ঢাবি প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ ও আন্দোলনরত শিক্ষক-ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। রোববার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশ এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, তাঁরা বিগত সময়েও দাঁড়িয়েছেন, এখনো দাঁড়িয়েছেন। প্রয়োজনে সামনে আবারও মানববন্ধনে দাঁড়াবেন। আন্দোলন চলাকালীন তাঁরা বিচারের দাবি লিখিত বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অরুণিমা তাহসিন বলেন, ‘গোপালগঞ্জের সাম্প্রতিক গণধর্ষণের ঘটনার প্রতিবাদ ও গোপালগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা জানি যে ৬ জন গ্রেপ্তার হয়েছে। তারপরও আমরা দাঁড়িয়েছি। গ্রেপ্তার হলেই ধর্ষণ কমে যায় না, বিচারহীনতার সংস্কৃতিও পরিবর্তন হয় না। আমরা এই বিচারহীনতার সংস্কৃতির শেষ দেখতে চাই।’
সামসুন্নাহার হলের সাবেক ভিপি তাসনিম আফরোজ ইমি বলেন, ‘আমরা সব সময় দেখি ঘটনা যেমনই হোক আন্দোলনে নামলে ছাত্রছাত্রীদের ওপর হামলা করা হয়। এই ধরনের ঘটনা আমরা জাহাঙ্গীরনগরে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, সাস্টে দেখেছি এখন গোপালগঞ্জেও দেখছি। অহিংস শান্তিপূর্ণ দাবি জানানোর সময় এভাবে হামলা হওয়া কখনো কাম্য নয়। এই হামলা করার সংস্কৃতি যাতে বন্ধ হয় তার দাবিতে আজকের আমাদের এই মানববন্ধন।’
টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মৌ রামিম খান বলেন, ‘ধর্ষণ একটা জঘন্য অপরাধ। আমরা ধর্ষণের পরে দাঁড়াই। অথচ ধর্ষণ যাতে না হয় তার জন্য আগে থেকেই আমাদের দাঁড়ানো প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘আমরা দেখতে পাই মাত্র ৩% ধর্ষণের বিচার হয়। দেখা যায় ধর্ষণের পর হত্যা হলে সেগুলোর শুধু বিচার হয়। ধর্ষণের পর হত্যা হলে তারপর আমরা বিচার পাব, এ রকমটা কেন হবে? আমাদের দাবি সকল ধরনের অন্যায়ের প্রতিবাদ করতে হবে এবং এগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ ও আন্দোলনরত শিক্ষক-ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। রোববার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশ এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, তাঁরা বিগত সময়েও দাঁড়িয়েছেন, এখনো দাঁড়িয়েছেন। প্রয়োজনে সামনে আবারও মানববন্ধনে দাঁড়াবেন। আন্দোলন চলাকালীন তাঁরা বিচারের দাবি লিখিত বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অরুণিমা তাহসিন বলেন, ‘গোপালগঞ্জের সাম্প্রতিক গণধর্ষণের ঘটনার প্রতিবাদ ও গোপালগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা জানি যে ৬ জন গ্রেপ্তার হয়েছে। তারপরও আমরা দাঁড়িয়েছি। গ্রেপ্তার হলেই ধর্ষণ কমে যায় না, বিচারহীনতার সংস্কৃতিও পরিবর্তন হয় না। আমরা এই বিচারহীনতার সংস্কৃতির শেষ দেখতে চাই।’
সামসুন্নাহার হলের সাবেক ভিপি তাসনিম আফরোজ ইমি বলেন, ‘আমরা সব সময় দেখি ঘটনা যেমনই হোক আন্দোলনে নামলে ছাত্রছাত্রীদের ওপর হামলা করা হয়। এই ধরনের ঘটনা আমরা জাহাঙ্গীরনগরে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, সাস্টে দেখেছি এখন গোপালগঞ্জেও দেখছি। অহিংস শান্তিপূর্ণ দাবি জানানোর সময় এভাবে হামলা হওয়া কখনো কাম্য নয়। এই হামলা করার সংস্কৃতি যাতে বন্ধ হয় তার দাবিতে আজকের আমাদের এই মানববন্ধন।’
টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মৌ রামিম খান বলেন, ‘ধর্ষণ একটা জঘন্য অপরাধ। আমরা ধর্ষণের পরে দাঁড়াই। অথচ ধর্ষণ যাতে না হয় তার জন্য আগে থেকেই আমাদের দাঁড়ানো প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘আমরা দেখতে পাই মাত্র ৩% ধর্ষণের বিচার হয়। দেখা যায় ধর্ষণের পর হত্যা হলে সেগুলোর শুধু বিচার হয়। ধর্ষণের পর হত্যা হলে তারপর আমরা বিচার পাব, এ রকমটা কেন হবে? আমাদের দাবি সকল ধরনের অন্যায়ের প্রতিবাদ করতে হবে এবং এগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।’

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
২ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৮ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৯ ঘণ্টা আগে