মারুফ কিবরিয়া, ঢাকা

রাজধানীতে একদিন হাতে রেখে কোরবানির পশু কেনার চিত্রটা বেশ পুরনো। এদিন পশু বিক্রি যেমন বাড়ে, তেমনি বিক্রেতারা দরদাম কিছুটা ছেড়ে দেন। তাই সবার দৃষ্টি থাকে সেই দিনটার দিকে।
এ জন্য গতকাল শুক্রবার বিকেল থেকে রাজধানীর পশুর হাটগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কিন্তু সন্ধ্যা নামতেই যেন হাহুতাশ দেখা যায় ক্রেতাদের মধ্যে। কারণ চাহিদার তুলনায় হাটে পর্যাপ্ত পশু ছিল না। আর যা ছিল ক্রেতার বাজেটের চেয়ে কয়েকগুণ বেশি। কেউ কেউ হাজার খানেক গরু দেখেও কিনতে পারছিলেন না। এ চিত্র রাজধানীর আফতাব নগর কোরবানির পশুর হাটের।
এই হাটে গতকাল বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত ১২টা পর্যন্ত ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। একই অবস্থা আজ শনিবারেরও। ক্রেতাদের অভিযোগ, গরু পছন্দ হলেও বেপারিরা দাম ছাড়ছেন না। সে সঙ্গে একরোখা আচরণও করার অভিযোগ করেছেন অনেক ক্রেতা।
বাড্ডা থেকে আসা মাহবুবে কিবরিয়া বলেন, ‘ছয় ঘণ্টা ধরে হাটে ঘুরছি। দাম ছাড়ছে না। যে গরুটা ৬৫ হাজার হলে ঠিক আছে সেটি ৯৫ হাজারের নিচে দেবে না। আর দাম কম বললেই বেপারিদের মন খারাপ হয়ে যাচ্ছে।’
রাজু নামের আরেক ক্রেতার দাবি, ‘হাটে গরুর সংকট আছে। যে কারণে বেপারিরা চড়া দাম হাঁকাচ্ছেন।’ তিনি বলেন, সাধারণত ঈদের একদিন আগে দাম কমে যায়। কিন্তু এবার মনে হচ্ছে বেপারিরা সিন্ডিকেট গড়েছেন। তাদের সঙ্গে কথাই বলা যায় না।
লিংকন নামের এক ক্রেতা এসেছেন বাড্ডা সাতারকুল থেকে। তিনি বলেন, ‘সাঈদনগর হাট ঘুরেছি। সেখানেও চড়া দাম। ছোট গরুতে হাত দিলেও সেটা ৯০ হাজার দাম চায়। আর এখানে তো তিনঘণ্টা ঘুরে গরুই পাচ্ছি না।’
এসব অভিযোগ অবশ্য বেপারিরা মানছেন না। তাঁরা বলছেন, এবার পশুর খাবারের দাম বেড়ে যাওয়ায় কিছুটা দাম বেশি।
ঝিনাইদহ থেকে আসা বেপারি শাহিন বলেন, ‘আমার ২২টা গরু মাঝারি সাইজের। গরুর দাম বেশি ধরি না। বেশি ধরলে তো বেচা যাবে না। এবার খাবারের দাম বেশি। আর ট্রাকের ভাড়াও বেশি।’

রাজধানীতে একদিন হাতে রেখে কোরবানির পশু কেনার চিত্রটা বেশ পুরনো। এদিন পশু বিক্রি যেমন বাড়ে, তেমনি বিক্রেতারা দরদাম কিছুটা ছেড়ে দেন। তাই সবার দৃষ্টি থাকে সেই দিনটার দিকে।
এ জন্য গতকাল শুক্রবার বিকেল থেকে রাজধানীর পশুর হাটগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কিন্তু সন্ধ্যা নামতেই যেন হাহুতাশ দেখা যায় ক্রেতাদের মধ্যে। কারণ চাহিদার তুলনায় হাটে পর্যাপ্ত পশু ছিল না। আর যা ছিল ক্রেতার বাজেটের চেয়ে কয়েকগুণ বেশি। কেউ কেউ হাজার খানেক গরু দেখেও কিনতে পারছিলেন না। এ চিত্র রাজধানীর আফতাব নগর কোরবানির পশুর হাটের।
এই হাটে গতকাল বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত ১২টা পর্যন্ত ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। একই অবস্থা আজ শনিবারেরও। ক্রেতাদের অভিযোগ, গরু পছন্দ হলেও বেপারিরা দাম ছাড়ছেন না। সে সঙ্গে একরোখা আচরণও করার অভিযোগ করেছেন অনেক ক্রেতা।
বাড্ডা থেকে আসা মাহবুবে কিবরিয়া বলেন, ‘ছয় ঘণ্টা ধরে হাটে ঘুরছি। দাম ছাড়ছে না। যে গরুটা ৬৫ হাজার হলে ঠিক আছে সেটি ৯৫ হাজারের নিচে দেবে না। আর দাম কম বললেই বেপারিদের মন খারাপ হয়ে যাচ্ছে।’
রাজু নামের আরেক ক্রেতার দাবি, ‘হাটে গরুর সংকট আছে। যে কারণে বেপারিরা চড়া দাম হাঁকাচ্ছেন।’ তিনি বলেন, সাধারণত ঈদের একদিন আগে দাম কমে যায়। কিন্তু এবার মনে হচ্ছে বেপারিরা সিন্ডিকেট গড়েছেন। তাদের সঙ্গে কথাই বলা যায় না।
লিংকন নামের এক ক্রেতা এসেছেন বাড্ডা সাতারকুল থেকে। তিনি বলেন, ‘সাঈদনগর হাট ঘুরেছি। সেখানেও চড়া দাম। ছোট গরুতে হাত দিলেও সেটা ৯০ হাজার দাম চায়। আর এখানে তো তিনঘণ্টা ঘুরে গরুই পাচ্ছি না।’
এসব অভিযোগ অবশ্য বেপারিরা মানছেন না। তাঁরা বলছেন, এবার পশুর খাবারের দাম বেড়ে যাওয়ায় কিছুটা দাম বেশি।
ঝিনাইদহ থেকে আসা বেপারি শাহিন বলেন, ‘আমার ২২টা গরু মাঝারি সাইজের। গরুর দাম বেশি ধরি না। বেশি ধরলে তো বেচা যাবে না। এবার খাবারের দাম বেশি। আর ট্রাকের ভাড়াও বেশি।’

নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নতুন ভোটাররা প্রথমবার সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার সুযোগ পেয়েছেন। তাই দল-মতনির্বিশেষে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
২০ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৭)...
২৩ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় আহমদুল কবির অপু (৪০) নামের জেল থেকে পলাতক এক আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানা-পুলিশ। নিহত অপু পাহাড় মরজাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অপু চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন।
২৬ মিনিট আগে
মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে