বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের দিন বহিরাগত প্রবেশ ঠেকাতে ১৬ জানুয়ারি সবাইকে জাতীয় পরিচয়পত্র নিয়ে চলাচলের পরামর্শ দিয়েছেন জেলা পুলিশ সুপার। ১৮ বছরের ওপরের সব নাগরিকের প্রতি এই অনুরোধ করেন তিনি।
আজ শনিবার নির্বাচনের সর্বশেষ অবস্থা জানাতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।
পুলিশ সুপার বলেন, ‘আমরা আগামীকাল সিটিতে কোনো বহিরাগত প্রবেশ করতে দেব না। প্রতিটি প্রবেশপথে আমাদের মোবাইল টিম ও চেকপোস্ট থাকবে। শহরের ভেতরে যাঁরা বের হবেন, তাঁরা অবশ্যই জাতীয় পরিচয়পত্র নিয়ে বের হবেন। আমরা নির্বাচনের সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখতে ৫ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করেছি।’
জায়েদুল আলম বলেন, ‘যদি কেউ নির্বাচনের আমেজ নষ্ট করার চেষ্টা করেন, তাহলে তা কঠোর হস্তে দমন করা হবে। কোনো ধরনের ছাড় আমরা দেব না। কাউকে কোনো ধরনের অরাজকতা করার সুযোগ দেব না। পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে আছে এবং থাকবে। কেউ বাধা দিতে এলে আমরা প্রতিহত করব।’
প্রার্থীদের অভিযোগের বিষয়ে পুলিশ বলেছে, ‘প্রার্থীরা সবাই আমাদের সহযোগিতা করবেন বলেছেন। কোনো প্রার্থীকে কিংবা নির্বাচনে কোনো দল, ব্যক্তি, গোষ্ঠীর পক্ষে বা বিপক্ষে কাজ করছি না। যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, অবৈধ অস্ত্রধারী, মাদক কারবারি, তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি।’
নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, আনসার, এপিবিএন ও র্যাব কাজ করবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি কাজ করবে। প্রতিটি ওয়ার্ডে সব বাহিনীর একটি করে টিম থাকবে বলে জানান তিনি।
আরও পড়ুন:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের দিন বহিরাগত প্রবেশ ঠেকাতে ১৬ জানুয়ারি সবাইকে জাতীয় পরিচয়পত্র নিয়ে চলাচলের পরামর্শ দিয়েছেন জেলা পুলিশ সুপার। ১৮ বছরের ওপরের সব নাগরিকের প্রতি এই অনুরোধ করেন তিনি।
আজ শনিবার নির্বাচনের সর্বশেষ অবস্থা জানাতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।
পুলিশ সুপার বলেন, ‘আমরা আগামীকাল সিটিতে কোনো বহিরাগত প্রবেশ করতে দেব না। প্রতিটি প্রবেশপথে আমাদের মোবাইল টিম ও চেকপোস্ট থাকবে। শহরের ভেতরে যাঁরা বের হবেন, তাঁরা অবশ্যই জাতীয় পরিচয়পত্র নিয়ে বের হবেন। আমরা নির্বাচনের সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখতে ৫ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করেছি।’
জায়েদুল আলম বলেন, ‘যদি কেউ নির্বাচনের আমেজ নষ্ট করার চেষ্টা করেন, তাহলে তা কঠোর হস্তে দমন করা হবে। কোনো ধরনের ছাড় আমরা দেব না। কাউকে কোনো ধরনের অরাজকতা করার সুযোগ দেব না। পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে আছে এবং থাকবে। কেউ বাধা দিতে এলে আমরা প্রতিহত করব।’
প্রার্থীদের অভিযোগের বিষয়ে পুলিশ বলেছে, ‘প্রার্থীরা সবাই আমাদের সহযোগিতা করবেন বলেছেন। কোনো প্রার্থীকে কিংবা নির্বাচনে কোনো দল, ব্যক্তি, গোষ্ঠীর পক্ষে বা বিপক্ষে কাজ করছি না। যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, অবৈধ অস্ত্রধারী, মাদক কারবারি, তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি।’
নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, আনসার, এপিবিএন ও র্যাব কাজ করবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি কাজ করবে। প্রতিটি ওয়ার্ডে সব বাহিনীর একটি করে টিম থাকবে বলে জানান তিনি।
আরও পড়ুন:

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে