উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ লাখ ৩০ হাজার ৫০০ মার্কিন ডলারসহ দুই বিদেশগামী যাত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃত দুই যাত্রী হলেন—মাহমুদা ফিরোজ ও মেহেমেট রেমজি।
বিমানবন্দরের বোর্ডিং গেট ৭ ও ১০ থেকে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ও রাত সাড়ে ৯টায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার (ডিসি) মো. সানোয়ারুল কবির আজ বৃহস্পতিবার সকালে বলেন, ‘এমিরেটস এবং টার্কিশ এয়ারলাইনসের দুটি ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রস্থানকালে ২ লাখ ৩০ হাজার ৫০০ ইউএস ডলারসহ তুর্কি পাসপোর্টধারী একজনসহ দুজন যাত্রীকে অ্যাভিয়েশন সিকিউরিটির (অ্যাভসেক) সহযোগিতায় আটক করা হয়েছে।’
সানোয়ারুল কবির বলেন, ‘এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৭ ফ্লাইটের যাত্রী মাহমুদা ফিরোজকে বোর্ডিং গেট থেকে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৩০ হাজার ৫০০ ইউএস ডলার জব্দ করা হয়।’
এই কাস্টমস কর্মকর্তা বলেন, ‘অপর আরেক অভিযানে তুর্কি পাসপোর্টধারী টার্কিস এয়ারলাইনসের টিকে ৭১৩ ফ্লাইটের যাত্রী মেহেমেট রেমযিকে ওই দিন রাত সাড়ে ৯টায় বিমানবন্দরের বোর্ডিং গেট ১০ থেকে ১ লাখ ২০ হাজার ইউএস ডলারসহ আটক করা হয়েছে। পরে তাঁর দেহ তল্লাশি করে আরও ৮০ হাজার ইউএস ডলার জব্দ করা হয়।’
ডিসি সানোয়ারুল কবির বলেন, ‘আটক হওয়া দুই যাত্রী কোনো প্রকার বৈধ ঘোষণা ছাড়া এসব বৈদেশিক মুদ্রা নিয়ে দেশ ত্যাগ করার চেষ্টা করছিলেন। তাই তাঁদের বিমানবন্দর থানায় সোপর্দ করে পৃথক ঘটনায় দুটি ফৌজদারি মামলা করা হয়েছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে কাস্টমস আইনেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সঙ্গে জব্দকৃত এসব ইউএস ডলার কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে।’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ লাখ ৩০ হাজার ৫০০ মার্কিন ডলারসহ দুই বিদেশগামী যাত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃত দুই যাত্রী হলেন—মাহমুদা ফিরোজ ও মেহেমেট রেমজি।
বিমানবন্দরের বোর্ডিং গেট ৭ ও ১০ থেকে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ও রাত সাড়ে ৯টায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার (ডিসি) মো. সানোয়ারুল কবির আজ বৃহস্পতিবার সকালে বলেন, ‘এমিরেটস এবং টার্কিশ এয়ারলাইনসের দুটি ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রস্থানকালে ২ লাখ ৩০ হাজার ৫০০ ইউএস ডলারসহ তুর্কি পাসপোর্টধারী একজনসহ দুজন যাত্রীকে অ্যাভিয়েশন সিকিউরিটির (অ্যাভসেক) সহযোগিতায় আটক করা হয়েছে।’
সানোয়ারুল কবির বলেন, ‘এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৭ ফ্লাইটের যাত্রী মাহমুদা ফিরোজকে বোর্ডিং গেট থেকে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৩০ হাজার ৫০০ ইউএস ডলার জব্দ করা হয়।’
এই কাস্টমস কর্মকর্তা বলেন, ‘অপর আরেক অভিযানে তুর্কি পাসপোর্টধারী টার্কিস এয়ারলাইনসের টিকে ৭১৩ ফ্লাইটের যাত্রী মেহেমেট রেমযিকে ওই দিন রাত সাড়ে ৯টায় বিমানবন্দরের বোর্ডিং গেট ১০ থেকে ১ লাখ ২০ হাজার ইউএস ডলারসহ আটক করা হয়েছে। পরে তাঁর দেহ তল্লাশি করে আরও ৮০ হাজার ইউএস ডলার জব্দ করা হয়।’
ডিসি সানোয়ারুল কবির বলেন, ‘আটক হওয়া দুই যাত্রী কোনো প্রকার বৈধ ঘোষণা ছাড়া এসব বৈদেশিক মুদ্রা নিয়ে দেশ ত্যাগ করার চেষ্টা করছিলেন। তাই তাঁদের বিমানবন্দর থানায় সোপর্দ করে পৃথক ঘটনায় দুটি ফৌজদারি মামলা করা হয়েছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে কাস্টমস আইনেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সঙ্গে জব্দকৃত এসব ইউএস ডলার কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে।’

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
৯ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
১০ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
১৩ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে