ঢাবি প্রতিনিধি

রাজধানীর চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে আজ বুধবার বিকেলে পরপর বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় আশপাশে থাকা পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিউমার্কেট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে রেখেছে।
ধারণা করা হচ্ছে, নিউমার্কেটের ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করে দোকান খোলা রাখার ঘোষণা দেওয়ার কারণে শিক্ষার্থীরা ফের রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে। এর আগে শিক্ষার্থীরা জানিয়েছিল, ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত নিউমার্কেটের দোকান খোলা যাবে না।
এদিকে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের ঘোষণার কিছুক্ষণ পর গাউছিয়া মার্কেট, চন্দ্রিমা মার্কেটের কিছু দোকান খোলা শুরু করেছে। কিন্তু হঠাৎ ককটেল বিস্ফোরণ হলে ফের দোকান বন্ধ করে দেওয়া হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, মার্কেট খোলার পর যখন ক্রেতা আসতে শুরু করেছে তাদের মনে আতঙ্ক তৈরি করার জন্য শিক্ষার্থীরা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে।
এদিকে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হকার্স মার্কেট মোড় এবং চন্দ্রিমা সুপার মার্কেটের সমানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশের কয়েকটি ইউনিট।
ককটেলের শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড আবদুল কুদ্দুস শিকদার। তিনি বলেন, ‘শব্দটা কোত্থেকে আসছে সেটা দেখার জন্য আমরা এসেছি। আমি এখন শিক্ষার্থীদের কাছে যাব। আশা করি পরিস্থিতি শান্ত হবে।’
ড. আবদুল কুদ্দুস শিকদার বলেন, ‘যেহেতু আমরা সমাধানের জন্য একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আশা করছি, আজকে বসলে সমাধান হয়ে যাবে। এর আগ পর্যন্ত বিচ্ছিন্নভাবে কয়েকটি দোকান না খোলাই উচিত ছিল বলে আমি মনে করি।’

রাজধানীর চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে আজ বুধবার বিকেলে পরপর বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় আশপাশে থাকা পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিউমার্কেট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে রেখেছে।
ধারণা করা হচ্ছে, নিউমার্কেটের ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করে দোকান খোলা রাখার ঘোষণা দেওয়ার কারণে শিক্ষার্থীরা ফের রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে। এর আগে শিক্ষার্থীরা জানিয়েছিল, ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত নিউমার্কেটের দোকান খোলা যাবে না।
এদিকে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের ঘোষণার কিছুক্ষণ পর গাউছিয়া মার্কেট, চন্দ্রিমা মার্কেটের কিছু দোকান খোলা শুরু করেছে। কিন্তু হঠাৎ ককটেল বিস্ফোরণ হলে ফের দোকান বন্ধ করে দেওয়া হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, মার্কেট খোলার পর যখন ক্রেতা আসতে শুরু করেছে তাদের মনে আতঙ্ক তৈরি করার জন্য শিক্ষার্থীরা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে।
এদিকে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হকার্স মার্কেট মোড় এবং চন্দ্রিমা সুপার মার্কেটের সমানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশের কয়েকটি ইউনিট।
ককটেলের শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড আবদুল কুদ্দুস শিকদার। তিনি বলেন, ‘শব্দটা কোত্থেকে আসছে সেটা দেখার জন্য আমরা এসেছি। আমি এখন শিক্ষার্থীদের কাছে যাব। আশা করি পরিস্থিতি শান্ত হবে।’
ড. আবদুল কুদ্দুস শিকদার বলেন, ‘যেহেতু আমরা সমাধানের জন্য একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আশা করছি, আজকে বসলে সমাধান হয়ে যাবে। এর আগ পর্যন্ত বিচ্ছিন্নভাবে কয়েকটি দোকান না খোলাই উচিত ছিল বলে আমি মনে করি।’

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
৩৪ মিনিট আগে
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মইনুল হক বলেন, সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছেন, তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
৪২ মিনিট আগে
মৌলভীবাজারের মতো নরসিংদীতেও নেতা-কর্মীদের বাধার মুখে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মো. আমজাদ হোসাইন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নরসিংদী-২ (পলাশ) আসন থেকে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের পরিকল্পনা ছিল বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
১ ঘণ্টা আগে