নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন মারা যাওয়া ছয় লাশের খোঁজ পাওয়া গেছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে শাহবাগ থানার পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’-এর একদল সদস্য এই লাশগুলোর সন্ধান পান। এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
ছয়টি লাশের মধ্যে রয়েছে অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা পুরুষ (৩০) ও অজ্ঞাতনামা নারী (৩২) রয়েছেন। এ ছাড়া এনামুল (২৫) নামের এক যুবক রয়েছেন।
লাশগুলোর ময়নাতদন্ত বিশ্লেষণ করে দেখা যায়, পাঁচজনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ‘আঘাতজনিত মৃত্যু’ আর এনামুলের মৃত্যুর কারণ হিসেবে ‘ওপর থেকে নিচে পড়ে মৃত্যু’ লেখা হয়েছে।
শাহবাগ থানার পুলিশের পক্ষ থেকে বলা হয়, লাশগুলোর ডিএনএ সংগ্রহ করে তাদের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। সবগুলো লাশ ঢামেকের ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে।
শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘ঢামেকের মর্গে যে লাশগুলো আছে তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের লাশ। তাদের পরিবারের খোঁজ পাওয়া যায়নি। আমরা বিভিন্ন থানায় তথ্য পাঠিয়েছি, মিডিয়াকেও জানাচ্ছি। আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও মর্গে পরিদর্শন করেছেন।’
এদিকে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেওয়ারিশ লাশগুলোকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই অভ্যুত্থান–বিষয়ক বিশেষ সেলের প্রধান হাসান ইনাম। পরবর্তীকালে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শাহবাগ থানার মাধ্যমে ঢামেকের মর্গ পরিদর্শন করেছি। ছয়টি বেওয়ারিশ লাশের খোঁজ পেয়েছি। কারও পরিবারের সদস্যদের মধ্যে এ রকম কেউ মিসিং থাকলে তারা যেন জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সঙ্গে যোগাযোগ করে’।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন মারা যাওয়া ছয় লাশের খোঁজ পাওয়া গেছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে শাহবাগ থানার পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’-এর একদল সদস্য এই লাশগুলোর সন্ধান পান। এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
ছয়টি লাশের মধ্যে রয়েছে অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা পুরুষ (৩০) ও অজ্ঞাতনামা নারী (৩২) রয়েছেন। এ ছাড়া এনামুল (২৫) নামের এক যুবক রয়েছেন।
লাশগুলোর ময়নাতদন্ত বিশ্লেষণ করে দেখা যায়, পাঁচজনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ‘আঘাতজনিত মৃত্যু’ আর এনামুলের মৃত্যুর কারণ হিসেবে ‘ওপর থেকে নিচে পড়ে মৃত্যু’ লেখা হয়েছে।
শাহবাগ থানার পুলিশের পক্ষ থেকে বলা হয়, লাশগুলোর ডিএনএ সংগ্রহ করে তাদের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। সবগুলো লাশ ঢামেকের ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে।
শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘ঢামেকের মর্গে যে লাশগুলো আছে তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের লাশ। তাদের পরিবারের খোঁজ পাওয়া যায়নি। আমরা বিভিন্ন থানায় তথ্য পাঠিয়েছি, মিডিয়াকেও জানাচ্ছি। আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও মর্গে পরিদর্শন করেছেন।’
এদিকে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেওয়ারিশ লাশগুলোকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই অভ্যুত্থান–বিষয়ক বিশেষ সেলের প্রধান হাসান ইনাম। পরবর্তীকালে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শাহবাগ থানার মাধ্যমে ঢামেকের মর্গ পরিদর্শন করেছি। ছয়টি বেওয়ারিশ লাশের খোঁজ পেয়েছি। কারও পরিবারের সদস্যদের মধ্যে এ রকম কেউ মিসিং থাকলে তারা যেন জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সঙ্গে যোগাযোগ করে’।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
১ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
১ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
২ ঘণ্টা আগে