Ajker Patrika

ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলা: তদন্ত প্রতিবেদন ২১ জুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলা: তদন্ত প্রতিবেদন ২১ জুন

রাজধানীর ফুলবাড়িয়ায় বঙ্গবাজারে আগুনের ঘটনার দিন ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলার অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ জুন দিন ধার্য করা হয়েছে। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবাহ ছন্দা প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।

গত ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সকাল ৬টা ১০ মিনিট থেকে ফায়ার সার্ভিস চেষ্টা করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হওয়ায় বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে একযোগে হামলা করেন উপস্থিত লোকজন। এ সময় ফায়ার সার্ভিসের ১৪টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ৭ এপ্রিল বংশাল থানায় মামলা করেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম।

মামলার এজাহারে বলা হয়, ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলায় সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতিসাধন হয়। অতর্কিত এ হামলায় ভাঙচুর করা হয় ফায়ার সার্ভিসের বিভিন্ন মডেলের ১৪টি গাড়ি, মেইন গেটের সেন্ট্রি পোস্ট, প্রশাসনিক ভবন ও সিনিয়র স্টেশন অফিসারের অফিস। হামলায় আনুমানিক ক্ষতির পরিমাণ ৩৯ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা। শুধু তাই নয়, হামলায় সিনিয়র কর্মকর্তাসহ আহত হন ফায়ার সার্ভিসের চার সদস্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত