Ajker Patrika

ফকিরাপুলে মাদক কারবারিদের গুলিতে দুই ডিবি সদস্য গুলিবিদ্ধ

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৯ জুন ২০২৫, ১২: ১০
ফকিরাপুলে মাদক কারবারিদের গুলিতে দুই ডিবি সদস্য গুলিবিদ্ধ
প্রতীকী ছবি

রাজধানীর পল্টন থানার ফকিরাপুল এলাকায় অভিযান চালানোর সময় মাদক কারবারিদের ছোড়া গুলিতে গোয়েন্দা পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে পল্টন থানার ফকিরাপুল মোড়ে মেইন রোডে ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

আহতরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানান, রাতে দুই গোয়েন্দা পুলিশ দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে আতিক হাসানের পেটের বাঁ পাশে এবং সুজনের বাঁ পায়ে গুলি বিদ্ধ হয়েছে। দুজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি লালবাগ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েবের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চলছিল। ফকিরাপুল মোড়ে মাদক কারবারিদের একটি প্রাইভেট কারের গতি রোধ করে। এ সময় মাদক কারবারিদের সঙ্গে থাকা অস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এতে দুজন পুলিশ গুলিবিদ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। মাদক কারবারিদের ব্যবহৃত প্রাইভেট কারটি ডিবি হেফাজতে আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত