নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে হকার নিয়ে সংঘর্ষের ঘটনায় নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হত্যাচেষ্টা মামলার তদন্ত প্রতিবেদনে বাদীপক্ষের নারাজি গ্রহণ করেছেন আদালত। মামলাটি পুনরায় অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসাদ বেগমের আদালত এই আদেশ দেন। এর আগে উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী জসিম উদ্দিন বলেন, ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে মেয়র আইভীর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় চার্জশিট দিয়েছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। কিন্তু বাদীপক্ষ সেই প্রতিবেদনে সন্তুষ্ট হতে পারেনি। আদালতে নারাজি দেওয়া হলে আদালত সেই আবেদন গ্রহণ করেন। একই সঙ্গে অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
২০১৮ সালের ১৬ জানুয়ারি শহরের ফুটপাতে হকার বসানো নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় নারায়ণগঞ্জে। দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলা ওই সংঘর্ষে শামীম ওসমানের সমর্থকেরা মেয়র আইভী ও তার অনুগামীদের ওপর হামলা চালান। এ সময় প্রকাশ্যে অস্ত্র তুলে গুলি ছুড়তে দেখা যায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম এবং নিয়াজুল ইসলামকে। কিন্তু পিবিআইের প্রতিবেদনে অস্ত্র মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় দুজনকে। অথচ ঘটনার পরপরেই গণমাধ্যমে ফলাও করে তাদের ছবি প্রকাশিত হয়। প্রতিবেদনে ক্ষুব্ধ হয়ে নারাজি দেওয়ার কথা বলেন মেয়র আইভী।
২০১৯ সালের ৪ ডিসেম্বর আদালতে মামলা দায়ের করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আইন কর্মকর্তা জিএম সাত্তার। ২০২০ সালের ফেব্রুয়ারিতে তদন্ত পায় পিবিআই। কয়েক দফা তদন্ত কর্মকর্তা বদলের পর ২০২২ সালের ১২ ডিসেম্বর আদালতে প্রতিবেদন জমা দেন পিবিআই পরিদর্শক আতাউর রহমান ভূঁইয়া।
সেই প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা দুই অস্ত্রধারীর বিষয়ে বলেন, ঘটনার দিন নিয়াজুল ও শাহ নিজামের হাতে পিস্তল দেখা গেছে। প্রথম জনের পিস্তল লাইসেন্স করা। দ্বিতীয়জনের বন্দুকের লাইসেন্স থাকলেও পিস্তলের নেই। শাহ নিজাম বিনা লাইসেন্সে অবৈধ আগ্নেয়াস্ত্র বহন করলে তা ভিডিও ফুটেজে দেখা গেলেও জামিনে থাকায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা যায়নি এবং অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। তাই দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারা প্রমাণ করা যাচ্ছে না।
অস্ত্র আইনের ধারা থেকে অব্যাহতি দিলেও হত্যাচেষ্টা, জখম, ভাঙচুর ও নাশকতার অভিযোগে পেনাল কোডের একাধিক ধারায় ১২ জনকে আসামি করেছে পিবিআই। এজাহারে থাকা আসামির তালিকা থেকে অব্যাহতি পেয়েছেন সাতজন।
অভিযোগপত্রে আসামি করা হয়—মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, যুবলীগ নেতা নিয়াজুল ইসলাম খান, হকার নেতা রহিম মুন্সি, আসাদুল ইসলাম ওরফে আসাদ, সায়মন, ইকবাল হোসেন, মাসুদ পাটোয়ারী ওরফে শুক্কুর, তোফাজ্জল, পলাশ মিয়া, মহসীন বেপারী, সালাউদ্দিন ওরফে সালাউদ্দিন গাজী এবং সাদেকুল ইসলামকে। আসামিদের মধ্যে শাহ নিজাম ও নিয়াজুল ইসলাম খান এজাহারভুক্ত আসামি। বাকিরা সকলেই এজাহার বহির্ভূত।

