গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

‘সংসদে ৬২ জনকে যদি মোর্চার সুযোগ দেওয়া হয়, তাহলে বিরোধী দলের ১১ জনের চেয়ে ভালো ভূমিকা রাখতে পারব’, এমন মন্তব্য করেছেন ফরিদপুর-৩ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদ।
আজ সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
সংসদ সদস্য এ কে আজাদ বলেন, ‘এই প্রথম ৬২টি আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। আর জাতীয় পার্টি পেয়েছে মাত্র ১১টি। আমরা সবাই আওয়ামী লীগেরই বিভিন্ন শাখার দায়িত্বে আছি। দল থেকে (আওয়ামী লীগ) যখন আহ্বান করা হয়েছে, আওয়ামী লীগের লোক স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে দলের কোনো আপত্তি থাকবে না। সেই আহ্বানে আমরা স্বতন্ত্র প্রার্থী হয়েছি।
‘আমাদের (স্বতন্ত্র) ৬২ জনকে যেন একটা মোর্চা করার সুযোগ দেওয়া হয়, আমরা সবাই মিলে স্পিকারের কাছে সেই আহ্বান করব। আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করব, উন্নয়ন ও ঘাটতি তুলে ধরব। আমি মনে করি, বিরোধী দলের যে ১১ জন আছেন, তাঁদের চেয়ে সংসদে ভালো ভূমিকা রাখতে পারব।’
তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, শোষণহীন সমাজ ও সোনার বাংলা প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধীরে ধীরে জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন। সর্বোপরি বাংলাদেশ এখন আর দরিদ্র দেশ নাই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’
আজাদ বলেন, ‘ফরিদপুর-৩ আসনের মানুষের কাছে আমার প্রতিশ্রুতি হচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি করা। যেসব বেকার যুবক ছেলে-মেয়ে আছে, তাদের কর্মসংস্থান বাড়ানো। পাশাপাশি যেসব চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস আছে, সেগুলো থেকে ফরিদপুরবাসীকে রেহাই দেওয়া। পাশাপাশি আমি শিক্ষাঙ্গনে যাতে শিক্ষার মান বৃদ্ধি করা যায়, সে ব্যাপারে প্রচেষ্টা নেব।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী আমি ফরিদপুরে একটা শিল্পপার্ক গড়ে তুলব। ভোলার থেকে আমাদের যে গ্যাস আসবে, সেটা পাইপলাইনের মাধ্যমে ঢাকা সরবরাহ করা সম্ভব নয়। সে কারণে এলপিজির মাধ্যমে ফরিদপুরে আমরা গ্যাস নিয়ে আসব। তাতে করে এখানে শিল্প-কলকারখানা গড়ে উঠবে। এই ২১টি জেলার মানুষের চাকরির জন্য আর ঢাকা যেতে হবে না। ছেলে-মেয়েরা পাস করার পর ফরিদপুরেই চাকরি পাবে।’
এর আগে বেলা ৩টায় নবনির্বাচিত সংসদ সদস্য এ কে আজাদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে ১৫ আগস্ট ও মহান মুক্তিযুদ্ধের শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।
এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন, হা-মীম গ্রুপের পরিচালক বেলাল হোসেনসহ আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

‘সংসদে ৬২ জনকে যদি মোর্চার সুযোগ দেওয়া হয়, তাহলে বিরোধী দলের ১১ জনের চেয়ে ভালো ভূমিকা রাখতে পারব’, এমন মন্তব্য করেছেন ফরিদপুর-৩ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদ।
আজ সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
সংসদ সদস্য এ কে আজাদ বলেন, ‘এই প্রথম ৬২টি আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। আর জাতীয় পার্টি পেয়েছে মাত্র ১১টি। আমরা সবাই আওয়ামী লীগেরই বিভিন্ন শাখার দায়িত্বে আছি। দল থেকে (আওয়ামী লীগ) যখন আহ্বান করা হয়েছে, আওয়ামী লীগের লোক স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে দলের কোনো আপত্তি থাকবে না। সেই আহ্বানে আমরা স্বতন্ত্র প্রার্থী হয়েছি।
‘আমাদের (স্বতন্ত্র) ৬২ জনকে যেন একটা মোর্চা করার সুযোগ দেওয়া হয়, আমরা সবাই মিলে স্পিকারের কাছে সেই আহ্বান করব। আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করব, উন্নয়ন ও ঘাটতি তুলে ধরব। আমি মনে করি, বিরোধী দলের যে ১১ জন আছেন, তাঁদের চেয়ে সংসদে ভালো ভূমিকা রাখতে পারব।’
তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, শোষণহীন সমাজ ও সোনার বাংলা প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধীরে ধীরে জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন। সর্বোপরি বাংলাদেশ এখন আর দরিদ্র দেশ নাই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’
আজাদ বলেন, ‘ফরিদপুর-৩ আসনের মানুষের কাছে আমার প্রতিশ্রুতি হচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি করা। যেসব বেকার যুবক ছেলে-মেয়ে আছে, তাদের কর্মসংস্থান বাড়ানো। পাশাপাশি যেসব চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস আছে, সেগুলো থেকে ফরিদপুরবাসীকে রেহাই দেওয়া। পাশাপাশি আমি শিক্ষাঙ্গনে যাতে শিক্ষার মান বৃদ্ধি করা যায়, সে ব্যাপারে প্রচেষ্টা নেব।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী আমি ফরিদপুরে একটা শিল্পপার্ক গড়ে তুলব। ভোলার থেকে আমাদের যে গ্যাস আসবে, সেটা পাইপলাইনের মাধ্যমে ঢাকা সরবরাহ করা সম্ভব নয়। সে কারণে এলপিজির মাধ্যমে ফরিদপুরে আমরা গ্যাস নিয়ে আসব। তাতে করে এখানে শিল্প-কলকারখানা গড়ে উঠবে। এই ২১টি জেলার মানুষের চাকরির জন্য আর ঢাকা যেতে হবে না। ছেলে-মেয়েরা পাস করার পর ফরিদপুরেই চাকরি পাবে।’
এর আগে বেলা ৩টায় নবনির্বাচিত সংসদ সদস্য এ কে আজাদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে ১৫ আগস্ট ও মহান মুক্তিযুদ্ধের শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।
এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন, হা-মীম গ্রুপের পরিচালক বেলাল হোসেনসহ আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১৪ মিনিট আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে