উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. ইব্রাহিম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আলীম উল্লাহ (২৩) ও মো. শাকিল (২০) নামের আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ১৩ নম্বর প্লটের নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ভবনটির মালিক হাজী ফয়েজ আহমেদ আকন্দ। ভবনটির ডেভেলপার কোম্পানি বিডিডিএল হাউজিং লিমিটেড। নির্মাণকাজ করছে আইটি কনস্ট্রাকশন নামের একটি কোম্পানি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ওই ভবনে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি।
নিহত ইব্রাহিম ভোলার সদর উপজেলার চর ইলিশা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। আহতরা হলেন—একই উপজেলার আব্দুল ওয়াদুদের ছেলে আলীম উল্লাহ (২৩) ও মো. হাসিমের ছেলে মো. শাকিল (২০)। আহতরা বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
ওই ভবনের নিরাপত্তাকর্মী মো. সোলেয়মান আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যার দিকে বিকট শব্দ পেয়ে ভবনের পেছনে গিয়ে দেখতে পাই, ৩ শ্রমিক পঞ্চম তলা থেকে নিচে পড়ে গেছে। ঘটনাস্থলেই একজন মারা গেছেন। বাকি দুজন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।’
ঘটনাস্থলের ওই নির্মাণাধীন বাড়িতে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মী সোলেয়মান বলেন, ‘বাড়ির মালিক ফয়েজ সাহেব কাউকে ঢুকতে নিষেধ করেছেন। তাই ঢুকতে দেওয়া সম্ভব না।’
পাশের ভবনের নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা আজকের পত্রিকাকে বলেন, ‘ভবনের মালিক, ডেভেলপার কোম্পানি ও ঠিকাদারের অবহেলায় তাদের মৃত্যু হয়েছে। তারা খরচ কমায়ে গিয়ে হাইরাইজ ভবনে বাঁশের মাচান দিয়ে শ্রমিকদের ঝুঁকিপূর্ণভাবে কাজ করাচ্ছিলেন। বাঁশের পরিবর্তে স্টিলের মাচান তৈরি করে এবং নিচে যদি সেফটি জাল বিছানো থাকত, তাহলে এমন ঘটনা ঘটত না। ওই শ্রমিকদের সেফটি বেল্টও ছিল না।’
ওই ভবনের নির্মাণ শ্রমিক মহসিন আজকের পত্রিকাকে বলেন, ‘বাঁশের মাচানের ওপর ৩ শ্রমিক দাঁড়িয়ে ভবনটির পঞ্চম তলায় প্লাস্টারের কাজ করছিলেন। পরে মাচান ভেঙে গেলে তারা ৩ জনই নিচে পড়ে গিয়ে একজন মারা যান, দুজন আহত হন।’ তিনি আরও বলেন, ‘আহতদের গুরুতর অবস্থায় পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আলীম উল্লাহর দুই পা ভেঙে গেছে এবং বুকেসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। শাকিলেরও বুকে, পায়েসহ বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।’
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বাঁশের (মাচানের) ওপর দাঁড়িয়ে ১০ তলা ভবনের পঞ্চম তলায় প্লাস্টারের কাজ করছিলেন ওই তিন শ্রমিক। বাঁশ থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই ইব্রাহিম নামের এক শ্রমিক মারা যান। আলীম ও শাকিল নামের আরও দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসক তাদের পঙ্গু হাসপাতালে রেফার করেন।’
ওসি শামীম বলেন, ‘এ ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
উল্লেখ্য, এদিকে রাত ১২টা পর্যন্ত উত্তরা পূর্ব থানা প্রাঙ্গণে নিহত ইব্রাহিমের লাশ দেখা যায়। সেখানে তাঁর স্বজনেরা আহাজারি করছেন।

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. ইব্রাহিম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আলীম উল্লাহ (২৩) ও মো. শাকিল (২০) নামের আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ১৩ নম্বর প্লটের নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ভবনটির মালিক হাজী ফয়েজ আহমেদ আকন্দ। ভবনটির ডেভেলপার কোম্পানি বিডিডিএল হাউজিং লিমিটেড। নির্মাণকাজ করছে আইটি কনস্ট্রাকশন নামের একটি কোম্পানি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ওই ভবনে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি।
নিহত ইব্রাহিম ভোলার সদর উপজেলার চর ইলিশা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। আহতরা হলেন—একই উপজেলার আব্দুল ওয়াদুদের ছেলে আলীম উল্লাহ (২৩) ও মো. হাসিমের ছেলে মো. শাকিল (২০)। আহতরা বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
ওই ভবনের নিরাপত্তাকর্মী মো. সোলেয়মান আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যার দিকে বিকট শব্দ পেয়ে ভবনের পেছনে গিয়ে দেখতে পাই, ৩ শ্রমিক পঞ্চম তলা থেকে নিচে পড়ে গেছে। ঘটনাস্থলেই একজন মারা গেছেন। বাকি দুজন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।’
ঘটনাস্থলের ওই নির্মাণাধীন বাড়িতে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মী সোলেয়মান বলেন, ‘বাড়ির মালিক ফয়েজ সাহেব কাউকে ঢুকতে নিষেধ করেছেন। তাই ঢুকতে দেওয়া সম্ভব না।’
পাশের ভবনের নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা আজকের পত্রিকাকে বলেন, ‘ভবনের মালিক, ডেভেলপার কোম্পানি ও ঠিকাদারের অবহেলায় তাদের মৃত্যু হয়েছে। তারা খরচ কমায়ে গিয়ে হাইরাইজ ভবনে বাঁশের মাচান দিয়ে শ্রমিকদের ঝুঁকিপূর্ণভাবে কাজ করাচ্ছিলেন। বাঁশের পরিবর্তে স্টিলের মাচান তৈরি করে এবং নিচে যদি সেফটি জাল বিছানো থাকত, তাহলে এমন ঘটনা ঘটত না। ওই শ্রমিকদের সেফটি বেল্টও ছিল না।’
ওই ভবনের নির্মাণ শ্রমিক মহসিন আজকের পত্রিকাকে বলেন, ‘বাঁশের মাচানের ওপর ৩ শ্রমিক দাঁড়িয়ে ভবনটির পঞ্চম তলায় প্লাস্টারের কাজ করছিলেন। পরে মাচান ভেঙে গেলে তারা ৩ জনই নিচে পড়ে গিয়ে একজন মারা যান, দুজন আহত হন।’ তিনি আরও বলেন, ‘আহতদের গুরুতর অবস্থায় পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আলীম উল্লাহর দুই পা ভেঙে গেছে এবং বুকেসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। শাকিলেরও বুকে, পায়েসহ বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।’
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বাঁশের (মাচানের) ওপর দাঁড়িয়ে ১০ তলা ভবনের পঞ্চম তলায় প্লাস্টারের কাজ করছিলেন ওই তিন শ্রমিক। বাঁশ থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই ইব্রাহিম নামের এক শ্রমিক মারা যান। আলীম ও শাকিল নামের আরও দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসক তাদের পঙ্গু হাসপাতালে রেফার করেন।’
ওসি শামীম বলেন, ‘এ ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
উল্লেখ্য, এদিকে রাত ১২টা পর্যন্ত উত্তরা পূর্ব থানা প্রাঙ্গণে নিহত ইব্রাহিমের লাশ দেখা যায়। সেখানে তাঁর স্বজনেরা আহাজারি করছেন।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
২০ মিনিট আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
২৬ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
৩২ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে