শরীয়তপুর প্রতিনিধি

ফকির লালন সাঁইয়ের গানের আদলে দুটি লাইন ফেসবুকে পোস্ট করায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে আটক হয়েছিলেন স্বর্ণকার সঞ্জয় রক্ষিত (৪০)। পরে মুচলেকা দিয়ে আদালত থেকে ছাড়া পেয়েছেন তিনি। এবার নিরাপত্তার স্বার্থে তাঁর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার জেল থেকে ছাড়া পাওয়ার পর অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সেখানে নিরাপত্তা জোরদার করেছে বলে জানিয়েছেন ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মণ্ডল।
সঞ্জয় রক্ষিত শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার এলাকার হরি নারায়ণ রক্ষিতের ছেলে। উপজেলার সাজনপুর বাজারে সঞ্জয় রক্ষিতের স্বর্ণালংকারের ব্যবসা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাউল সাধক লালন ফকিরের ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ শিরোনামের গানের দুটি পঙ্ক্তির আদলে নিজের মতো করে সঞ্জয় রক্ষিত ফেসবুকে লিখেছিলেন, ‘সুন্নতে খাতনা দিলে যদি হয় মুসলমান, তাহলে নারী জাতির কি হয় বিধান।’ যদিও লালনের গানের লাইন দুটিতে আছে ‘সুন্নত দিলে হয় মুসলমান/নারী লোকের কি হয় বিধান।’ এ ছাড়া ওই লাইন দুটি যে লালনের তা সঞ্জয় রক্ষিত তাঁর লেখায় উল্লেখ করেননি।
এতে অনেকে ধরে নিয়েছেন সঞ্জয় রক্ষিত শুধু ইসলাম ধর্মকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে ফেসবুকে এই পোস্ট করেছেন।
এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে গত রোববার পুলিশ সঞ্জয় রক্ষিতকে আটক করে জেলহাজতে পাঠায়। পরদিন সোমবার মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পান তিনি। শরীয়তপুরের ভেদরগঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাকিব হোসেন তাঁকে জামিন দেন।
গতকাল জেল থেকে ছাড়া পেয়ে নিজ এলাকায় ফেরেন সঞ্জয় রক্ষিত। এর পর থেকেই অপ্রীতিকর ঘটনা এড়াতে তাঁর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পুলিশের ১৬ সদস্যের একটি টিম মোতায়েন করা হয়েছে।
শরীয়তপুর জেলা কোর্ট পরিদর্শক আলমগীর হোসেন বলেন, ফৌজদারি কার্যবিধির ৫৪ (১)-এর ধারায় সঞ্জয় রক্ষিতকে আটক করে আদালতে পাঠানো হয়।
ভবিষ্যতে তিনি এমন কাজ করবেন না যাতে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়—এ মর্মে আদালতে ৫০ টাকার অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। পরে তাঁকে জমিন দেওয়া হয়। আর এ ঘটনায় কোনো মামলা হয়নি।
পুলিশ মোতায়েন প্রসঙ্গে ভেদরগঞ্জ থানার ওসি মিন্টু মণ্ডল বলেন, তাঁর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় ১৬ সদস্যদের পুলিশের একটি টিম মোতায়েন করা হয়েছে।
পুলিশ কত দিন মোতায়েন থাকবে জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘আমাদের যত দিন মনে হবে পুলিশ মোতায়েন দরকার তত দিনই থাকবে।’

ফকির লালন সাঁইয়ের গানের আদলে দুটি লাইন ফেসবুকে পোস্ট করায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে আটক হয়েছিলেন স্বর্ণকার সঞ্জয় রক্ষিত (৪০)। পরে মুচলেকা দিয়ে আদালত থেকে ছাড়া পেয়েছেন তিনি। এবার নিরাপত্তার স্বার্থে তাঁর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার জেল থেকে ছাড়া পাওয়ার পর অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সেখানে নিরাপত্তা জোরদার করেছে বলে জানিয়েছেন ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মণ্ডল।
সঞ্জয় রক্ষিত শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার এলাকার হরি নারায়ণ রক্ষিতের ছেলে। উপজেলার সাজনপুর বাজারে সঞ্জয় রক্ষিতের স্বর্ণালংকারের ব্যবসা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাউল সাধক লালন ফকিরের ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ শিরোনামের গানের দুটি পঙ্ক্তির আদলে নিজের মতো করে সঞ্জয় রক্ষিত ফেসবুকে লিখেছিলেন, ‘সুন্নতে খাতনা দিলে যদি হয় মুসলমান, তাহলে নারী জাতির কি হয় বিধান।’ যদিও লালনের গানের লাইন দুটিতে আছে ‘সুন্নত দিলে হয় মুসলমান/নারী লোকের কি হয় বিধান।’ এ ছাড়া ওই লাইন দুটি যে লালনের তা সঞ্জয় রক্ষিত তাঁর লেখায় উল্লেখ করেননি।
এতে অনেকে ধরে নিয়েছেন সঞ্জয় রক্ষিত শুধু ইসলাম ধর্মকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে ফেসবুকে এই পোস্ট করেছেন।
এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে গত রোববার পুলিশ সঞ্জয় রক্ষিতকে আটক করে জেলহাজতে পাঠায়। পরদিন সোমবার মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পান তিনি। শরীয়তপুরের ভেদরগঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাকিব হোসেন তাঁকে জামিন দেন।
গতকাল জেল থেকে ছাড়া পেয়ে নিজ এলাকায় ফেরেন সঞ্জয় রক্ষিত। এর পর থেকেই অপ্রীতিকর ঘটনা এড়াতে তাঁর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পুলিশের ১৬ সদস্যের একটি টিম মোতায়েন করা হয়েছে।
শরীয়তপুর জেলা কোর্ট পরিদর্শক আলমগীর হোসেন বলেন, ফৌজদারি কার্যবিধির ৫৪ (১)-এর ধারায় সঞ্জয় রক্ষিতকে আটক করে আদালতে পাঠানো হয়।
ভবিষ্যতে তিনি এমন কাজ করবেন না যাতে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়—এ মর্মে আদালতে ৫০ টাকার অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। পরে তাঁকে জমিন দেওয়া হয়। আর এ ঘটনায় কোনো মামলা হয়নি।
পুলিশ মোতায়েন প্রসঙ্গে ভেদরগঞ্জ থানার ওসি মিন্টু মণ্ডল বলেন, তাঁর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় ১৬ সদস্যদের পুলিশের একটি টিম মোতায়েন করা হয়েছে।
পুলিশ কত দিন মোতায়েন থাকবে জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘আমাদের যত দিন মনে হবে পুলিশ মোতায়েন দরকার তত দিনই থাকবে।’

খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
৩২ মিনিট আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৩৫ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
১ ঘণ্টা আগে