নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবন্ধু ও সমসময়িক রাজনীতির বিভিন্ন দিক নিয়ে কানাডা প্রবাসী অ্যালভীন দীলিপ বাগচীর ‘বাংলার স্থপতি’ নামে প্রকাশিত ৬ খণ্ডের মোড়ক উন্মোচন করা হয়েছে।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাব বৃহত্তর ফরিদপুর সাংবাদিক ফোরাম ও ড. আম্বেদকর ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনেকেই লিখেছেন। কিন্তু দীলিপ বাগচী তাঁর বইটি খণ্ডে খণ্ডে লিখেছেন। একজন ব্যক্তিকে নিয়ে খণ্ড খণ্ড করে লেখা একটা বিরল ঘটনা মনে হচ্ছে। পর্যায়ক্রমে বিভিন্ন খণ্ডে লেখায় লেখকের আন্তরিকতা রয়েছে বিষয়টি প্রকাশ করে। বঙ্গবন্ধুর নানা বিষয় নিয়ে লেখা যায় এবং বঙ্গবন্ধুকে নানাদিক থেকেও দেখা যায়। বাংলার স্থপতি নামটিও যথার্থ হয়েছে।
তিনি আরও বলেন, একসময় বঙ্গবন্ধুকে মানুষের কাছে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা হয়েছে। এখন বঙ্গবন্ধুকে আর ভুলে যাওয়ার সুযোগ নাই। বঙ্গবন্ধু এখন বাঙালির অস্তিত্বে, মন ও মননে রয়েছেন। ‘বাংলার স্থপতি’ বইটিতে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে লেখক অনেক সাহসী উচ্চারণ করেছেন। তিনি অকপটে বিভিন্ন বিষয়ে তুলে ধরেছেন। আমি আশা করব বইটি বঙ্গবন্ধু কর্নারগুলোতে রাখা হবে। যাতে সবাই পড়তে পারে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, বঙ্গবন্ধু সব সময়ই শোষিত মানুষের পক্ষে ছিলেন। যখন এই পৃথিবীতে পুঁজিবাদ রাজত্ব করছিল ঠিক তখনো সংবিধানে বঙ্গবন্ধু সমাজতন্ত্র রাখার মতো উদ্যোগ নিয়েছেন। আমরা জানি বাংলাদেশের অধিকাংশ মানুষ ধর্মভীরু। বঙ্গবন্ধু সংবিধানে সমাজতন্ত্র জোর করে নয়, বরং মানুষের মন জয় করে সন্নিবেশিত করেছেন। ‘বাংলার স্থপতি’ বইটি বঙ্গবন্ধু চর্চা অব্যাহত রাখবে। এর মাধ্যমে আমাদের সন্তানরা বঙ্গবন্ধু নিয়ে আরও বেশি করে জানবে।
বইয়ের লেখক অ্যালভীন দীলিপ বাগচী বলেন, ‘আমি যা পাহাড় তাঁকে পাহাড় হিসেবেই দেখি। যেটা ভালো বা মন্দ আমি আমার লেখায় সেটাই বলি। সেখানে কে বিরাগভাজন হয় আমি তা ভেবে দেখি না।’

বঙ্গবন্ধু ও সমসময়িক রাজনীতির বিভিন্ন দিক নিয়ে কানাডা প্রবাসী অ্যালভীন দীলিপ বাগচীর ‘বাংলার স্থপতি’ নামে প্রকাশিত ৬ খণ্ডের মোড়ক উন্মোচন করা হয়েছে।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাব বৃহত্তর ফরিদপুর সাংবাদিক ফোরাম ও ড. আম্বেদকর ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনেকেই লিখেছেন। কিন্তু দীলিপ বাগচী তাঁর বইটি খণ্ডে খণ্ডে লিখেছেন। একজন ব্যক্তিকে নিয়ে খণ্ড খণ্ড করে লেখা একটা বিরল ঘটনা মনে হচ্ছে। পর্যায়ক্রমে বিভিন্ন খণ্ডে লেখায় লেখকের আন্তরিকতা রয়েছে বিষয়টি প্রকাশ করে। বঙ্গবন্ধুর নানা বিষয় নিয়ে লেখা যায় এবং বঙ্গবন্ধুকে নানাদিক থেকেও দেখা যায়। বাংলার স্থপতি নামটিও যথার্থ হয়েছে।
তিনি আরও বলেন, একসময় বঙ্গবন্ধুকে মানুষের কাছে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা হয়েছে। এখন বঙ্গবন্ধুকে আর ভুলে যাওয়ার সুযোগ নাই। বঙ্গবন্ধু এখন বাঙালির অস্তিত্বে, মন ও মননে রয়েছেন। ‘বাংলার স্থপতি’ বইটিতে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে লেখক অনেক সাহসী উচ্চারণ করেছেন। তিনি অকপটে বিভিন্ন বিষয়ে তুলে ধরেছেন। আমি আশা করব বইটি বঙ্গবন্ধু কর্নারগুলোতে রাখা হবে। যাতে সবাই পড়তে পারে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, বঙ্গবন্ধু সব সময়ই শোষিত মানুষের পক্ষে ছিলেন। যখন এই পৃথিবীতে পুঁজিবাদ রাজত্ব করছিল ঠিক তখনো সংবিধানে বঙ্গবন্ধু সমাজতন্ত্র রাখার মতো উদ্যোগ নিয়েছেন। আমরা জানি বাংলাদেশের অধিকাংশ মানুষ ধর্মভীরু। বঙ্গবন্ধু সংবিধানে সমাজতন্ত্র জোর করে নয়, বরং মানুষের মন জয় করে সন্নিবেশিত করেছেন। ‘বাংলার স্থপতি’ বইটি বঙ্গবন্ধু চর্চা অব্যাহত রাখবে। এর মাধ্যমে আমাদের সন্তানরা বঙ্গবন্ধু নিয়ে আরও বেশি করে জানবে।
বইয়ের লেখক অ্যালভীন দীলিপ বাগচী বলেন, ‘আমি যা পাহাড় তাঁকে পাহাড় হিসেবেই দেখি। যেটা ভালো বা মন্দ আমি আমার লেখায় সেটাই বলি। সেখানে কে বিরাগভাজন হয় আমি তা ভেবে দেখি না।’

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৭টিতেই প্রধান শিক্ষক নেই। এ ছাড়া সহকারী শিক্ষকের ৭৪টি এবং দপ্তরি কাম নৈশপ্রহরীর ২৪টি পদও শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
৪১ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে মিজানুর রহমান ওরফে কানা মিজান (৩৬) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত যুবক আন্তজেলা ডাকাত দলের সদস্য ও তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৯ ঘণ্টা আগে