আজকের পত্রিকা ডেস্ক

চাকরিতে পুনর্বহাল ও বিচারব্যবস্থার সংস্কারসহ তিন দফা দাবিতে ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নিয়েছেন গত সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। আজ রোববার সকালে ‘সহযোদ্ধা’ নামে চাকরিচ্যুত সদস্যদের প্ল্যাটফর্মের ব্যানারে তাঁরা এই অবস্থান কর্মসূচি শুরু করেন।
বেলা ১১টার দিকে বিক্ষোভকারীদের জাহাঙ্গীর গেটের বিপরীত সড়কে ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাঁদের সঙ্গে থাকা একটি ব্যানারে লেখা ছিল, ‘সামরিক বাহিনী সংস্কার চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।’
১২টা ২৫ মিনিটের দিকে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট অভিমুখের সড়কে সীমিত পরিসরে যান চলাচল করতে দেওয়া হয়। আর বেলা ১টা নাগাদ ওই এলাকায় সড়ক যান চলাচলের জন্য পুরো খুলে দেওয়া হয়।
আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো—চাকরিচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধাসহ চাকরি পুনর্বহাল করতে হবে, যদি কোনো সদস্যের চাকরি পুনর্বহাল সম্ভব না হয়, তবে তাঁকে সরকারি সব সুযোগ-সুবিধাসহ পেনশনের আওতাভুক্ত করতে হবে এবং যে আইনকাঠামো ও একতরফা বিচারব্যবস্থার মাধ্যমে শত শত সশস্ত্র বাহিনীর সদস্য চাকরিচ্যুত হয়েছেন, সেই বিচারব্যবস্থার সংস্কার করতে হবে।
বিক্ষোভকারীরা তাঁদের দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
আওয়ামী লীগ সরকারের আমলে শৃঙ্খলা-পরিপন্থী বিভিন্ন কাজে জড়ানোর অভিযোগে সশস্ত্র বাহিনীর বেশ কিছু সদস্যকে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
এই সেনাসদস্যদের প্ল্যাটফর্ম সহযোদ্ধার ব্যানারে বিক্ষোভকারীরা সকাল ৮টা থেকে জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। বেলা সোয়া ১১টার দিকে তাঁরা সড়কে বসে পড়ে বিক্ষোভ করেন।

চাকরিতে পুনর্বহাল ও বিচারব্যবস্থার সংস্কারসহ তিন দফা দাবিতে ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নিয়েছেন গত সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। আজ রোববার সকালে ‘সহযোদ্ধা’ নামে চাকরিচ্যুত সদস্যদের প্ল্যাটফর্মের ব্যানারে তাঁরা এই অবস্থান কর্মসূচি শুরু করেন।
বেলা ১১টার দিকে বিক্ষোভকারীদের জাহাঙ্গীর গেটের বিপরীত সড়কে ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাঁদের সঙ্গে থাকা একটি ব্যানারে লেখা ছিল, ‘সামরিক বাহিনী সংস্কার চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।’
১২টা ২৫ মিনিটের দিকে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট অভিমুখের সড়কে সীমিত পরিসরে যান চলাচল করতে দেওয়া হয়। আর বেলা ১টা নাগাদ ওই এলাকায় সড়ক যান চলাচলের জন্য পুরো খুলে দেওয়া হয়।
আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো—চাকরিচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধাসহ চাকরি পুনর্বহাল করতে হবে, যদি কোনো সদস্যের চাকরি পুনর্বহাল সম্ভব না হয়, তবে তাঁকে সরকারি সব সুযোগ-সুবিধাসহ পেনশনের আওতাভুক্ত করতে হবে এবং যে আইনকাঠামো ও একতরফা বিচারব্যবস্থার মাধ্যমে শত শত সশস্ত্র বাহিনীর সদস্য চাকরিচ্যুত হয়েছেন, সেই বিচারব্যবস্থার সংস্কার করতে হবে।
বিক্ষোভকারীরা তাঁদের দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
আওয়ামী লীগ সরকারের আমলে শৃঙ্খলা-পরিপন্থী বিভিন্ন কাজে জড়ানোর অভিযোগে সশস্ত্র বাহিনীর বেশ কিছু সদস্যকে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
এই সেনাসদস্যদের প্ল্যাটফর্ম সহযোদ্ধার ব্যানারে বিক্ষোভকারীরা সকাল ৮টা থেকে জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। বেলা সোয়া ১১টার দিকে তাঁরা সড়কে বসে পড়ে বিক্ষোভ করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২৭ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে