সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের শিক্ষকদের বিরুদ্ধে বিপুল পাঠ্যপুস্তক বিক্রির অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে পিকআপ ভ্যানভর্তি এসব বই নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা আটকে দেন।
জানা গেছে, দুপুরে কলেজে থেকে ত্রিপলে মোড়ানো একটি পিকআপ ভ্যান বের হয়। পরে প্রতিষ্ঠানটির কয়েক শিক্ষার্থী পিকআপ ভ্যানটি আটকে দেন। তাঁরা ত্রিপল খুলতেই পিকআপ ভ্যানে বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তক দেখতে পান এবং সেটি কলেজে ফিরিয়ে আনেন।
শিক্ষার্থীদের অভিযোগ, কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহানা নাসরিন, সহকারী প্রধান শিক্ষক বজলুর রহমান ও সহকারী শিক্ষক মদিন্দ্রনাথ বালা পরস্পর যোগসাজশে বইগুলো বিক্রি করেছেন।
অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহানা নাসরিন আজকের পত্রিকাকে বলেন, ‘এটি একটি ভুল-বোঝাবুঝি। দুই দিন পর এসএসসি পরীক্ষা শুরু হবে। তাই সহকারী প্রধান শিক্ষক বজলুর রহমান ও সহকারী শিক্ষক মদিন্দ্রনাথ বালাকে প্রতিষ্ঠানে পুরোনো খাতাপত্র (শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরীক্ষার খাতা) রয়েছে, সেগুলো স্কুল থেকে সরাতে বলেছিলাম। তাঁদের বিক্রি করতে বলিনি। তাঁরা কথাটি বুঝতে না পেরে সরকারি বইসহ (খাতাপত্র) বিক্রি করে দিয়েছিলেন। বই বিক্রির পেছনে আমার কোনো হাত নেই।’
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মদিন্দ্রনাথ বালার মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
প্রতিষ্ঠান সহকারী প্রধান শিক্ষক বজলুর রহমান বলেন, ‘অধ্যক্ষ আমাকেও দায়িত্ব দিয়েছিলেন। তবে এসএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ঘড়ি লাগানোসহ অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। মদিন্দ্রনাথের ভুল হতে পারে। পরে আমি জানতে পেরেছি, কিছু বই বিক্রি হয়েছে। তবে বই বিক্রির সঙ্গে আমি জড়িত না।’
মুন্সিগঞ্জের জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, ‘সরকারি বই কোনোভাবে কোনো শিক্ষকের বিক্রি করার এখতিয়ার নেই। এটি আইনগত অবৈধ কাজ।’
শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটির সভাপতি মো. মহিনউদ্দিন বলেন, ‘ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিক একজন কর্মকর্তাকে সেখানে পাঠিয়েছি। এ ব্যাপারে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

মুন্সিগঞ্জের শ্রীনগরে স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের শিক্ষকদের বিরুদ্ধে বিপুল পাঠ্যপুস্তক বিক্রির অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে পিকআপ ভ্যানভর্তি এসব বই নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা আটকে দেন।
জানা গেছে, দুপুরে কলেজে থেকে ত্রিপলে মোড়ানো একটি পিকআপ ভ্যান বের হয়। পরে প্রতিষ্ঠানটির কয়েক শিক্ষার্থী পিকআপ ভ্যানটি আটকে দেন। তাঁরা ত্রিপল খুলতেই পিকআপ ভ্যানে বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তক দেখতে পান এবং সেটি কলেজে ফিরিয়ে আনেন।
শিক্ষার্থীদের অভিযোগ, কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহানা নাসরিন, সহকারী প্রধান শিক্ষক বজলুর রহমান ও সহকারী শিক্ষক মদিন্দ্রনাথ বালা পরস্পর যোগসাজশে বইগুলো বিক্রি করেছেন।
অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহানা নাসরিন আজকের পত্রিকাকে বলেন, ‘এটি একটি ভুল-বোঝাবুঝি। দুই দিন পর এসএসসি পরীক্ষা শুরু হবে। তাই সহকারী প্রধান শিক্ষক বজলুর রহমান ও সহকারী শিক্ষক মদিন্দ্রনাথ বালাকে প্রতিষ্ঠানে পুরোনো খাতাপত্র (শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরীক্ষার খাতা) রয়েছে, সেগুলো স্কুল থেকে সরাতে বলেছিলাম। তাঁদের বিক্রি করতে বলিনি। তাঁরা কথাটি বুঝতে না পেরে সরকারি বইসহ (খাতাপত্র) বিক্রি করে দিয়েছিলেন। বই বিক্রির পেছনে আমার কোনো হাত নেই।’
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মদিন্দ্রনাথ বালার মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
প্রতিষ্ঠান সহকারী প্রধান শিক্ষক বজলুর রহমান বলেন, ‘অধ্যক্ষ আমাকেও দায়িত্ব দিয়েছিলেন। তবে এসএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ঘড়ি লাগানোসহ অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। মদিন্দ্রনাথের ভুল হতে পারে। পরে আমি জানতে পেরেছি, কিছু বই বিক্রি হয়েছে। তবে বই বিক্রির সঙ্গে আমি জড়িত না।’
মুন্সিগঞ্জের জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, ‘সরকারি বই কোনোভাবে কোনো শিক্ষকের বিক্রি করার এখতিয়ার নেই। এটি আইনগত অবৈধ কাজ।’
শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটির সভাপতি মো. মহিনউদ্দিন বলেন, ‘ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিক একজন কর্মকর্তাকে সেখানে পাঠিয়েছি। এ ব্যাপারে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৩ ঘণ্টা আগে