
নওগাঁয় র্যাবের আটকের পর ভূমি অফসিরে সহকারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা তদন্তে এক সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন হতে যাচ্ছে। এর আগে এ সংক্রান্ত কমটি গঠনের নির্দশে দিয়েছিল হাইকোর্টের একটি বেঞ্চ।
মঙ্গলবার হাইকোর্টের আদেশ মন্ত্রিপরষিদ বিভাগে পৌঁছেছে বলে জানা গেছে। আজ বুধবার কমিটি গঠন হতে পারে। কমিটির প্রধান হতে পারেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খান।
হাইকোর্টের আদেশ অনুযায়ী কমিটিতে নওগাঁ জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে রাখা হচ্ছে বলে জানা গেছে। মোট ৮ সদস্যের কমিটি হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, উচ্চ পর্যায়ের এ কমিটিকে ৬০ দিনের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে হবে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ৫ এপ্রিল এ সংক্রান্ত রুল জারিসহ এ আদেশ দেন। রুলে তদন্ত চলাকালে মামলা ছাড়াই সুলতানা জেসমিনকে তুলে নেওয়া ও আটক কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের এই রুলের জবাব দিতে হবে।
উল্লেখ্য, গত ২২ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরের নওযোয়ান মাঠের সামনে থেকে সুলতানা জেসমিনকে আটক করে র্যাব। এরপর র্যাব হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। ২৪ মার্চ সকালে রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেসমিন
আরো পড়ুন:

নওগাঁয় র্যাবের আটকের পর ভূমি অফসিরে সহকারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা তদন্তে এক সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন হতে যাচ্ছে। এর আগে এ সংক্রান্ত কমটি গঠনের নির্দশে দিয়েছিল হাইকোর্টের একটি বেঞ্চ।
মঙ্গলবার হাইকোর্টের আদেশ মন্ত্রিপরষিদ বিভাগে পৌঁছেছে বলে জানা গেছে। আজ বুধবার কমিটি গঠন হতে পারে। কমিটির প্রধান হতে পারেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খান।
হাইকোর্টের আদেশ অনুযায়ী কমিটিতে নওগাঁ জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে রাখা হচ্ছে বলে জানা গেছে। মোট ৮ সদস্যের কমিটি হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, উচ্চ পর্যায়ের এ কমিটিকে ৬০ দিনের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে হবে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ৫ এপ্রিল এ সংক্রান্ত রুল জারিসহ এ আদেশ দেন। রুলে তদন্ত চলাকালে মামলা ছাড়াই সুলতানা জেসমিনকে তুলে নেওয়া ও আটক কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের এই রুলের জবাব দিতে হবে।
উল্লেখ্য, গত ২২ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরের নওযোয়ান মাঠের সামনে থেকে সুলতানা জেসমিনকে আটক করে র্যাব। এরপর র্যাব হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। ২৪ মার্চ সকালে রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেসমিন
আরো পড়ুন:

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৫ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৬ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৬ ঘণ্টা আগে