উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। গ্রেপ্তারের নাম মো. রুস্তম আলী (৩৮)। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মো. রুস্তম আলী ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ বাঘাপুর গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৬৯৬ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার ও ৩৫৫ গ্রাম ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ৫১ গ্রাম।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে রহস্যজনকভাবে ঘোরাঘুরি করতে থাকেন রুস্তম আলী। পরে এপিবিএনের গোয়েন্দা দল সাদা পোশাকে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে অপ্রাসঙ্গিক উত্তর দেয়। পরে বিমানবন্দরের এপিবিএন অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে তাঁর সঙ্গে থাকা স্বর্ণের কথা স্বীকার করে।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদের পর তার সঙ্গে থাকা ব্যাগ থেকে রুস্তম নিজ হাতে ছয়টি গোল্ডবার (ওজন ৬৯৬) এবং ৩৫৫ গ্রাম স্বর্ণালংকার বের করে দেন। এ সময় তিনি এসব স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে।
জিয়াউল হক বলেন, পবিত্র ঈদ উপলক্ষে কুচক্রী মহলের চোরাচালানের চেষ্টা নস্যাৎ করার জন্য এপিবিএন চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এপ্রিল মাসব্যাপী পরিচালিত এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত প্রায় ছয় কেজি স্বর্ণ, মোবাইল ফোন, মদ, কসমেটিকস এবং বিপুল পরিমাণ অন্যান্য শুল্কযোগ্য পণ্য আটক করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। গ্রেপ্তারের নাম মো. রুস্তম আলী (৩৮)। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মো. রুস্তম আলী ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ বাঘাপুর গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৬৯৬ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার ও ৩৫৫ গ্রাম ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ৫১ গ্রাম।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে রহস্যজনকভাবে ঘোরাঘুরি করতে থাকেন রুস্তম আলী। পরে এপিবিএনের গোয়েন্দা দল সাদা পোশাকে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে অপ্রাসঙ্গিক উত্তর দেয়। পরে বিমানবন্দরের এপিবিএন অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে তাঁর সঙ্গে থাকা স্বর্ণের কথা স্বীকার করে।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদের পর তার সঙ্গে থাকা ব্যাগ থেকে রুস্তম নিজ হাতে ছয়টি গোল্ডবার (ওজন ৬৯৬) এবং ৩৫৫ গ্রাম স্বর্ণালংকার বের করে দেন। এ সময় তিনি এসব স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে।
জিয়াউল হক বলেন, পবিত্র ঈদ উপলক্ষে কুচক্রী মহলের চোরাচালানের চেষ্টা নস্যাৎ করার জন্য এপিবিএন চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এপ্রিল মাসব্যাপী পরিচালিত এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত প্রায় ছয় কেজি স্বর্ণ, মোবাইল ফোন, মদ, কসমেটিকস এবং বিপুল পরিমাণ অন্যান্য শুল্কযোগ্য পণ্য আটক করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।

শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চেম্বার জজ আদালতে আপিল করা হয়েছে। আমরা শুনানির জন্য অপেক্ষায় আছি। চেম্বার জজ আদালত নির্বাচন আয়োজনের পক্ষে বা বিপক্ষে রায় দিলে, তখন একটা ফাইনাল জায়গায় আমরা যেতে পারি।
১৫ মিনিট আগে
নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নতুন ভোটাররা প্রথমবার সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার সুযোগ পেয়েছেন। তাই দল-মতনির্বিশেষে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
৩৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৭)...
৪১ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় আহমদুল কবির অপু (৪০) নামের জেল থেকে পলাতক এক আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানা-পুলিশ। নিহত অপু পাহাড় মরজাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অপু চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন।
৪৪ মিনিট আগে