নারায়ণগঞ্জে হকার নিয়ে সংঘর্ষের ঘটনায় নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হত্যাচেষ্টা মামলার তদন্ত প্রতিবেদনে বাদীপক্ষের নারাজি গ্রহণ করেছেন আদালত। মামলাটি পুনরায় অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসাদ বেগমের আদালত এই আদেশ দেন। এর আগে উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী জসিম উদ্দিন বলেন, ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে মেয়র আইভীর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় চার্জশিট দিয়েছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। কিন্তু বাদীপক্ষ সেই প্রতিবেদনে সন্তুষ্ট হতে পারেনি। আদালতে নারাজি দেওয়া হলে আদালত সেই আবেদন গ্রহণ করেন। একই সঙ্গে অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
২০১৮ সালের ১৬ জানুয়ারি শহরের ফুটপাতে হকার বসানো নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় নারায়ণগঞ্জে। দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলা ওই সংঘর্ষে শামীম ওসমানের সমর্থকেরা মেয়র আইভী ও তার অনুগামীদের ওপর হামলা চালান। এ সময় প্রকাশ্যে অস্ত্র তুলে গুলি ছুড়তে দেখা যায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম এবং নিয়াজুল ইসলামকে। কিন্তু পিবিআইের প্রতিবেদনে অস্ত্র মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় দুজনকে। অথচ ঘটনার পরপরেই গণমাধ্যমে ফলাও করে তাদের ছবি প্রকাশিত হয়। প্রতিবেদনে ক্ষুব্ধ হয়ে নারাজি দেওয়ার কথা বলেন মেয়র আইভী।
২০১৯ সালের ৪ ডিসেম্বর আদালতে মামলা দায়ের করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আইন কর্মকর্তা জিএম সাত্তার। ২০২০ সালের ফেব্রুয়ারিতে তদন্ত পায় পিবিআই। কয়েক দফা তদন্ত কর্মকর্তা বদলের পর ২০২২ সালের ১২ ডিসেম্বর আদালতে প্রতিবেদন জমা দেন পিবিআই পরিদর্শক আতাউর রহমান ভূঁইয়া।
সেই প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা দুই অস্ত্রধারীর বিষয়ে বলেন, ঘটনার দিন নিয়াজুল ও শাহ নিজামের হাতে পিস্তল দেখা গেছে। প্রথম জনের পিস্তল লাইসেন্স করা। দ্বিতীয়জনের বন্দুকের লাইসেন্স থাকলেও পিস্তলের নেই। শাহ নিজাম বিনা লাইসেন্সে অবৈধ আগ্নেয়াস্ত্র বহন করলে তা ভিডিও ফুটেজে দেখা গেলেও জামিনে থাকায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা যায়নি এবং অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। তাই দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারা প্রমাণ করা যাচ্ছে না।
অস্ত্র আইনের ধারা থেকে অব্যাহতি দিলেও হত্যাচেষ্টা, জখম, ভাঙচুর ও নাশকতার অভিযোগে পেনাল কোডের একাধিক ধারায় ১২ জনকে আসামি করেছে পিবিআই। এজাহারে থাকা আসামির তালিকা থেকে অব্যাহতি পেয়েছেন সাতজন।
অভিযোগপত্রে আসামি করা হয়—মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, যুবলীগ নেতা নিয়াজুল ইসলাম খান, হকার নেতা রহিম মুন্সি, আসাদুল ইসলাম ওরফে আসাদ, সায়মন, ইকবাল হোসেন, মাসুদ পাটোয়ারী ওরফে শুক্কুর, তোফাজ্জল, পলাশ মিয়া, মহসীন বেপারী, সালাউদ্দিন ওরফে সালাউদ্দিন গাজী এবং সাদেকুল ইসলামকে। আসামিদের মধ্যে শাহ নিজাম ও নিয়াজুল ইসলাম খান এজাহারভুক্ত আসামি। বাকিরা সকলেই এজাহার বহির্ভূত।

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৭ ঘণ্টা আগে