জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী অংকন বিশ্বাসের স্মৃতিতে ক্যাম্পাসে দুটি স্থায়ী ফলক নির্মাণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে ‘নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে এ দাবি জানান। সংবাদ সম্মেলন শেষে উপাচার্যের কাছে একটি স্মারকলিপিও দিয়েছেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থী ইভান তাওসিফ বলেন, ‘এসব অপমৃত্যু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। নানা সময়ে আমাদের অনেক শিক্ষার্থী বিভিন্ন নিপীড়নের স্বীকার হয়েছে, কিন্তু এসবের বিচার হয় নাই। উল্টো দীর্ঘসূত্রতা তৈরি করেছে।’
তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসের প্রায় ৯০ ভাগ শিক্ষার্থী মনে করে অভিযোগ-আন্দোলন করে কাজ হবে না। আমরা চাই শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে একটা সুস্থ সম্পর্ক হোক। এ কারণে আন্দোলন গড়ে তোলা। উপাচার্য মহোদয় মুখে আশ্বাস দিয়েছেন, কিন্তু আমরা লিখিত আকারে বাস্তবায়ন চাই।’
শাহ সোবহান সাকিব নামে অপর এক আন্দোলনরত শিক্ষার্থী বলেন, ‘এর আগে অংকন বিশ্বাসকে একই নিয়তি ভোগ করতে হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি করছি, অংকনের অপমৃত্যুতে বিশ্ববিদ্যালয়কে বাদী হয়ে মামলা করতে হবে। এটা হবে যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের প্রথম কাজ। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সেল সম্পর্কে অবহিত করা।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা এই সেল সম্পর্কে জানে না, আর এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি। এটা যে টেকনিক্যাল মার্ডার, অংকন ও অবন্তিকা আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিয়েছে। বর্তমান যৌন নিপীড়ন সেল স্বাধীনভাবে কাজ করতে ব্যর্থ। এমতাবস্থায় নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি স্বাধীন, শিক্ষার্থীবান্ধব এবং প্রাথমিক পর্যায়ে যৌন ও সব ধরনের নিপীড়নবিরোধী সেল সক্রিয় ও কার্যকর করার দাবি জানাচ্ছি।’
উপাচার্যের কাছে দেওয়া স্মারকলিপিতে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেছেন—অবন্তিকা হত্যার সমস্ত প্রমাণ আমলে নিয়ে দ্রুত বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের বিশ্ববিদ্যালয় আইনে এবং রাষ্ট্রীয় আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, দ্রুততম সময়ে সম্পূর্ণ প্রভাবমুক্ত যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ে ভয়মুক্ত গণতান্ত্রিক পরিবেশ নির্মাণ করতে হবে। অংকন বিশ্বাসসহ পূর্বে দায়েরকৃত সব অভিযোগের দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। পূর্বের প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে গ্রহণযোগ্য তদন্ত করতে হবে এবং দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। ফাইরুজ অবন্তিকা ও অংকন বিশ্বাসের স্মৃতিতে ক্যাম্পাসে দুটি স্মৃতিফলক নির্মাণ করতে হবে।’
এদিকে আগামীকাল বৃহস্পতিবার বিবিএ ভবনে অবন্তিকা ও কলা ভবনে অংকন বিশ্বাসের গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী অংকন বিশ্বাসের স্মৃতিতে ক্যাম্পাসে দুটি স্থায়ী ফলক নির্মাণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে ‘নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে এ দাবি জানান। সংবাদ সম্মেলন শেষে উপাচার্যের কাছে একটি স্মারকলিপিও দিয়েছেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থী ইভান তাওসিফ বলেন, ‘এসব অপমৃত্যু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। নানা সময়ে আমাদের অনেক শিক্ষার্থী বিভিন্ন নিপীড়নের স্বীকার হয়েছে, কিন্তু এসবের বিচার হয় নাই। উল্টো দীর্ঘসূত্রতা তৈরি করেছে।’
তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসের প্রায় ৯০ ভাগ শিক্ষার্থী মনে করে অভিযোগ-আন্দোলন করে কাজ হবে না। আমরা চাই শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে একটা সুস্থ সম্পর্ক হোক। এ কারণে আন্দোলন গড়ে তোলা। উপাচার্য মহোদয় মুখে আশ্বাস দিয়েছেন, কিন্তু আমরা লিখিত আকারে বাস্তবায়ন চাই।’
শাহ সোবহান সাকিব নামে অপর এক আন্দোলনরত শিক্ষার্থী বলেন, ‘এর আগে অংকন বিশ্বাসকে একই নিয়তি ভোগ করতে হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি করছি, অংকনের অপমৃত্যুতে বিশ্ববিদ্যালয়কে বাদী হয়ে মামলা করতে হবে। এটা হবে যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের প্রথম কাজ। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সেল সম্পর্কে অবহিত করা।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা এই সেল সম্পর্কে জানে না, আর এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি। এটা যে টেকনিক্যাল মার্ডার, অংকন ও অবন্তিকা আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিয়েছে। বর্তমান যৌন নিপীড়ন সেল স্বাধীনভাবে কাজ করতে ব্যর্থ। এমতাবস্থায় নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি স্বাধীন, শিক্ষার্থীবান্ধব এবং প্রাথমিক পর্যায়ে যৌন ও সব ধরনের নিপীড়নবিরোধী সেল সক্রিয় ও কার্যকর করার দাবি জানাচ্ছি।’
উপাচার্যের কাছে দেওয়া স্মারকলিপিতে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেছেন—অবন্তিকা হত্যার সমস্ত প্রমাণ আমলে নিয়ে দ্রুত বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের বিশ্ববিদ্যালয় আইনে এবং রাষ্ট্রীয় আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, দ্রুততম সময়ে সম্পূর্ণ প্রভাবমুক্ত যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ে ভয়মুক্ত গণতান্ত্রিক পরিবেশ নির্মাণ করতে হবে। অংকন বিশ্বাসসহ পূর্বে দায়েরকৃত সব অভিযোগের দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। পূর্বের প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে গ্রহণযোগ্য তদন্ত করতে হবে এবং দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। ফাইরুজ অবন্তিকা ও অংকন বিশ্বাসের স্মৃতিতে ক্যাম্পাসে দুটি স্মৃতিফলক নির্মাণ করতে হবে।’
এদিকে আগামীকাল বৃহস্পতিবার বিবিএ ভবনে অবন্তিকা ও কলা ভবনে অংকন বিশ্বাসের গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
৩৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
৪৩ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে