নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খালগুলো দখল ও দূষণমুক্ত হলে ঢাকার শহর ইতালির ভেনিসের মতো নান্দনিক হয়ে উঠবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আপনারা খাল ক্লিন (পরিষ্কার) করে দিলে ঢাকা শহরকে ভেনিস বানিয়ে দেব। খাল দিয়ে ভেনিসের মতো নৌকা চলবে।’
আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল পরিদর্শনে গিয়ে ডিএনসিসির মেয়র এ কথা বলেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সবাই খালে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলছে। সেপটিক ট্যাংকের লাইন খাল দিয়ে দিচ্ছে। ছয় মাসের সময় দিলাম। যেসব বাসায় ওয়াসার সুয়ারেজ লাইন নেই, তারা নিজেরা সুয়ারেজ ব্যবস্থাপনা করতে হবে। আজকে আমরা সতর্ক করার জন্য এসেছি। পরে জরিমানা করব।’
খালে কারা ময়লা ফেলছে, তা সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘সবাই মিলে একটি সুন্দর নগরী গড়তে হবে। আমরা পর্যবেক্ষণ করার জন্য সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি বিভিন্ন বাড়ির ছাদে। কেউ খালে ময়লা ফেললে জেল জরিমানা হবে। ঢাকার অন্য এলাকায়ও সিসি ক্যামেরা বসানো হবে।’
খালের সীমানা নির্ধারণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে মেয়র আতিক বলেন, ‘আমরা ঢাকা ওয়াসা থেকে খাল পেয়েছি, কিন্তু খালের সীমানা পাইনি। সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছি, তারা সীমানা নির্ধারণ করে দেবে। যাঁরা খাল দখল করেছেন, তাঁরা নিজেরা সরে যান। সীমানা নির্ধারণ ও খালের পাড় তৈরির জন্য এবারের বাজেটে ২০ কোটি টাকা বরাদ্দ করেছি। সবার প্রচেষ্টায় খাল দখলমুক্ত হলে আমরা সুন্দর নগরী গড়ে তুলব।’
রামচন্দ্রপুর খাল পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন এস এম শরীফ উল ইসলাম, ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ প্রমুখ।

খালগুলো দখল ও দূষণমুক্ত হলে ঢাকার শহর ইতালির ভেনিসের মতো নান্দনিক হয়ে উঠবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আপনারা খাল ক্লিন (পরিষ্কার) করে দিলে ঢাকা শহরকে ভেনিস বানিয়ে দেব। খাল দিয়ে ভেনিসের মতো নৌকা চলবে।’
আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল পরিদর্শনে গিয়ে ডিএনসিসির মেয়র এ কথা বলেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সবাই খালে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলছে। সেপটিক ট্যাংকের লাইন খাল দিয়ে দিচ্ছে। ছয় মাসের সময় দিলাম। যেসব বাসায় ওয়াসার সুয়ারেজ লাইন নেই, তারা নিজেরা সুয়ারেজ ব্যবস্থাপনা করতে হবে। আজকে আমরা সতর্ক করার জন্য এসেছি। পরে জরিমানা করব।’
খালে কারা ময়লা ফেলছে, তা সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘সবাই মিলে একটি সুন্দর নগরী গড়তে হবে। আমরা পর্যবেক্ষণ করার জন্য সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি বিভিন্ন বাড়ির ছাদে। কেউ খালে ময়লা ফেললে জেল জরিমানা হবে। ঢাকার অন্য এলাকায়ও সিসি ক্যামেরা বসানো হবে।’
খালের সীমানা নির্ধারণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে মেয়র আতিক বলেন, ‘আমরা ঢাকা ওয়াসা থেকে খাল পেয়েছি, কিন্তু খালের সীমানা পাইনি। সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছি, তারা সীমানা নির্ধারণ করে দেবে। যাঁরা খাল দখল করেছেন, তাঁরা নিজেরা সরে যান। সীমানা নির্ধারণ ও খালের পাড় তৈরির জন্য এবারের বাজেটে ২০ কোটি টাকা বরাদ্দ করেছি। সবার প্রচেষ্টায় খাল দখলমুক্ত হলে আমরা সুন্দর নগরী গড়ে তুলব।’
রামচন্দ্রপুর খাল পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন এস এম শরীফ উল ইসলাম, ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ প্রমুখ।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে