নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকাকে পথচারী বান্ধব শহর হিসেবে গড়ে তুলতে সামগ্রিক কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার রাজধানীর আগা সাদেক সড়ক ও আবুল হাসনাত সড়কে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, ‘রাজধানীতে কোনো সড়কের ওপর ভবনের র্যাম্প, সিঁড়ি পাওয়া গেলে আমরা সেগুলো অপসারণ করি। আমরা চাই, মানুষ ঢাকা শহরে স্বাচ্ছন্দ্যে হেঁটে চলবে। যেখানেই ২০ ফুটের ঊর্ধ্বে প্রশস্ত সড়কে পাব সেখানেই ২০ ফুট যাতায়াতের জন্য রেখে বাকিটা আমরা হাঁটার পথ করার নির্দেশনা দিয়েছি। তিনি বলেন, ঢাকা শহরের ৪০ ভাগ মানুষ হেঁটে পথ চলে। সুতরাং, তাঁরা যেন স্বাচ্ছন্দ্যে পথ চলে পথচারীবান্ধব একটি শহর পেতে পারি, সে লক্ষ্যেই আমরা কার্যক্রম হাতে নিয়েছি।’
জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের ফলে এ বছর ঢাকাবাসী গত বছরের চেয়ে বেশি সুফল পাবে মন্তব্য করে মেয়র বলেন, ‘গত বছরই আমরা জলাবদ্ধতা সৃষ্টি হয় এ রকম শতাধিক জায়গা চিহ্নিত করেছি। সেগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। এই কাজ সম্পন্ন হলে ঢাকাবাসী সুফল পাবে।’
নর্দমা ও খালে সোকওয়েল ও সেপটিক ট্যাংক সংযোগ বজায় রেখে খাল দূষণমুক্ত রাখা সম্ভব কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘এক বছর আগেই আমরা বলেছি নতুন ভবন ও স্থাপনা নির্মাণ করতে হলে সেখানে যত মানুষ বাস করবে সেই হিসেবটা করে তাঁদের নির্দিষ্ট সেপটিক ট্যাংক এবং সোকওয়েল থাকতে হবে। নতুন করে যেসব আবাসান হবে, সেখানে অবশ্যই অবশ্যই সেপটিক ট্যাংক, সোকওয়েল থাকতে হবে এবং পুরোনো যে ভবনগুলো আছে সেগুলোতেও পর্যায়ক্রমে তা যুক্ত করতে হবে। এর ফলে খালের দূষণ কমে আসবে।’
এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকাকে পথচারী বান্ধব শহর হিসেবে গড়ে তুলতে সামগ্রিক কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার রাজধানীর আগা সাদেক সড়ক ও আবুল হাসনাত সড়কে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, ‘রাজধানীতে কোনো সড়কের ওপর ভবনের র্যাম্প, সিঁড়ি পাওয়া গেলে আমরা সেগুলো অপসারণ করি। আমরা চাই, মানুষ ঢাকা শহরে স্বাচ্ছন্দ্যে হেঁটে চলবে। যেখানেই ২০ ফুটের ঊর্ধ্বে প্রশস্ত সড়কে পাব সেখানেই ২০ ফুট যাতায়াতের জন্য রেখে বাকিটা আমরা হাঁটার পথ করার নির্দেশনা দিয়েছি। তিনি বলেন, ঢাকা শহরের ৪০ ভাগ মানুষ হেঁটে পথ চলে। সুতরাং, তাঁরা যেন স্বাচ্ছন্দ্যে পথ চলে পথচারীবান্ধব একটি শহর পেতে পারি, সে লক্ষ্যেই আমরা কার্যক্রম হাতে নিয়েছি।’
জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের ফলে এ বছর ঢাকাবাসী গত বছরের চেয়ে বেশি সুফল পাবে মন্তব্য করে মেয়র বলেন, ‘গত বছরই আমরা জলাবদ্ধতা সৃষ্টি হয় এ রকম শতাধিক জায়গা চিহ্নিত করেছি। সেগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। এই কাজ সম্পন্ন হলে ঢাকাবাসী সুফল পাবে।’
নর্দমা ও খালে সোকওয়েল ও সেপটিক ট্যাংক সংযোগ বজায় রেখে খাল দূষণমুক্ত রাখা সম্ভব কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘এক বছর আগেই আমরা বলেছি নতুন ভবন ও স্থাপনা নির্মাণ করতে হলে সেখানে যত মানুষ বাস করবে সেই হিসেবটা করে তাঁদের নির্দিষ্ট সেপটিক ট্যাংক এবং সোকওয়েল থাকতে হবে। নতুন করে যেসব আবাসান হবে, সেখানে অবশ্যই অবশ্যই সেপটিক ট্যাংক, সোকওয়েল থাকতে হবে এবং পুরোনো যে ভবনগুলো আছে সেগুলোতেও পর্যায়ক্রমে তা যুক্ত করতে হবে। এর ফলে খালের দূষণ কমে আসবে।’
এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১১ মিনিট আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
১ ঘণ্টা আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে