নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নিধনে পদক্ষেপ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মশার পরিমাণ কতো এ বিষয়ে জরিপ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৮ জুনের মধ্যে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষকে ওই প্রতিবেদন দিতে বলা হয়েছে। আর ওই দিন পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। এই সংক্রান্ত সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই নির্দেশ দেন।
এর আগে ২০১৯ সালে শাহজালাল বিমানবন্দরে মশা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ওই বছরের ৩ মার্চ এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ। ওই সময় প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। রুলে শাহজালাল বিমানবন্দরে যাত্রী, দর্শনার্থীসহ অন্যদের মশার উৎপাত থেকে রক্ষায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও উদাসীনতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়।
তানভীর আহমেদ বলেন, নির্দেশ অনুযায়ী আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। তাতে তাঁরা বলেছেন, ২০১৯ সাল পর্যন্ত মশার ওপর জরিপ করেছেন। তাঁরা দুই মাস পর পর জরিপ অব্যাহত রাখার কথা জানান। কিন্তু গত তিন বছরে আর কোনো জরিপ করা হয়নি। তবে মশা নিধনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। আদালতে জরিপ করে প্রতিবেদন দিতে বলেছেন এবং নিধন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নিধনে পদক্ষেপ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মশার পরিমাণ কতো এ বিষয়ে জরিপ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৮ জুনের মধ্যে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষকে ওই প্রতিবেদন দিতে বলা হয়েছে। আর ওই দিন পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। এই সংক্রান্ত সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই নির্দেশ দেন।
এর আগে ২০১৯ সালে শাহজালাল বিমানবন্দরে মশা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ওই বছরের ৩ মার্চ এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ। ওই সময় প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। রুলে শাহজালাল বিমানবন্দরে যাত্রী, দর্শনার্থীসহ অন্যদের মশার উৎপাত থেকে রক্ষায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও উদাসীনতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়।
তানভীর আহমেদ বলেন, নির্দেশ অনুযায়ী আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। তাতে তাঁরা বলেছেন, ২০১৯ সাল পর্যন্ত মশার ওপর জরিপ করেছেন। তাঁরা দুই মাস পর পর জরিপ অব্যাহত রাখার কথা জানান। কিন্তু গত তিন বছরে আর কোনো জরিপ করা হয়নি। তবে মশা নিধনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। আদালতে জরিপ করে প্রতিবেদন দিতে বলেছেন এবং নিধন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।

প্রায় ৯০ বছর বয়সী এই অসহায় বৃদ্ধা বসবাস করেন নেছারাবাদ উপজেলার কামারকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। কামারকাঠি গ্রামের সন্ধ্যা নদীর পাড়ঘেঁষা একটি ছোট, জীর্ণ ঘরই তাঁর একমাত্র আশ্রয়। নদীর তীরবর্তী হওয়ায় বৃষ্টি ও বন্যার দিনে দুর্ভোগ যেন আরও বেড়ে যায়। জীবনের শেষ বয়সে তাঁর ভরসা বলতে একমাত্র ছেলে।
১ ঘণ্টা আগে
ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৭ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৭ ঘণ্টা আগে