাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. মহিউদ্দিন, শাহিনুল ইসলাম তরফদার বাদল, মো. জলিল আকন্দ ও হাসান সরোয়ার লাভলু, সাংবাদিক শাহ আলম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত