নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কার দাবিতে ও ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা। তাঁরা বলেছেন, গত ৩০ জুন ৪৪তম বিসিএসের যে ফলাফল প্রকাশ করা হয়েছে, তা ‘প্রহসনমূলক’।
আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পিএসসি সংস্কার আন্দোলনের ব্যানারে সমাবেশ করেন চাকরিপ্রত্যাশীরা।
সমাবেশ শেষে সেখান থেকে তাঁরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় তাঁদের ‘পিএসসির কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সংস্কার সংস্কার, পিএসসি সংস্কার’, ‘ইন্টেরিম না রাজপথ, রাজপথ রাজপথ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
একপর্যায়ে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের খবর সংবাদমাধ্যমে এলেও সরকার এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
এসব পরীক্ষার ফলাফলের সঙ্গে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরসহ পূর্ণাঙ্গ ফল প্রকাশের দাবি জানান তাঁরা।

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলকে ‘প্রহসনমূলক’ উল্লেখ করে এর পরীক্ষার্থী রাশেদ রাজ বলেন, ‘গত ৩০ জুন গভীর রাতে যে ফলাফল প্রকাশ করা হয়, তা আমাদের সঙ্গে রাষ্ট্রীয় প্রতারণার শামিল। আমরা এই প্রহসনমূলক ফলাফল ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’
পিএসসি সংস্কার আন্দোলনের মুখপাত্র বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল যখন সংস্কারের কথা বলছে, তখন সরকারি চাকরির ব্যবস্থায় সংস্কার জরুরি নয়? যে রাজনৈতিক দল তরুণদের অধিকার নিয়ে উদাসীন থাকবে, তারা আগামী জাতীয় নির্বাচনে তরুণদের প্রত্যাখ্যানের মুখে পড়বে।’
দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারীরা।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কার দাবিতে ও ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা। তাঁরা বলেছেন, গত ৩০ জুন ৪৪তম বিসিএসের যে ফলাফল প্রকাশ করা হয়েছে, তা ‘প্রহসনমূলক’।
আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পিএসসি সংস্কার আন্দোলনের ব্যানারে সমাবেশ করেন চাকরিপ্রত্যাশীরা।
সমাবেশ শেষে সেখান থেকে তাঁরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় তাঁদের ‘পিএসসির কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সংস্কার সংস্কার, পিএসসি সংস্কার’, ‘ইন্টেরিম না রাজপথ, রাজপথ রাজপথ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
একপর্যায়ে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের খবর সংবাদমাধ্যমে এলেও সরকার এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
এসব পরীক্ষার ফলাফলের সঙ্গে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরসহ পূর্ণাঙ্গ ফল প্রকাশের দাবি জানান তাঁরা।

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলকে ‘প্রহসনমূলক’ উল্লেখ করে এর পরীক্ষার্থী রাশেদ রাজ বলেন, ‘গত ৩০ জুন গভীর রাতে যে ফলাফল প্রকাশ করা হয়, তা আমাদের সঙ্গে রাষ্ট্রীয় প্রতারণার শামিল। আমরা এই প্রহসনমূলক ফলাফল ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’
পিএসসি সংস্কার আন্দোলনের মুখপাত্র বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল যখন সংস্কারের কথা বলছে, তখন সরকারি চাকরির ব্যবস্থায় সংস্কার জরুরি নয়? যে রাজনৈতিক দল তরুণদের অধিকার নিয়ে উদাসীন থাকবে, তারা আগামী জাতীয় নির্বাচনে তরুণদের প্রত্যাখ্যানের মুখে পড়বে।’
দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারীরা।

মুন্সিগঞ্জের গজারিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে শাহ শের আলী গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৫ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
১ ঘণ্টা আগে
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকার
১ ঘণ্টা আগে
রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে